Vivo 5G Phones: ২০ হাজার টাকার কমে ৫জি ফোন, ভারতে হাজির ভিভো টি৪আর ৫জি মডেল, কী কী ফিচার রয়েছে?
Vivo T4R 5G: ভিভো ইন্ডিয়া ই-স্টোর, ফ্লিপকার্ট এবং নির্দিষ্ট কিছু রিটেল স্টোর থেকে কেনা যাবে ভিভো টি৪আর ৫জি ফোন। ৫ অগস্ট থেকে শুরু হতে চলেছে ফোনের বিক্রি।

Vivo 5G Phones: ভিভো টি৪আর ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনে quad-curved AMOLED ডিসপ্লে রয়েছে। স্লিম ডিজাইনের এই ফোন ৭.৩৯ মিলিমিটার পুরু। এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭৪০০ চিপসেট। এছাড়াও রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সাপোর্ট পাবেন ইউজাররা। ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। ভিভোর এই ফোন ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে ফোন সহজে নষ্ট হবে না।
ভিভো টি৪আর ৫জি ফোনের দাম কত
এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৯,৪৯৯ টাকা। এছাড়াও রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্ট যার দাম ২১,৪৯৯ টাকা। আর রয়েছে রয়েছে ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেল যার দাম ২৩,৪৯৯ টাকা। ভিভো ইন্ডিয়া ই-স্টোর, ফ্লিপকার্ট এবং নির্দিষ্ট কিছু রিটেল স্টোর থেকে কেনা যাবে ভিভো টি৪আর ৫জি ফোন। ৫ অগস্ট থেকে শুরু হতে চলেছে ফোনের বিক্রি। আর্কটিক হোয়াইট এবং Twilight ব্লু - এই দুই রঙে কেনা যাবে ভিভো টি৪আর ৫জি ফোন।
ভিভো টি৪আর ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে
- এই ফোনে ৬.৭৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত quad-curved AMOLED ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই স্ক্রিনের HDR10+ সাপোর্ট রয়েছে।
- এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭৪০০ প্রসেসর রয়েছে। এই ফোনে অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট পাবেন ইউজাররা। এর সঙ্গে ১২ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত রয়েছে।
- এই ফোনে ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসরের সঙ্গে ২ মেগাপিক্সেলের বোকেহ ক্যামেরা রয়েছে। ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। রেয়ার ও ফ্রন্ট- দুই ক্যামেরাতেই 4K ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্ট রয়েছে।
- ভিভো টি৪আর ৫জি ফোনে ৫৭০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে ইউজারদের জন্য। এছাড়াও রয়েছে ইন-ডিসপ্লে অপটিকাল ফিঙ্গারপ্রিন্ট সেনসর।
- ইউএসবি টাইপ-সি পোর্টের সাহায্যে এই ফোনের চার্জ দেওয়া সম্ভব। এই ফোন ৭.৩৯ মিলিমিটার পুরু এবং ওজন প্রায় ১৮৩.৫ গ্রাম। ৫জি, ৪জি, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.৪, জিপিএস কানেক্টিভিটি সাপোর্ট পাওয়া যাবে এই ফোনে।






















