Amazon Prime Day Sale 2022: কবে শুরু হচ্ছে অ্যামাজন প্রাইম ডে সেল? জেনে নিন দিনক্ষণ
Amazon Prime Day Sale: ৪৮ ঘণ্টার জন্য চলবে এই সেল। সুবিধা পাবেন কেবলমাত্র প্রাইম মেম্বাররা। কবে থেকে শুরু হচ্ছে অ্যামাজন প্রাইম ডে সেল ২০২২, দেখে নিন।
কলকাতা: আপনি কি অনলাইন শপিংয়ের (Online Shopping) ভক্ত, তাহলে হয়তো অপেক্ষা করে থাকেন বিভিন্ন ই-কমার্স সংস্থার দুর্দান্ত অফারের জন্য। ভারতে বিভিন্ন ই-কমার্স সংস্থার সেল বা অফারের মধ্যে জনপ্রিয় অ্যামাজনের প্রাইম ডে সেল (Amazon Prime Day Sale)। চলতি বছর অ্যামাজনের প্রাইম ডে সেল (Amazon Prime Day Sale 2022) শুরু হতে চলেছে আগামী ২৩ জুলাই। জানা গিয়েছে, ২৪ জুলাই পর্যন্ত চলবে এই সেল। দু’দিন অর্থাৎ ৪৮ ঘণ্টার এই সেলে অ্যামাজন সংস্থা গ্রাহকদের জন্য অন্তত ৩০ হাজার নতুন প্রোডাক্ট আনতে চলেছে বলে শোনা যাচ্ছে।
দুর্দান্ত অফার
জনপ্রিয় ডিভাইস যেমন- আইফোন ১৩-র ক্ষেত্রে ব্যাপক ছাড় থাকতে পারে। এছাড়াও অ্যামাজন জানিয়েছে ৪০০-র বেশি ব্র্যান্ডের ৩০ হাজার নতুন প্রোডাক্ট লঞ্চ হতে পারে। স্যামসাং, শাওমি এবং ইন্টেল সংস্থার নতুন প্রোডাক্ট লঞ্চ হতে পারে অ্যামাজন প্রাইম ডে সেলে। এর পাশাপাশি শোনা যাচ্ছে, অ্যামাজনের নিজস্ব Echo এবং Fire TV- র নতুন প্রোডাক্টের ক্ষেত্রে ৫৫ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন ক্রেতারা।
অ্যামাজন প্রাইম ডে সেল ২০২২ তারিখ ও ডিল
২৩ জুলাই রাত ১২টা থেকে এই সেল শুরু হবে। চলবে ২৪ জুলাই পর্যন্ত। ৪৮ ঘণ্টার এই সেলে অংশ নিতে পারবেন অ্যামাজনের প্রাইম মেম্বাররা। আপনি অ্যামাজনের প্রাইম সদস্য না হয়ে থাকলে এক বছরের প্ল্যানের জন্য ১৪৯৯ টাকা এবং একমাসের প্ল্যানের জন্য ১৭৯ টাকা দিয়ে সাবস্ক্রিপশন নিতে পারবেন। বয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে হলে প্রাইম মেম্বারশিপের সাবস্ক্রিপশনে অ্যামাজনে ৫০ শতাংশ ছাড় দেবে। অর্থাৎ এক বছরের প্ল্যানের খরচ হবে ৭৫০ টাকা।
ব্যাঙ্ক অফার
প্রোডাক্টে খুব বেশি পরিমাণ অফার না থাকলেই নির্দিষ্ট ব্যাঙ্কের ক্ষেত্রে থাকছে ছাড়। আইসিআইসিআই ব্যাঙ্ক বা এসবিআই-এর ডেবিট বা ক্রেডিট কার্ডে কেনাকাটা করলে ১০ শতাংশ ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন ক্রেতারা। অ্যামাজন পে- এর মাধ্যমে পেমেন্ট করলে (প্রিপেড রিচার্জ, বিল পে, টিকিট বুকিং) ক্যাশব্যাক পাওয়ার সুযোগ পাবেন গ্রাহকরা। ২৫০০ টাকা পর্যন্ত রিওয়ার্ড পাওয়ার ব্যবস্থাও থাকছে।
আরও পড়ুন- স্যামসাং এম১৩ সিরিজ লঞ্চ হতে চলেছে ভারতে, থাকছে ৪জি ও ৫জি মডেল