Airtel Data Booster: ৪জি প্ল্যান রিচার্জ করা থাকলেও পাবেন ৫জি পরিষেবা ! এয়ারটেল আনল নতুন সুবিধা
Airtel Unlimited 5G Data Booster Packs: ৫১ টাকা, ১০১ টাকা এবং ১৫১ টাকার এই তিন ডেটা বুস্টার প্যাকে এয়ারটেল গ্রাহকদের যথাক্রমে দেবে ৩ জিবি, ৬ জিবি এবং ৯ জিবি ডেটা।
Airtel Data Booster: ভারতে ডেটা বুস্টার প্যাক লঞ্চ করেছে এয়ারটেল (Airtel Data Booster)। জুলাই মাসের শুরুতেই রিচার্জ প্ল্যানের ট্যারিফ (Recharge Tariff) বাড়িয়ে এই টেলিকম সংস্থা। প্রিপেড এবং পোস্টপেড, দুই ক্ষেত্রেই মোবাইল রিচার্জের খরচ বেড়েছে। এর মধ্যে ইউজারদের সুবিধার্থে এয়ারটেলের এই ডেটা বুস্টারগুলি প্যাকগুলি হাজির দেশে। এগুলি দিয়ে রিচার্জ করলে ইউজাররা আনলিমিটেড ৫জি ডেটা অ্যাকসেস পাবেন। আপনার ফোনে যদি কোনও ৫জি প্ল্যান রিচার্জ নাও করা থাকে তার পরেও আপনি আনলিমিটেড ৫জি ডেটা কানেক্টিভিটি অ্যাকসেস করতে পারবেন। এছাড়াও আনলিমিটেড ৫জি ডেটার সঙ্গে অতিরিক্ত ৪জি ডেটাও পাবেন ইউজাররা।
এয়ারটেলের আনলিমিটেড ৫জি ডেটা বুস্টার প্যাক
এয়ারটেল তাদের প্রেস বিবৃতিতে জানিয়েছে, যেসব ইউজারদের ফোনে ১ জিবি অথবা ১.৫ জিবি প্রতিদিন ডেটা পাওয়ার রিচার্জ করা রয়েছে, তাঁরা এমনিতে ৫জি কানেক্টিভিটি পাবেন না। কিন্তু এইসব আনলিমিটেড ৫জি বুস্টার প্যাক দিয়ে রিচার্জ করলে ওই ইউজাররাও পাবেন ৫জি কানেক্টিভিটি সাপোর্ট। এই বুস্টার প্যাকের খরচ শুরু হচ্ছে ৫১ টাকা থেকে। আরও দু'টি প্ল্যান রয়েছে যার খরচ ১০১ টাকা এবং ১৫১ টাকা। অর্থাৎ যেসব ইউজারের রিচার্জ প্ল্যানে ৫জি পরিষেবা যুক্ত নেই তাঁরা এই বুস্টার প্যাকের মাধ্যমে পাবেন ৫জি কানেক্টিভিটির সাপোর্ট।
৫১ টাকা, ১০১ টাকা এবং ১৫১ টাকার এই তিন ডেটা বুস্টার প্যাকে এয়ারটেল গ্রাহকদের যথাক্রমে দেবে ৩ জিবি, ৬ জিবি এবং ৯ জিবি ডেটা। এর সঙ্গে থাকছে আনলিমিটেড ৫জি ডেটা পাওয়ার সুবিধা। এইসব বুস্টার প্যাকের মেয়াদ আপনার ফোনে থাকা মূল রিচার্জ প্ল্যানের মেয়াদ যতদিন, ঠিক ততদিনই। সাধারণত এইসব ডেটা অ্যাড-অন প্ল্যানের মেয়াদ মূল রিচার্জ প্ল্যানের সঙ্গেই শেষ হয়।
এইরকম ডেটা অ্যাড-অন প্ল্যান রয়েছে জিও- রও, সেখানে খরচ কত, কী কী সুবিধা, দেখে নিন
'ট্রু আনলিমিটেড আপগ্রেড'- এ তিনটি নতুন এবং সস্তার প্ল্যান এনেছে জিও। ৫১, ১০১ এবং ১৫১ টাকার তিনটি প্ল্যানে ইউজাররা আনলিমিটেড ৫জি ডেটার পরিষেবা পাবেন। আপনার ফোনে একটি রিচার্জ প্ল্যান ইতিমধ্যেই রিচার্জ করা থাকলে তার পরেও এই তিন প্ল্যানের যেকোনও একটি রিচার্জ করলে আপনি পরিষেবা পাবেন। যদি আপনার ফোনে এমন প্ল্যান থাকে যেখানে ৫জি কানেক্টিভিটি পাবেন না (দিনে ১ জিবি বা ১.৫ জিবি ডেটার প্ল্যান), তার সঙ্গে এই অ্যাড-অন প্ল্যান রিচার্জ করলে ইউজাররা পাবেন আনলিমিটেড ৫জি পরিষেবা।
আরও পড়ুন- গোদরেজের ফ্রিজ 'ফেল' করেছে 'এনার্জি রেটিং' পরীক্ষায় ! আপনার বাড়ির ফ্রিজ ঠিক আছে তো ?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।