AI New Tech: হারানো জিনিস খুঁজে দেবে এআই-ভিত্তিক প্রযুক্তি, কীভাবে কাজ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা
Artificial Intelligence: হারানো জিনিস খুঁজতে সমস্যা হবে না । কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর মাধ্যমে সহজেই ফিরে পাবেন আপনার সম্বল।
Artificial Intelligence: হারানো জিনিস খুঁজতে সমস্যা হবে না । কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর মাধ্যমে সহজেই ফিরে পাবেন আপনার সম্বল। সম্প্রতি গবেষণায় এমনই সাফল্য পেয়েছে ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ের গবেষক দল।
Tech News: কাদের কথা চিন্তা করে এই প্রযুক্তি ?
হার্ট অ্যাটাক এমনকী ক্যান্সার নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পর এবার নতুন রূপে AI। সম্প্রতি গবেষকরা জানিয়েছেন, নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক প্রযুক্তি দিয়ে খুঁজে পাওয়া যাবে হারানো জিনিস। আপনার ওষুধ, চশমা হারানো ফোন খুঁজে পেতে রোবটকে সাহায্য করবে এআই প্রোগ্রাম। গবেষকরা প্রাথমিকভাবে ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তিদের সাহায্য করার জন্য এই প্রযুক্তিটি ব্যবহার করতে চান। এই ধরনের রোগীরা কেউ নিজেদের জিনিস ভুলে গেলে তা খুঁজতে সাহায্য় করবে এই এআই টেকনোলজি।
AI New Tech: কী বলছেন গবেষকরা
এই এআই প্রযক্তি নিয়ে ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ের পোস্ট-ডক্টরাল ফেলো আলি আয়ুব বলেন, "এর দীর্ঘমেয়াদি প্রভাব সত্যিই উত্তেজনাপূর্ণ।"
ডিমেনশিয়া মস্তিষ্কের কার্যকারিতা সীমাবদ্ধ করে, বিভ্রান্তি, স্মৃতিশক্তি হ্রাস করে অক্ষমতা সৃষ্টি করে। এই অবস্থার সঙ্গে অনেক লোক বারবার দৈনন্দিন বস্তুর অবস্থান ভুলে যান। যা তাদের জীবনযাত্রার মান হ্রাস করে ও পরিবারের ওপর অতিরিক্ত বোঝা চাপায়।
Artificial Inlelligence: কীভাবে কাজ করবে এই প্রযুক্তি ?
গবেষকরা বিশ্বাস করেন, ডিমনেসিয়া আক্রান্ত কোনও ব্যক্তির রোজকার জীবনযাবনের স্মৃতি রোবটের মধ্যে ঢুকিয়ে দিলে তা গেম-চেঞ্জার হতে পারে। বর্তমানে গবেষকরা AI ব্যবহার করে নতুন ধরনের কৃত্রিম স্মৃতি তৈরি করতে সফল হয়েছেন। গবেষণাপত্র বলছে, দলটি 'অবজেক্ট-ডিটেকশন অ্যালগরিদম' ব্যবহার করে রোবটকে প্রোগ্রাম করেছে। যার মাধ্যমে ডিমনেশিয়ায় আক্রান্ত কোনও ব্যক্তি যা কাজ করবেন তার ভিডিও ক্যামেরার মাধ্যমে স্টোর থাকবে। তাই কোনও জিনিস খুঁজে না পেলে নির্দিষ্ট মেমরি লগ সেই বস্তুর সন্ধান দিতে পারবে।
Tech News: বর্তমানে এআই রোবট একটি বস্তু থেকে অন্য বস্তু আলাদা করতে সক্ষম। সময়, তারিখ দেখে কোনও ব্যক্তির নিত্যদিনের জীবনে বস্তুর প্রবেশ বা তা ছেড়ে যাওয়ার সময় রেকর্ড করতে পারে এআই রোবট। এটাই আসল বিষয়। এর পাশাপাশি গবেষকরা একটি গ্রাফিকাল ইন্টারফেস তৈরি করেছেন। এর মাধ্যমে ব্যবহারকারী যে বস্তুগুলি নজরে রাখতে চান,তা বেছে নিতে পারেন। একবার এটি ঘটলে, রোবট নির্দিষ্ট বস্তুটিকে শেষবার কখন ও কোথায় দেখেছিল তা সহজেই বলে দেবে। পরে কাজের জিনিস না পেলে বস্তুর নাম মোবাইলে বা কম্পিউটারের অ্যাপে সন্ধান করলেই তা খুঁজে পাবেন।
পরীক্ষায় দেখা গেছে, এই পদ্ধতিতি প্রায় নির্ভুল। ডিমেনশিয়া আক্রান্ত কিছু ব্যক্তি এই প্রযুক্তি গ্রহণ নাও করতে পারেন, তবে তাঁর পরিবারের লোকজনের কাছে দারুণ কাজের হবে এই এআই ভিত্তিক প্রযুক্তি। গবেষকরা এখন অক্ষম, ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিদের নিয়ে এর পরীক্ষা করবেন। সুইডেনের স্টকহোমে মার্চ মাসে মানব-রোবট সম্পর্কিত 2023 ACM/IEEE আন্তর্জাতিক সম্মেলনে প্রকল্পের একটি গবেষণাপত্র প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন : Toyota Yaris Cross: টয়োটা আনছে ইয়ারিস ক্রস এসইউভি, ক্রেটার সঙ্গে হবে লড়াই !