Amazon Great Freedom Festival Sale 2024: কবে শুরু হচ্ছে অ্যামাজনের গ্রেট ফ্রিডম সেল? কোন কোন ফোনে ছাড় থাকবে?
Smartphones: ক্রেতারা ১০ হাজার টাকা পর্যন্ত কুপন ডিসকাউন্ট পেতে পারেন অ্যামাজনের গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেলে। এছাড়াও ৫০ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও পাওয়া যাবে।
Amazon Great Freedom Festival Sale 2024: সারা বছরই বিভিন্ন উপলক্ষ্যে ক্রেতাদের জন্য সেল দেয় বিভিন্ন ই-কমার্স সংস্থাগুলি। আর প্রতি বছর ১৫ অগস্টের আশপাশের সময়ে ই-কমার্স সংস্থা অ্যামাজন তাদের গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেল শুরু হয়। এবছরও তার অন্যথা হয়নি। অ্যামাজনের গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেল শুরু হতে চলেছে। আগামী ৬ অগস্ট এই সেল শুরু হতে চলেছে। তবে কবে সেল শেষ হবে, তা এখনও ঘোষণা করেনি অ্যামাজন কর্তৃপক্ষ। অন্যদিকে অ্যামাজন সংস্থা জানিয়েছে মোবাইল এবং অ্যাকসেসরিজের দামে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় থাকবে গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেলে। এর পাশাপাশি এসবিআই- এর কার্ডে কেনাকাটা করলে ১০ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ছাড় পাওয়া যাবে। ক্রেতারা ১০ হাজার টাকা পর্যন্ত কুপন ডিসকাউন্ট পেতে পারেন অ্যামাজনের গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেলে। এছাড়াও ৫০ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও পাওয়া যাবে।
কোন কোন ফোনে ছাড় থাকতে পারে অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেলে
ওয়ানপ্লাসের ফোন- ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট, ওয়ানপ্লাস নর্ড ৪, ওয়ানপ্লাস নর্ড সিই ৪, ওয়ানপ্লাস ওপেন, ওয়ানপ্লাস ১২আর, ওয়ানপ্লাস ১২- এই সমস্ত ফোনের দামে ছাড় থাকবে।
আইকিউওও ফোন- আইকিউওও জেড৯ লাইট ৫জি, আইকিউওও ১২ ৫জি, আইকিউওও নিও ৯ প্রো, আইকিউওও জেড৭ প্রো, আইকিউওও জেড৯এক্স- এইসব ফোনের দামে ছাড় পাবেন ক্রেতারা।
রেডমির ফোন- রেডমি ১৩ ৫জি, রেডমি নোট ১৩ প্রো, রেডমি ১২ ৫জি, রেডমি নোট ১৩ প্রো প্লাস, শাওমি ১৪ এবং আরও বেশ কিছু ফোনের দামে ছাড় থাকবে অ্যামাজনের সেলে। রেডমির বিভিন্ন সাব-ব্র্যান্ডের ফোনের দামেও থাকবে ছাড়।
স্যামসাংয়ের ফোন- স্যামসাং গ্যালাক্সি এম১৫ এবং স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ও আরও অনেক ফোনের দাম কমবে অ্যামাজনের গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেলে। তালিকায় আরও মডেল থাকবে।
আরও অন্যান্য ফোন- পোকো এম৬ প্রো, পোকো সি৬৫, ওপ্পো এফ২৭ প্রো প্লাস, টেকনো পোভা ৬ প্রো, টেকনো স্পার্ক ২০ প্রো, রিয়েলমি নারজো ৭০ প্রো- এইসব ফোনের দামে ছাড় থাকবে অ্যামাজনের আসন্ন সেলে। এর পাশাপাশি আইফোনের অনেক মডেলের দামেও ভাল পরিমাণ ছাড় থাকবে অ্যামাজনের গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেল ২০২৪- এ।
আরও পড়ুন- ভিভো ভি৩০ ফোনের দাম কমল দেশে, এখন কত কমে কোথা থেকে কেনা যাবে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।