Power Bank: ২ হাজার টাকার কমে অ্যামাজন থেকে ২০,০০০ এমএএইচের কোন কোন পাওয়ার ব্যাঙ্ক কেনা যাবে?
Power Bank: কোন কোন সংস্থার পাওয়ার ব্যাঙ্ক ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে ২০০০ টাকার কমে কেনা যাবে তারই একটি তালিকা দেওয়া হল।
Power Bank: স্মার্টফোন (Smartphones) আজকাল আমাদের প্রায় সকলেরই নিত্যসঙ্গী। সারাদিনে বিভিন্ন কাজে ব্যবহার হয় এই ডিভাইস। ফলে রাস্তাঘাটেও স্মার্টফোন নিয়ে বেরোতে হয়। সেক্ষেত্রে যদি ফোনে চার্জ না থাকলে বেশ মুশকিল। এই সমস্যার সমাধানের জন্য অনেকেই সঙ্গে নিয়ে বেরোন পাওয়ার ব্যাঙ্ক। যাঁদের পাওয়ার ব্যাঙ্ক (Power Bank) নেই, তাঁরা অ্যামাজন (Amazon India) থেকে এখন কিনতে পারেন। ২০০০ টাকার কমে বেশ কয়েকটি পাওয়ার ব্যাঙ্ক পেয়ে যাবেন আপনি। কোন কোন সংস্থার পাওয়ার ব্যাঙ্ক ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে ২০০০ টাকার কমে কেনা যাবে তারই একটি তালিকা দেওয়া হল।
pTron Dynamo Classic - ২০,০০০ এমএএইচ পাওয়ার ব্যাঙ্ক, ২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত
অ্যামাজন থেকে এই পাওয়ার ব্যাঙ্ক কেনা যাবে ১৩৯৯ টাকায়, যা আসল দামের থেকে ৭৩ শতাংশ কম। এই পাওয়ার ব্যাঙ্কে তিনটি আউটপুট পোর্ট রয়েছে। আর দুটো ইনপুট পোর্ট রয়েছে। মাল্টি লেয়ার প্রোটেকশন রয়েছে এই পাওয়ার ব্যাঙ্কের। এছাড়াও রয়েছে ২০ ওয়াটের PD চার্জিং সাপোর্ট। ২০,০০০ এমএএইচ ক্যাপাসিটির রেঞ্জে এটি একটি 'মোস্ট অ্যাফোর্ডেবল' পাওয়ার ব্যাঙ্ক।
Ambrane ২০,০০০ এমএএইচ পাওয়ার ব্যাঙ্ক, ২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত
অ্যামাজনের সেলে এই পাওয়ার ব্যাঙ্ক কেনা যাবে ১৫৯৯ টাকায়। আসল দাম ২৪৯৯ টাকা। অর্থাৎ ২৬ শতাংশ কম দামে কেনা যাবে এই পাওয়ার ব্যাঙ্কটি তিনটি আউটপুট পোর্ট রয়েছে এই পাওয়ার ব্যাকে এছাড়াও রয়েছে মাল্টি লেয়ার চার্জ প্রোটেকশন। এই পাওয়ার ব্যাঙ্কে ২০ ওয়াতের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
রেডমি ২০,০০০ এমএএইচ পাওয়ার ব্যাঙ্ক এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম
অ্যামাজনের পছন্দের প্রোডাক্টের মধ্যে এটি অন্যতম। এই পাওয়ার ব্যাঙ্ক কেনা যাবে ১৭৪৯ টাকায়। কালো এবং সাদা- এই দুই রঙে কিনতে পারবেন পাওয়ার ব্যাঙ্কটি। ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে এই পাওয়ার ব্যাঙ্কে। আর রয়েছে ১২টি স্তরের সার্কিট প্রোটেকশন। দুটো আউটপুরো এবং ইনপুট পোর্ট রয়েছে এই পাওয়ার ব্যাঙ্কে।
URBN ২০,০০০ এমএএইচ পাওয়ার ব্যাঙ্ক, ২২.৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত
অ্যামাজন থেকে এই পাওয়ার ব্যাঙ্ক কেনা যাবে ১৮৯৯ টাকায়। আসল দামের থেকে ৫৩ শতাংশ কমে কেনা যাবে এই পাওয়ার ব্যাঙ্ক। ২২.৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে এই পাওয়ার ব্যাঙ্কে। এই ডিভাইসে রয়েছে টাইপ-এ এবং টাইপ-সি দুটো ধরনের পোর্ট। ভারতে তৈরি হয়েছে এই পাওয়ার ব্যাঙ্ক। আইফোন, গুগল পিক্সেল ফোন এবং স্যামসাংয়ের ডিভাইসের এই পাওয়ার ব্যাঙ্ক ১৮ ওয়াট সাপোর্ট করতে পারে। এছাড়াও এই পাওয়ার ব্যাঙ্কে রয়েছে iQOO VOOC এবং ওয়ানপ্লাস ড্যাশ চার্জিং সাপোর্ট।
আরও পড়ুন- নয়েজ কালারফিট ক্রোম স্মার্টওয়াচ হাজির ভারতের বাজারে, দাম কত? কী কী ফিচার রয়েছে?