Lava Smartphones: ১০ হাজার টাকার কমে ৫জি ফোন ! ভারতে হাজির লাভা ইয়ুভা মডেল, কী কী ফিচার রয়েছে?
Lava Yuva 5G: লাভা ইয়ুভা ৫জি ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৪৯৯ টাকা। এই ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৯৯৯ টাকা।
Lava Smartphones: ভারতে লঞ্চ হয়েছে লাভা ইয়ুভা ৫জি ফোন (Lava Yuva 5G)। এই ৫জি ফোনে রয়েছে একটি Unisoc T750 প্রসেসর। এটি একটি অক্টা-কোর চিপসেট (Octa Core Chipset)। এই প্রথম ভারতে কোনও ফোন লঞ্চ হয়েছে যেখানে এই প্রসেসর রয়েছে। লাভা ইয়ুভা ৫জি ফোনের ডিসপ্লেতে রয়েছে হোল পাঞ্চ কাট আউট। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ। লাভা ইয়ুভা ৫জি ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। এছাড়াও লাভা ইয়ুভা ৫জি ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।
ভারতে লাভা ইয়ুভা ৫জি ফোনের দাম কত, কবে থেকে বিক্রি শুরু হবে, কোথা থেকে কেনা যাবে, কী কী রঙে লঞ্চ হয়েছে- দেখে নিন সবিস্তারে
লাভা ইয়ুভা ৫জি ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৪৯৯ টাকা। এই ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৯৯৯ টাকা। মিস্টিক ব্লু এবং মিস্টিং গ্রিন- এই দুই রঙে লঞ্চ হয়েছে লাভা ইয়ুভা ৫জি ফোন। আগামী ৫ জুন থেকে শুরু হবে বিক্রি। কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট, লাভা ই-স্টোর এবং অন্যান্য রিটেল আউটলেট থেকে। লাভা সংস্থা এক বছরের ওয়ারেন্টি দিচ্ছে এই ফোনে।
লাভা ইয়ুভা ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে, দেখে নিন
- ডুয়াল সিমের সাপোর্ট রয়েছে এই ফোনে। অ্যান্ড্রপ্যেড ১৪- র সাহায্যে পরিচালিত হবে এই ফোন।
- লাভা সংস্থার নতুন ফোনে ৬.৫২ ইঞ্চির এইচডি প্লাস IPS ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ।
- এই ফোনের ডিসপ্লে একটি 2.5D কার্ভড ডিসপ্লে এবং তার উপরে রয়েছে হোল পাঞ্চ কাট আউট।
- একটি অক্টা-কোর Unisoc T750 5G প্রসেসর রয়েছে লাভা ইয়ুভা ৫জি ফোনে।
- ফোনের ব্যবহার না হওয়া স্টোরেজের সাহায্যে অনবোর্ড র্যামের পরিমাণ ৮ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
- ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি শুটার এবং একটি এলইডি ফ্ল্যাশ। আর ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর ও একটি স্ক্রিন ফ্ল্যাশ।
- এই ফোনের ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
- ইউজারদের বায়োমেট্রিক অথেনটিফিকেশনের জন্য রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর এবং ফেস আনলকিং ফিচার।
- ৫জি ছাড়াও লাভা ইয়ুভা ফোনে রয়েছে 4G VoLTE, ব্লুটুথ ৫, Wi-Fi 802.11 b/g/n/ac কানেক্টিভিটি সাপোর্ট।
- এই ফোনে একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক রয়েছে। ইউএসবি টাইপ-সি পোর্টের সাহায্যে এই ফোনে চার্জ দেওয়া সম্ভব।
- লাভা ইয়ুভা ৫জি ফোনে একবার পুরো চার্জ দিলে প্রায় ২৮ ঘণ্টা পর্যন্ত টকটাইম পাওয়া যাবে।
আরও পড়ুন- সাত হাজার টাকার কম দামে ভারতে হাজির মোটোরোলার নতুন ফোন, কী কী ফিচার নজর কেড়ে নেবে আপনার?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।