Samsung Galaxy Foldable Device: লঞ্চের মাত্র ২৮ ঘণ্টার মধ্যে ১ লক্ষেরও বেশি প্রি-বুকিং হয়েছে স্যামসাংয়ের নতুন দুই ফোল্ডেবল ডিভাইস!
Samsung Galaxy Z Flip 5 and Galaxy Z Fold 5: গত ২৭ জুলাই স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ এবং জেড ফোল্ড ৫- এর প্রি-বুকিং শুরু হয়েছিল ২৭ জুলাই। আর এই দুই ডিভাইসের বিক্রি শুরু হবে আগামী ১৮ অগস্ট।
Samsung Galaxy Foldable Device: সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে স্যামসাংয়ের নতুন ফোল্ডেবল ডিভাইস গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ (Galaxy Z Flip 5) এবং গ্যালাক্সি জেড ফোল্ড ৫ (Galaxy Z Fold 5)। লঞ্চের মাত্র ২৮ ঘণ্টার মধ্যে এক লক্ষের বেশি প্রি-বুকিং (Pre Booking) হয়েছে এই দুই ডিভাইসের। স্যামসাং গ্যালাক্সি ফোর্থ জেনারেশনের ফোল্ডেবল ডিভাইসের সঙ্গে তুলনা করলে দক্ষিণ কোরিয়ার এই টেক জায়ান্ট ওই নির্দিষ্ট সময়সীমার মধ্যে (লঞ্চের পর প্রথম ২৮ ঘণ্টায়) ১.৭ গুণ বেশি প্রি-বুকিং করা হয়েছে। গত ২৭ জুলাই স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ এবং জেড ফোল্ড ৫- এর প্রি-বুকিং শুরু হয়েছিল ২৭ জুলাই। আর এই দুই ডিভাইসের বিক্রি শুরু হবে আগামী ১৮ অগস্ট।
ভারতে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৫ এবং গ্যালাক্সি জেড ফ্লিপ ৫- এই দুই ফোনের দাম কত
স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৫ - এর ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,৫৪,৯৯৯ টাকা। এই ফোনের ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,৬৪,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোল্ডেবল ডিভাইসের ১২ জিবি র্যাম এবং ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,৮৪,৯৯৯ টাকা।
স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দা, ৯৯,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দা,ম ১,০৯,৯৯৯ টাকা।
ক্রেতারা স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ ফোনের প্রি-বুকিং করতে পারবেন মাত্র ২০ হাজার টাকার বিনিময়ে। আর স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৫ ফোনের প্রি-বুকিং করা যাবে ২৩ হাজার টাকার বিনিময়ে।
স্যামসাং গ্যালাক্সির এই দুই ফোল্ডেবল ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- গ্যালাক্সি জেড ফোল্ড ৫ ফোনের প্রাইমারি ডিসপ্লে ৭.৬ ইঞ্চির। এটি একটি QXGA+ Dynamic AMOLED 2X Infinity Flex প্যানেল। এই ফোনে রয়েছে ৬.২ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত কভার স্ক্রিন যা আসলে একটি Dynamic AMOLED 2X ডিসপ্লে।
- গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত Dynamic AMOLED 2X Infinity Flex মেন ডিসপ্লে এবং ৩.৪ ইঞ্চির একটি সুপার AMOLED ফোল্ডার শেপের আউটার ডিসপ্লে।
- এই দুই ফোনেই রয়েছে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। এছাড়াও রয়েছে অ্যান্ড্রয়েড ১২ বেসড OneUI 5.1.1- এর সাপোর্ট।
- গ্যালাক্সি জেড ফোল্ড ৫ ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ১২ মেগাপিক্সেলের একটি সেনসর যেখানে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত এবং একটি ১০ মেগাপিক্সেলের সেনসর যা টেলিফটো লেন্স যুক্ত।
- গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ ফোনে রয়েছে দুটো ১২ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর। দুটো ফোনেই রয়েছে ১০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। গ্যালাক্সি ফোল্ড ৫ ফোনে রয়েছে একটি ৪ মেগাপিক্সেলের আন্ডার ডিসপ্লে ক্যামেরা।
- গ্যালাক্সি জেড ফোল্ড ৫ ফোনে রয়েছে ৪৪০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ ফোনে রয়েছে ৩৭০০ এমএএইচ ব্যাটারি রয়েছে এবং একই চার্জিং সাপোর্ট।
আরও পড়ুন- নিজস্ব ওয়েব ব্রাউজার তৈরি করতে চলেছে ভারত, আত্মনির্ভরতার পথে আরও একধাপ