Airtel Recharge Plan: এই ২ জনপ্রিয় রিচার্জ প্ল্যান বদলে দিল এয়ারটেল, এখন কত খরচ পড়বে ?
Airtel Revised Prepaid Tariff: ৪৯৯ টাকার প্রি-পেইড প্ল্যান এনেছে এখন এয়ারটেল, এতে আপনি পাবেন ৮৪ দিনের বৈধতা, এতে ডেটা ছাড়া জোর দেওয়া হয়েছে আনলিমিটেড কলিং, আর ৯০০ এসএমএসের উপরে।

Mobile Recharge Plan: ২০২৫ সালের শুরুতেই বড় খবর। ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর সংস্থা এয়ারটেল এবার তাদের দুটি রিচার্জ প্ল্যানে বদল আনল। আগে যে প্ল্যানে ডেটা জুড়ে থাকত, সেই প্ল্যান থেকে ডেটা (Mobile Recharge Plan) বাদ দিয়ে কমানো হল খরচ। ৫০৯ টাকার প্ল্যান বন্ধ করে এখন এয়ারটেলে চালু হয়েছে ৪৯৯ টাকার প্ল্যান। এতে কোনো ডেটার (Airtel Recharge) সুবিধে পাবেন না গ্রাহকরা। টেলিকম বিভাগের নির্দেশ মেনেই এই কাজ করেছে এয়ারটেল। এর আগে রিলায়েন্স জিও একইভাবে ডেটা ছাড়া সস্তার রিচার্জ প্ল্যান এনেছে বাজারে। মোবাইল ডেটা ছাড়া যে সমস্ত গ্রাহক কলিং ও এসএমএসের সুবিধে নিতে চান, তাদেরকেই টার্গেট করা হয়েছে এই প্ল্যানে। কী কী সুবিধে ?
৪৯৯ টাকার রিচার্জ প্ল্যান
৪৯৯ টাকার প্রি-পেইড প্ল্যান এনেছে এখন এয়ারটেল, এতে আপনি পাবেন ৮৪ দিনের বৈধতা, এতে ডেটা ছাড়া জোর দেওয়া হয়েছে আনলিমিটেড কলিং, আর ৯০০ এসএমএসের উপরে। এর আগে এই প্ল্যানের খরচ পড়ত ৫০৯ টাকা আর তাতে আপনি ৬ জিবি ডেটাও বাড়তি পেতেন। এখন এই রিচার্জ প্ল্যানের দাম ১০ টাকা কমল। যে সমস্ত গ্রাহক ইন্টারনেট ব্যবহার করার থেকে কলিং আর মেসেজিংয়ে বেশি স্বচ্ছন্দ, তাদের জন্যই মূলত এই নতুন রিচার্জ প্ল্যান ডিজাইন করা হয়েছে। ডেটার সুবিধে না পেলেও গ্রাহকরা এই রিচার্জ প্ল্যান নিলে এয়ারটেল এক্সট্রিম অ্যাপ দেখতে পারবেন, বিনোদনের উপাদান পাবেন, অ্যাপোলো ২৪/৭ সার্কল মেম্বারশিপও পাবেন আপনি যা আপনাকে হেলথকেয়ার সহায়তা দেবে। আর থাকবে কাস্টমাইজেবল হ্যালো টিউন যা আপনার কলার টিউনের কাজ করবে।
আর আগের ৫০৯ টাকার প্ল্যানের মত একই সুবিধে আপনি এখন পাবেন ৫৬৯ টাকায়। ফলে এই প্ল্যানে খরচ বাড়ল গ্রাহকদের।
১৯৫৯ টাকার প্ল্যান
এটি একটি বার্ষিক রিচার্জ প্ল্যান। এতে ডেটার সুবিধে আর থাকছে না গ্রাহকদের জন্য। আগে এই প্ল্যানের খরচ পড়ত ১৯৯৯ টাকা। এখন ৪০ টাকা কমে গিয়েছে খরচ, তবে থাকছে না ডেটার সুবিধে। এই নতুন প্ল্যানে আপনি পাবেন আনলিমিটেড ভয়েস কল, ৩৬০০ এসএমএসের সুবিধে এবং বৈধতা থাকবে ৩৬৫ দিনের জন্য। এর আগে যে ২৪ জিবি ডেটা মিলত তা আর এতে মিলবে না। এই প্ল্যান নিলে গ্রাহকরা আরও অন্যান্য কিছু সুবিধেও পাবেন। এয়ারটেল এক্সট্রিম অ্যাপ দেখতে পারবেন, বিনোদনের উপাদান পাবেন, অ্যাপোলো ২৪/৭ সার্কল মেম্বারশিপও পাবেন আপনি যা আপনাকে হেলথকেয়ার সহায়তা দেবে। আর থাকবে কাস্টমাইজেবল হ্যালো টিউন যা আপনার কলার টিউনের কাজ করবে।
আরও পড়ুন: Viral News: নিঃসন্তান বৃদ্ধাকে 'মা' ডেকে আপন করেন, ভোল বদলে তাঁর থেকেই ৬৬ লক্ষ লুট ইনফ্লুয়েন্সারের






















