Apple iPad Air (2024): নতুন আইপ্যাড এয়ার ভারতে লঞ্চ করেছে অ্যাপেল, কী কী ফিচার রয়েছে এই ট্যাবে?
Apple Products: আইপ্যাড এয়ার (২০২৪) হল অ্যাইপ্যাড এয়ার মডেলের sixth generation যেখানে দু'টি মডেল লঞ্চ হয়েছে। একটিতে রয়েছে ১০.৯ ইঞ্চির ডিসপ্লে এবং অন্যটিতে রয়েছে ১৩ ইঞ্চির ডিসপ্লে।
Apple iPad Air (2024): আইপ্যাড এয়ার (২০২৪) লঞ্চ হয়েছে ভারতে (iPad Air 2024)। অ্যাপেল সম্প্রতি Let Loose লঞ্চ ইভেন্টের আয়োজন করেছিল। সেখানেই আইপ্যাডের এই নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে। আইপ্যাড এয়ার (২০২৪) হল অ্যাইপ্যাড এয়ার মডেলের sixth generation যেখানে দু'টি মডেল লঞ্চ হয়েছে। একটিতে রয়েছে ১০.৯ ইঞ্চির ডিসপ্লে এবং অন্যটিতে রয়েছে ১৩ ইঞ্চির ডিসপ্লে। এই প্রথম আইপ্যাড এয়ার- এর মডেল দুটো ডিসপ্লে সাইজে লঞ্চহয়েছে। অ্যাপেলের অক্টা-কোর এম২ চিপ নিয়ে লঞ্চ হয়েছে আইপ্যাড এয়ার (২০২৪) মডেল। লিইকুইড রেটিনা এলসিডি স্ক্রিন রয়েছে অ্যাপেলের নতুন আইপ্যাড এয়ার মডেলে।
অ্যাপেল আইপ্যাড এয়ার (২০২৪)- এর দাম ভারতে কত
ভারতে অ্যাপেল আইপ্যাড এয়ার (২০২৪)- এর দাম শুরু হচ্ছে ৫৯,৯০০ টাকা থেকে। এই ভ্যারিয়েন্টে রয়েছে ১১ ইঞ্চির ডিসপ্লে, ওয়াই-ফাই কানেক্টিভিটি এবং ১২৮ জিবি স্টোরেজ। এই ট্যাব কেনা যাবে ওয়াই-ফাই প্লাস সেলুলার ফিচার সমেতও। তার দাম ৭৯,৯৯০ টাকা। এর পাশাপাশি অ্যাপেল আইপ্যাড এয়ার (২০২৪) কেনা যাবে ১৩.৯ ইঞ্চির ডিসপ্লের-সহ। সেক্ষেত্রে ওয়াই-ফাই ভ্যারিয়েন্টের দাম পড়বে ৭৪,৯০০ টাকা। আর ওয়াই-ফাই প্লাস সেলুলার কনফিগারেশনের দাম পড়বে ৯৪,৯০০ টাকায়। ১২৮ জিবি ছাড়াও ২৫৬ জিবি স্টোরেজ মডেল পাওয়া যাবে আইপ্যাড এয়ার (২০২৪) ট্যাবের।
ভারতে অ্যাপেল আইপ্যাড এয়ার (২০২৪) লঞ্চ হয়েছে Blue, Purple, Space Grey, Starlight- এই চারটি রঙে। গ্লোবাল মার্কেটেও অ্যাপেলের এই ট্যাব লঞ্চ হয়েছে। আগামী ১৫ থেকে শুরু হতে চলেছে বিক্রি। এর আগে আইপ্যাড এয়ার (২০২২) লঞ্চ হয়েছিল ফিফথ জেনারেশন মডেল হিসেবে। সেখানে ৬৪ জিবি স্টোরেজ যুক্ত বেস মডেলের দাম ছিল ৫৪,৯০০ টাকা। এই ট্যাবে ছিল ওয়াই-ফাই কানেক্টিভিটি সাপোর্ট।
অ্যাপেলের আইপ্যাড এয়ার (২০২৪) ট্যাবে রয়েছে এম২ চিপ। এই প্রসেসর এম১ চিপের থেকে ৫০ শতাংশ দ্রুত গতিতে কাজ করবে। আইপ্যাড অপারেটিং সফটওয়্যার আউট অফ দ্য বক্সের সাপোর্টে পরিচালিত হবে আইপ্যাড এয়ার (২০২৪)। একটি ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে এই ট্যাবে। আর আইপ্যাড এয়ার (২০২৪) মডেলের ব্যাক প্যানেলে রয়েছে ১২ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর।
রোল নম্বর দিয়ে উচ্চ মাধ্যমিকের ফল দেখতে ক্লিক করুন
আরও পড়ুন- অ্যাপেলের নতুন অ্যাইপ্যাড প্রো ২০২৪ লঞ্চ হয়েছে ভারতে, দাম শুরু হচ্ছে কত টাকা থেকে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।