Amazon Deal: অ্যামাজনে ২৮,০০০ টাকা কম, Samsung Galaxy S10 Plus-এ দারুণ ডিল
Amazon Offer: অ্যামাজনের এক্সক্লুসিভ সেলে এই ফোনটি সরাসরি 33% ডিসকাউন্টে পাবেন।এই 4.5-রেটেড ফোনের এমআরপি 79,000 টাকা। যা অ্যামাজনের ডিলে 26 হাজারের ছাড়ের পর 52,990 টাকা পাওয়া যাচ্ছে।
Amazon Offer On Samsung Galaxy S10 Plus: আপনি যদি একটি প্রিমিয়াম Samsung ব্র্যান্ডের ফোন কিনতে চান, তাহলে Samsung Galaxy S10 Plus-এর অফারটি মিস করবেন না। Amazon-এর এক্সক্লুসিভ সেলে এই ফোনটি সরাসরি 33% ডিসকাউন্টে পাবেন। যার ফলে এই ফোনটি 26 হাজার টাকা কম দামে পাচ্ছেন। শুধু তাই নয়, এই ফোনে 2 হাজারের বেশি ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফারও রয়েছে। দেখে নিন এই ফোনের এক্সক্লুসিভ ডিল।
অ্যামাজনে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে দারুণ অফার, ক্লিক করে জানুন সেরা ডিল
Samsung Galaxy S10 Plus (White, 8GB RAM, 128GB Storage)
এই 4.5-রেটেড ফোনের এমআরপি 79,000 টাকা। যা অ্যামাজনের ডিলে 26 হাজারের ছাড়ের পর 52,990 টাকা পাওয়া যাচ্ছে। Citibank ক্রেডিট বা ডেবিট কার্ড পেমেন্টে 33% ছাড়ের পরে 1000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাকের অফারও রয়েছে৷এই ফোনে নো কস্ট ইএমআই-এর অপশনও দেওয়া হয়েছে। যেখানে আপনি সুদ না দিয়ে প্রতি মাসে কিস্তিতে এর মূল্য শোধ করতে পারেন। Citibank কার্ড থেকে EMI-এ অতিরিক্ত 1,250 টাকা ছাড় পাবেন৷
এই লিঙ্কে ক্লিক করে কিনে নিন স্যামসাঙের এই ফোন
স্পেসিফিকেশন: এই ফোনে একটি প্রিমিয়াম মানের ট্রিপল ক্যামেরা রয়েছে, যাতে পাবেন একটি ভাল অ্যাপারচার। আপনি কম আলোতেও ভাল ফটো ক্লিক করতে পারবেন এই ফোনের মাধ্যমে। এই ফোনে হাই ডাইনামিক রেঞ্জের ভিডিও করা যাবে।যা 4K ভিডিওর চেয়ে ভালো। এই ফোনে f2.2 অ্যাপারচার সহ 16MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে। পাশাপাশি পাবেন f2.4 অ্যাপারচার সহ 12MP ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। এ ছাড়াও পাবেন f2.4 টেলিফটো সহ 12MP-এর আরও একটি ক্যামেরা সেন্সর। এর সেলফি ক্যামেরায় ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে।
এই লিঙ্কে ক্লিক করে কিনে নিন স্যামসাঙের এই ফোন
যার মধ্যে f1.9 ও f2.2 সহ একটি 10MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। সঙ্গে পাবেন অটো ফোকাস সহ আরও একটি 8MP ক্যামেরা। এই ফোনের সেলফি ক্যামেরা দিয়ে HDR10 ও 4K ভিডিও রেকর্ডিং করা যায়।UHD রেকর্ডিং করতে পারেন এই ফোনে। একটি ডায়নামিক AMOLED মাল্টি-টাচ ক্যাপাসিটিভ স্ক্রিন রয়েছে ফোনে। 6.4-ইঞ্চি ফোনে পাবেন 8 জিবি র্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ। যা 512 জিবি পর্যন্ত বাড়ানো যায়।ফোনের অপারেটিং সিস্টেম Android Pie v9.0। এতে Exynos 9820 octa core প্রসেসর রয়েছে। সঙ্গে পাবেন শক্তিশালী 4100mAH লিথিয়াম-আয়ন ব্যাটারি। ফোনটিতে রয়েছে 4G ডুয়াল সিম। ফোনের রং সাদা।