Live Updates: ভোট হতেই তৃণমূল-দুর্গে ভাঙন, তৃণমূল ছেড়ে বিজেপিতে বীজপুর-বিষ্ণুপুরের বিধায়ক, গেরুয়া শিবিরে হেমতাবাদের সিপিএম বিধায়ক,তৃণমূলের হাতছাড়া উত্তর ২৪ পরগনার ৪ পুরসভা
LIVE
Background
নয়াদিল্লি: দল থেকে ৬ বছরের জন্য সাসপেন্ড হওয়ার পর আজ বিজেপিতে যোগ দিতে পারেন মুকুল রায়ের ছেলে, বীজপুরের তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়। ইতিমধ্যে দিল্লি পৌঁছেছেন তিনি। পাশাপাশি আজই তৃণমূলের আরও কয়েকজন বিধায়কের বিজেপিতে যোগদানের সম্ভাবনা।
এঁদের মধ্যে থাকতে পারেন বিষ্ণুপুরের বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য, গঙ্গারামপুরের বিধায়ক গৌতম দাস ও হেমতাবাদের বাম বিধায়ক দেবেন্দ্রনাথ রায়। এছাড়া হালিশহর পুরসভার ২৩ জন তৃণমূল কাউন্সিলরের মধ্যে ১৮ জনই যোগ দিতে পারেন বিজেপিতে। নৈহাটি পুরসভার ৩১ জনের মধ্যে ২২ জন তৃণমূল কাউন্সিলরের বিজেপিতে যোগদানের সম্ভাবনা। কাঁচরাপাড়া পুরসভার ২৪ জন তৃণমূল কাউন্সিলরের মধ্যে ১৯ জন বিজেপিতে যোগ দিতে পারেন।
পাল্টা পুরসভার নিয়ন্ত্রণ ধরে রাখতে আজ দুপুরে বৈঠকে বসছেন তৃণমূলের উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক।
রদবদল হচ্ছে রাজ্য মন্ত্রিসভায়, আসতে চলেছে নতুন মুখ
বিজেপিতে যোগ দিলেন শুভ্রাংশু সহ ৩ বিধায়ক, ৬৩ তৃণমূল কাউন্সিলর, চার পুরসভা দখল গেরুয়া শিবিরের