Smartphones: দুর্দান্ত ক্যামেরা ফিচারের এই ৫জি ফোনগুলি অ্যামাজনে পাওয়া যাবে ১৫ হাজার টাকার কমে, রইল তালিকা
5G Phone: এই সবকটি ফোনেরই ক্যামেরা যথেষ্ট আকর্ষণীয়। তাই এগুলিকে ক্যামেরা ৫জি ফোনও বলা যায়। তালিকায় কোন কোন ফোন রয়েছে দেখে নেওয়া যাক।
Smartphones: গত কয়েক বছরে বিভিন্ন স্মার্টফোনের ক্যামেরা ফিচার (Camera Features) যথেষ্ট উন্নত হয়েছে। আর ফোন কেনার ক্ষেত্রেও অনলাইন মাধ্যমের উপরেই নির্ভরতা বেড়েছে ক্রেতাদের। অ্যামাজন (Amazon India) ভারতে জনপ্রিয় ই-কমার্স সংস্থা। এখানে ১৫ হাজার টাকার মধ্যে বেশ কয়েকটি ৫জি ফোন (5G Phone) পাওয়া যাচ্ছে। সেগুলি কী কী, তার দাম এবং ফিচার জেনে নেওয়া যাক। এই সবকটি ফোনেরই ক্যামেরা যথেষ্ট আকর্ষণীয়। তাই এগুলিকে ক্যামেরা ৫জি ফোনও বলা যায়।
রেডমি ১২ ৫জি (১১,৯৯৯ টাকা)
অ্যামাজনের এই ফোন কেনা যাবে ১১,৯৯৯ টাকায়। এখানে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। একাধিক ক্যামেরা মোড এবং ক্যামেরা অ্যাপ রয়েছে এই ফোনে। আর রয়েছে ৬.৭৯ ইঞ্চির IPS LCD ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর রয়েছে এই ফোনে। আতার সঙ্গে ৬ জিবি পর্যন্ত র্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ যুক্ত রয়েছে। এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি (১২,৯৯০ টাকা)
এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এম সিরিজের এই ৫জি ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চির এলসিডি ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এই ডিসপ্লেতে রয়েছে ফুল এইচডি প্লাস রেজোলিউশন। স্যামসাংয়ের নিজস্ব Exynos 1330 চিপসেট রয়েছে এই ৫জি ফোনে। এখানে রয়েছে ৬ জিবি পর্যন্ত র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৫ ওয়াটের চার্জিং সাপোর্ট।
রিয়েলমি নাজরো ৬০এক্স ৫জি (১৪,৯৯৯ টাকা)
এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর রয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার যুক্ত ক্যামেরা সেনসর রয়েছে এই ফোনের ক্যামেরা মডিউলে। ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এই ফোনে ৬.৭২ ইঞ্চির বড় ডিসপ্লে রয়েছে যেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া সম্ভব। এছাড়াও এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। রিয়েলমি নারজো সিরিজের এই ৫জি ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস চিপসেট রয়েছে। তার সঙ্গে ৬ জিবি পর্যন্ত র্যাম এবগ ১২৮ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। এছাড়াও রিয়েলমির এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
আরও পড়ুন- ফ্ল্যাগশিপ ফোন মানে আধুনিক ফিচারের ছড়াছড়ি, নভেম্বরে কোন কোন মডেল কিনতে পারেন?