Vivo Phones: ভিভো ভি৩০ ফোনের দাম কমল দেশে, এখন কত কমে কোথা থেকে কেনা যাবে?
Vivo V30: দেখে নেওয়া যাক ভিভো ভি৩০ সিরিজের বেস মডেল ভিভো ভি৩০- র দাম কত ছিল এবং কতটা কমেছে। ভিভো ভি৩০ ফোনে অনলাইনে কম দামে কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং ভিভো ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে।
Vivo Phones: ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো ভি৪০ সিরিজ (Vivo V40 Series)। আগামী ৭ অগস্ট এই স্মার্টফোন সিরিজ লঞ্চ হবে দেশে। তার আগে দাম কমল ভিভো ভি৩০ সিরিজের (Vivo V30 Series) ভ্যানিলা মডেলের। ভিভো ভি৩০ সিরিজে লঞ্চ হয়েছিল ভিভো ভি৩০ (Vivo V30) এবং ভিভো ভি৩০ প্রো (Vivo V30 Pro) - এই দুই মডেল। এর মধ্যে ভিভো ভি৩০ ফোনের দাম কমেছে। এই ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ চিপসেট এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ৮০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এই ফোন পরিচালিত হয় অ্যান্ড্রয়েড ১৪ বেসড FuntouchOS 14- এর সাপোর্টে। এবার দেখে নেওয়া যাক ভিভো ভি৩০ সিরিজের বেস মডেল ভিভো ভি৩০- র দাম কত ছিল এবং কতটা কমেছে।
ভিভো ভি৩০ ফোনের দাম কত ছিল এবং কত হয়েছে, দেখে নিন
এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম লঞ্চের সময় ছিল ৩৩,৯৯৯ টাকা। এখন দাম কমে হয়েছে ৩১,৯৯৯ টাকা। ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম লঞ্চের সময় ছিল ৩৫,৯৯৯ টাকা। বর্তমানে দাম কমে হয়েছে ৩৩,৯৯৯ টাকা। আর ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম লঞ্চের সময় ছিল ৩৭,৯৯৯ টাকা। আর এখন দাম কমে হয়েছে ৩৫,৯৯৯ টাকা।
বর্তমানে ভিভো ভি৩০ সিরিজের এই ফোনের বিভিন্ন ভ্যারিয়েন্ট অনলাইনে কম দামে কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং ভিভো ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে। এছাড়াও পাওয়া যাবে দেশের নির্দিষ্ট কিছু রিটেল স্টোরে। ক্রেতারা নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ডে ফ্ল্যাট ১০ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন। ৮ মাসের জন্য নো-কস্ট ইএমআই অপশন পাওয়া যাবে ভিভো ভি৩০ ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কেনার ক্ষেত্রে। এছাড়াও ক্রেতারা আনুষঙ্গিক সুযোগ-সুবিধা হিসেবে ভিভো ভি-শিল্ড প্রোটেকশন প্ল্যান পাবেন। আন্দামান ব্লু, ক্লাসিক ব্ল্যাক এবং পিকক গ্রিন- এই তিন রঙে ভিভো ভি৩০ ফোন কেনা যাবে।
আরও পড়ুন- ভারতে লঞ্চ হয়েছে Honor ম্যাজিক ৬ প্রো ৫জি ফোন, কেনার ক্ষেত্রে পাবেন ইএমআই- এর সুবিধা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।