Smartphones Under Rs. 10,000: বাজেট ১০ হাজারের কম, অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেলে কোন কোন ফোন কেনা যাবে?
Smartphones: অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেলে ১০ হাজার টাকার কম দামে কোন কোন ফোন কেনা যাবে, রইল তারই তালিকা।
Smartphones Under Rs. 10,000: অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেল (Amazon Great Republic Day Sale 2024) শুরু হয়েছে গত ১৩ জানুয়ারি। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত এই সেল। অ্যামাজনের এই সেলে এসবিআই (SBI)- এর কার্ডে কিংবা ইএমআই ট্রানজাকশনের মাধ্যমে কেনাকাটা করলে ক্রেতারা ১০ শতাংশ ইনস্ট্যান্ট ছাড় পাবেন। আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্কের ক্রেডিট কার্ডেও ক্রেতারা ৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। এছাড়াও থাকছে নো-কস্ট ইএমআইয়ের সুযোগ। এর পাশাপাশি থাকছে এক্সচেঞ্জ অফার। অর্থাৎ পুরনো ফোনের পরিবর্তে নতুন ফোন কেনার সুবিধা। এবার দেখে নেওয়া যাক অ্যামাজনের এই সেলে ১০ হাজার টাকার কম দামে কোন কোন ফোন কেনা যাবে।
ওপ্পো এ১৮
ওপ্পো সংস্থার এই ফোনের মার্কেট রেট প্রাইস ১৪,৯৯৯ টাকা। তবে অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেল থেকে এই ফোন কেনা যাবে ৮৯৯৯ টাকায়। অর্থাৎ ক্রেতারা ৬০০০ টাকা ছাড় পাবেন।
রিয়েলমি নারজো এন৫৫
রিয়েলমি আরজো সিরিজের এই ফোনের মার্কেট রেট প্রাইস ১৪,৯৯৯ টাকা। তবে অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেল থেকে এই ফোন কেনা যাবে ৮৯৯৯ টাকায়। অর্থাৎ ক্রেতারা ৬০০০ টাকা ছাড় পাবেন। দাম কমার ফলে এই ফোন এখন একটি আব্জেট সেগমেন্টের স্মার্টফোন।
রেডমি ১৩সি
রেডমির এই ফোন ভারতে লঞ্চের সময় দাম ছিল ১১,৯৯৯ টাকা। এখন অ্যামাজনের সেলে কেনা যাবে ৭৯৯৯ টাকায়। অর্থাৎ ক্রেতারা ৪০০০ টাকা ছাড় পাবেন। দাম কমে ফোনের দাম ১০ হাজারের কম হওয়ায় এই ফোনকে এখন একটি বাজেট সেগমেন্টের মডেল বলা যাবে।
রেডমি ১২সি
এই ফোনের এমআরপি ১৩,৯৯৯ টাকা। কিন্তু এখন অ্যামাজন থেকে কিনতে পারবে ৬৯৯৯ টাকায়। অর্থাৎ মোট ছাড়ের পরিমাণ ৭০০০ টাকা। অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেলে রেডমি ১২সি ফোনের দাম এতটা কমে যাওয়ার ফলে এটিকে অনায়াসে বলা যাবে বাজেট সেগমেন্টের স্মার্টফোন।
টেকনো স্পার্ক গো ২০২৪
ভারতে টেকনো সংস্থার এই ফোন লঞ্চ হয়েছিল ৭৪৯৯ টাকায়। অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেলে এই ফোন কেনা যাবে ৬০২৯ টাকায়। অর্থাৎ ক্রেতারা ছাড় পাবেন ১৪৭০ টাকা। এটিও একটি বাজেট সেগমেন্টের মডেল।
পোকো সি৫৫
পোকো সংস্থার 'সি' সিরিজের এই ফোন ভারতে লঞ্চ হয়েছিল ১১,৯৯৯ টাকায়। সেই ফোন এখন অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেলে কেনা যাবে ৬৪৯৯ টাকায়। ক্রেতারা ছাড় পাচ্ছেন ৫৫০০ টাকা। এই ফোনও একটি বাজেট সেগমেন্টের মডেল।
আইটেল এ৬০এস
আইটেল সংস্থার এই ফোনের লঞ্চের সময় মার্কেট রেট প্রাইস ছিল ৮৪৯৯ টাকা। সেই ফোন এখন অ্যামাজনের সেলে কেনা যাবে ৫৯৯৯ টাকায়। অর্থাৎ ক্রেতারা ছাড় পাবেন ২৬০০ টাকা। এটিও একটি বাজেট স্মার্টফোন।
আরও পড়ুন- আর বেশি দেরি নেই, আসছে রিয়েলমি 'নোট' সিরিজ, বন্ধ হতে পারে রিয়েলমির কোন সিরিজের ফোন?