5G Internet: ইন্টারনেটের গতির পরীক্ষায় অনেক পিছিয়ে ভারত ! প্রথম তিনে আছে এই দেশগুলি
Fastest Internet Speed in World: ইন্টারনেট স্পিড পরীক্ষায় ভারতের চেয়ে বহুগুণ এগিয়ে রয়েছে কোন দেশগুলি।
Fastest Internet Speed in World: আর কিছুদিনের অপেক্ষা দীপাবলির আগেই ভারতে শুরু হয়ে যাবে 5G পরিষেবা। সোমবার তেমনই ঘোষণা করেছে টেলিকম সংস্থা রিলায়েন্স। তবে টেক সাইটগুলির রিপোর্ট বলছে, ভারতে ৫জি পরিষেবা চালু হলেও ইন্টারনেটের গতির যুদ্ধে অনেক পিছিয়ে থাকবে দেশ। জেনে নিন, ইন্টারনেট স্পিড পরীক্ষায় ভারতের চেয়ে বহুগুণ এগিয়ে রয়েছে কোন দেশগুলি।
5G Internet: এই দেশগুলো প্রথম তিনে রয়েছে
ওপেন সিগন্যালের প্রতিবেদন বলছে, বিশ্বের দ্রুততম ইন্টারনেটের দিক থেকে শীর্ষে রয়েছে সৌদি আরব। এখানে ব্যবহারকারীরা 414.2 Mbps এর ডাউনলোড স্পিড পান। এই তালিকায় দুই নম্বরে রয়েছে দক্ষিণ কোরিয়া। এখানে ব্যবহারকারীরা 312.7 Mbps এর গড় ডাউনলোড গতি পান। তিন নম্বরের কথা বললে, অস্ট্রেলিয়া 215.7 Mbps গতি নিয়ে তিন নম্বরে রয়েছে।
Fastest Internet Speed in World: গতির দিক থেকেও পিছিয়ে আছে আমেরিকা
বিশ্বের তিন দেশের পর রয়েছে তাইওয়ানের নাম। 210.2 Mbps গতি নিয়ে চার নম্বরে রয়েছে এই দেশ। কানাডা 178.1 Mbps এর গড় ডাউনলোড গতির সাথে পাঁচ নম্বরে রয়েছে। ছয় নম্বরে রয়েছে সুইজারল্যান্ড, যেখানে 150.7 Mbps গতি পান ব্যবহারকারী। 142.8 Mbps গতিতে হংকং 7 নম্বরে, 133.5 Mbps গতিতে 8 নম্বরে ব্রিটেন ও 102.0 Mbps গতির সঙ্গে জার্মানি 9 নম্বরে রয়েছে। শীর্ষ দশে নেদারল্যান্ডস ও তারপরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। নেদারল্যান্ডে ইন্টারেনেটের গতি 79.2 Mbps ও গাজিয়াবাদে ডাউনলোডের গতি 50.9 Mbps।
5G Internet: গতির যুদ্ধে কোথায় ভারত ?
আমরা যদি দেশের বর্তমান 4G ইন্টারনেট স্পিডকে অন্যান্য দেশের সাথে তুলনা করি, তাহলে দেখা যাবে অনেক পিছিয়ে ভারত। বর্তমানে, ভারতে ব্রডব্যান্ড সংযোগগুলি 30 থেকে 35 Mbps এর মধ্যে গতি দেয়। অর্থাৎ শীর্ষ দশে অন্তর্ভুক্ত দেশগুলোর পরিসংখ্যানের তুলনায় এটি কোথাও দাঁড়ায় না। 5G পরিষেবা শুরু হওয়ার পরেও শীর্ষ-10 তালিকায় ভারতের স্থান তৈরি করা কঠিন বলে মনে হচ্ছে।
আরও পড়ুন : Reliance Jio: ফের বাড়বে মোবাইল রিচার্জের দাম, এই কারণে ট্যারিফ বাড়াতে পারে জিও