Smartwatch: অ্যামেজফিটের নতুন স্মার্টওয়াচ হাজির ভারতে, একবার চার্জে চালু থাকবে ২০ দিন
Amazfit GTR Mini: অ্যামেজফিটের নতুন স্মার্টওয়াচের দাম ১০,৯৯৯ টাকা। কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে। তবে কবে থেকে বিক্রি শুরু হবে তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি।
Smartwatch: ভারতে বিভিন্ন কোম্পানির স্মার্টওয়াচ ক্রমশ জনপ্রিয় হচ্ছে। সম্প্রতি লঞ্চ হয়েছে অ্যামেজফিটের নতুন স্মার্টওয়াচ জিটিআর মিনি (Amazfit GTR Mini)। এই স্মার্টওয়াচে রয়েছে ১.২৮ ইঞ্চির গোলাকার ডিসপ্লে। বলা হচ্ছে, অ্যামেজফিট সংস্থার যত স্মার্টওয়াচ এতদিন লঞ্চ হয়েছে তার মধ্যে সবচেয়ে ছোট গোলাকার ডায়াল রয়েছে নতুন লঞ্চ হওয়া স্মার্টওয়াচে। একবার চার্জ দিলে প্রায় ২০ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে অর্থাৎ স্মার্টওয়াচ চালু থাকবে। একাধিক হেলথ মনিটরিং ফিচারের পাশাপাশি জিপিএসও রয়েছে এই স্মার্টওয়াচে।
অ্যামেজফিট জিটিআর মিনি স্মার্টওয়াচের দাম
ভারতে অ্যামেজফিটের নতুন স্মার্টওয়াচের দাম ১০,৯৯৯ টাকা। কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে। তবে কবে থেকে বিক্রি শুরু হবে তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। Midnight Black, Misty Pink, Ocean Blue- এই তিনটি রঙে লঞ্চ হয়েছে অ্যামেজফিট জিটিআর মিনি স্মার্টওয়াচ।
এই স্মার্টওয়াচের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- এই স্মার্টওয়াচে রয়েছে এইচডি AMOLED ডিসপ্লে। এর উপরে রয়েছে কার্ভড গ্লাস। একটি স্টেনলেস স্টিলের ফ্রেমে বসানো রয়েছে এই স্মার্টওয়াচ। হার্ট রেট, ব্লাড অক্সিজেন স্যাচুরেশন লেভেল, স্ট্রেস লেভেল- এইসব পরিমাপ করা যাবে এই স্মার্টওয়াচের সাহায্যে।
- এই স্মার্টওয়াচে রয়েছে পোর্ট্রেট মোড। এর সাহায্যে পছন্দের তিনটি ছবি ওয়াচ হিসেবে সেট করতে পারবেন আপনি। ৮০টিরও বেশি ওয়াচ ফেসের সুবিধা রয়েছে এই স্মার্টওয়াচে।
- ২৪ ঘণ্টার জন্য হেলথ মনিটরিং ফিচার অন থাকলে এই স্মার্টওয়াচ ইউজারের শরীরে কোনও অ্যাবনরমাল রিডিং হলে সেই প্রসঙ্গে সচেতন করবে। হার্ট রেট আচমকা বেড়ে বা কমে গেলে, SpO2 লেভেল কমে গেলে, স্ট্রেস লেভেল বাড়লে দেখা যাবে স্মার্টওয়াচে। এর পাশাপাশি স্মার্টওয়াচের সাহায্যেই স্ট্রেস কমানোর ব্রিদিং একসারসাইজ বা শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম সম্পর্কে জানতে পারবেন ইউজার।
- ১২০টির বেশি স্পোর্টস মোডের সাপোর্ট রয়েছে এই স্মার্টওয়াচে। রয়েছে জিপিএস কানেক্টিভিটি। এই স্মার্টওয়াচ একটি ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। সাঁতারের সময় এই স্মার্টওয়াচ ব্যবহার করা যাবে।
- ব্যাটারি সেভিং মোড অন থাকলে একবার চার্জ দিলে ২০ ঘণ্টা পর্যন্ত, আর সাধারণ ব্যবহারের ক্ষেত্রে ১৪ ঘণ্টা পর্যন্ত এই স্মার্টওয়াচ চালু থাকবে।
iQoo Smartphone: নরওয়ে ব্লু এবং প্যাসিফিক নাইট- এই দুই রঙে লঞ্চ হতে চলেছে আইকিউওও জেড৭ ৫জি ফোন। ২১ মার্চ দুপুর ১২টায় এই ফোন লঞ্চ হবে। আর তার বিক্রি শুরু হবে বেলা ১টা থেকে।
আরও পড়ুন- ভারতে আইকিউওও জেড৭ ৫জি ফোনের দাম কত হবে? আনুষ্ঠানিক লঞ্চের আগেই ফাঁস