বুলবুলের ভ্রুকুটি, উপকূলে সতর্কবার্তা, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা
আগামী ৯, ১০ ও ১১ নভেম্বর রাজ্যের উপকূলবর্তী তিন জেলা দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা।
কলকাতা: ঘূর্ণিঝড়ের তালিকায় এবার নতুন সংযোজন ‘বুলবুল’। ক্রমে শক্তি সঞ্চয় করে বঙ্গোপসাগরের নিম্নচাপ পরিণত হয়েছে এই ঘূর্ণিঝড়ে। আবহাওয়া দফতর সূত্রে খবর, তার অভিমুখ রাজ্যের উপকূল ভাগের দিকে। তবে, কোথায় আছড়ে পড়বে তা এখনো সঠিকভাবে জানা যায়নি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে। আগামী ৯, ১০ ও ১১ নভেম্বর রাজ্যের উপকূলবর্তী তিন জেলা দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। উপকূল এলাকা থেকে দূরবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
নিম্নচাপ পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। শক্তি সঞ্চয় করে এগিয়ে আসছে বুলবুল। শনিবার থেকে রাজ্যের উপকূলবর্তী ৩ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। দিঘা-কাকদ্বীপে চলছে মাইকে প্রচার। তার জেরে দিঘায় সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা। মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর সমুদ্র সৈকতেও সতর্কতা জারি।
ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর মোকাবিলায় আগাম সতর্ক পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। জলোচ্ছ্বাস আটকাতে সমুদ্র সৈকতে ফেলা হচ্ছে পাথর। সমুদ্র তীরবর্তী কয়েকটি সেন্টারকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে দিঘা-সহ অন্যান্য উপকূলবর্তী এলাকায় চলছে মাইকে প্রচার। পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। যে সমস্ত মৎস্যজীবীরা সমুদ্রে রয়েছেন, তাঁদের অবিলম্বে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। যাঁরা ওড়িশা উপকূলে রয়েছেন, তাঁদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে অনুরোধ করা হয়েছে। ওয়াচ টাওয়ার থেকে চলছে নজরদারি।
ঘূর্ণিঝড় দাপট দেখাতে দক্ষিণ ২৪ পরগনাতে। তাই আগাম সতর্ক জেলা প্রশাসনও। কাকদ্বীপ, বকখালি, গোসাবা, পাথরপ্রতিমা, সাগরদ্বীপ এলাকায় চলছে মাইকের মাধ্যমে প্রচার।
কেউ ফণী! কেউ তিতলি! কখনও আয়লা! কখনও আবার হুদহুদ! বার বার তাদের দাপটে বেড়েছে আশঙ্কা আর উদ্বেগ!
বুলবুল নামকরণ করেছে প্রতিবেশী দেশ পাকিস্তান।
কীভাবে নামকরণ হয় বিভিন্ন ঘূর্ণিঝড়ের?
বিশ্ব আবহাওয়া সংস্থা বিভিন্ন অঞ্চলের উপর ভিত্তি করে গঠন করে আঞ্চলিক কমিটি। এই কমিটির সেই অঞ্চলের সদস্য দেশগুলি ঝড়ের বিভিন্ন নাম প্রস্তাব করে।
নামের তালিকা অনুযায়ী পর্যায়ক্রমে ওই অঞ্চলের ঝড়গুলোর নামকরণ হয়। উত্তর-ভারত মহাসাগরে তৈরি হওয়া ঝড়গুলির নাম এই অঞ্চলের সদস্য দেশ। অর্থাৎ, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার, মলদ্বীপ, তাইল্যান্ড এবং ওমান ঠিক করে। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্ভাব্য ঝড়গুলোর জন্য সদস্য দেশগুলি নামের প্রস্তাব রাখে। যখন ঝড় হয় তখন ওই তালিকা থেকে নাম ব্যবহার করা হয়। এর আগে ২০০৮ সালে নার্গিস ঘূর্ণিঝড়ের নাম রেখেছিল পাকিস্তান। ২০১০ সালে লায়লার নামও রাখে পাকিস্তান। এবার বুলবুল।