Realme: আর বেশি দেরি নেই, আসছে রিয়েলমি 'নোট' সিরিজ, বন্ধ হতে পারে রিয়েলমির কোন সিরিজের ফোন?
Smartphone: লঞ্চ হতে চলেছে রিয়েলমি নোট সিরিজ। অনুমান এই স্মার্টফোন সিরিজের প্রথম মডেল হিসেবে লঞ্চ হবে রিয়েলমি নোট ৫০ ৪জি ফোন।
Realme: অবশেষে রিয়েলমি (Realme) সংস্থার তরফেই জানানো হয়েছে যে রিয়েলমি নোট সিরিজ (Realme Note Series) লঞ্চ হবে। প্রযুক্তি বিশেষজ্ঞদের অনুমান, এই স্মার্টফোন সিরিজ লঞ্চ হতে আর বেশি দেরি নেই। এক্স মাধ্যমে রিয়েলমি সংস্থার সিইও স্কাই লি ঘোষণা করেছেন যে রিয়েলমি নোট সিরিজ লঞ্চ হতে চলেছে। যদিও নিশ্চিত ভাবে কোনও দিনক্ষণ জানা যায়নি। রিয়েলমি সংস্থা যে নতুন ফোন নিয়ে কাজ করছে একথা কয়েকদিন আগেই অনলাইনে ফাঁস হয়েছিল। বলা হচ্ছে, রিয়েলমি নোট ৫০ (Realme Note 50) ফোনের ৪জি ভ্যারিয়েন্ট প্রথমে লঞ্চ হবে। যদিও রিয়েলমি সংস্থার তরফে এই প্রসঙ্গে কিছু জানানো হয়নি এখনও। এর পাশাপাশি আবার শোনা গিয়েছে, রিয়েলমি সংস্থা তাদের একটি বাজেট সেগমেন্টের স্মার্টফোন সিরিজ বন্ধ করবে। রিয়েলমি 'সি' সিরিজ কিংবা রিয়েলমি 'নারজো' সিরিজের ফোনের উৎপাদন বন্ধ করতে পারে সংস্থা। তবে এই প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে এখনও কিছুই ঘোষণা করেনি রিয়েলমি কর্তৃপক্ষ। এমনকি রিয়েলমি নোট সিরিজের ফোন লঞ্চ হবে একথা জানালেও নির্দিষ্ট কোনও মডেল সম্পর্কে কিছুই বলা হয়নি সংস্থার তরফে। তবে জনপ্রিয় টিপস্টার পারস গগলানির মতে রিয়েলমি নোট ৫০ ফোনই রিয়েলমি নোট সিরিজের প্রথম মডেল হিসেবে লঞ্চ হতে চলেছে। এটি একটি মাঝামাঝি রেঞ্জের ফোন হবে বলে অনুমান করেছেন ওই টিপস্টার।
রিয়েলমি নোট ৫০ ৪জি ফোন Eurasian Economic Commission (EEC)- তে দেখা গিয়েছে RMX3834 মডেল নম্বর সমেত। এছাড়াও তাইল্যান্ডের NBTC ওয়েবসাইটে এই ফোনের নাম দেখা গিয়েছে। অনুমান, ভারতেও এই ফোন লঞ্চ হবে। আর দাম থাকবে ৭ থেকে ৮ হাজার টাকার মধ্যে। রিয়েলমি নোট ৫০ ৪জি ফোনে একটি Unisoc chipset থাকতে পারে। এর সঙ্গে ৮ জিবি পর্যন্ত র্যাম যুক্ত থাকতে পারে। তার মধ্যে ৪ জিবি হবে ভার্চুয়াল র্যাম। এছাড়াও ৬৪ জিবি ইনবিল্ট স্টোরেজ থাকতে পারে। Realme T UI out-of-the-box- এর সাপোর্টে পরিচালিত হতে পারে ফোনটি। রিয়েলমি নোট ৫০ ৪জি ফোনে ৬.৬৭ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি স্ক্রি থাকতে পারে। এর সঙ্গে ডুয়াল রেয়ার ক্যামেরা সিস্টেম থাকতে পারে। সেখানে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং ০.৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর থাকার কথা শোনা গিয়েছে। আর ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।