iPhone 13 Price Drop: আইফোন ১৪ আসার আগেই দাম কমল ১৩-এর, পাবেন এত টাকা ছাড়
iPhone 13 Price Drop: বহু প্রতীক্ষিত ‘ফার আউট’ ইভেন্টে iPhone 14-এর মডেল লঞ্চের আগেই দাম কমল আইফোন ১৩-এর। ভারতে iPhone 13 (128 GB) এর দাম প্রায় ১০,০০০ টাকা কমিয়েছে কোম্পানি।
iPhone Discount: বহু প্রতীক্ষিত ‘ফার আউট’ ইভেন্টে iPhone 14-এর মডেল লঞ্চের আগেই দাম কমল আইফোন ১৩-এর। ভারতে iPhone 13 (128 GB) এর দাম প্রায় ১০,০০০ টাকা কমিয়েছে কোম্পানি। iPhone 13 (128 GB) এর আগে দাম ছিল ৭৯,৯০০ টাকা। এটি Amazon ও Flipkart-এ ৬৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।
iPhone 13 Price Drop: পাশাপাশি iPhone 13 এর 256 GB ও 512 GB মডেলের দামও ছাড়ে বিক্রি হচ্ছে।Amazon-এ, iPhone 13 (256 GB) এর দাম ৮৯,৯০০ থেকে ৭৬,৯০০-তে নেমে এসেছে। এই ফোনের 512 GB মডেলের দাম এখন ৯৯,৯৯০ টাকা। আগে যা ১,০৯,৯০০ টাকা ছিল। ফ্লিপকার্টের ক্ষেত্রে, 256 জিবি ও 512 জিবি মডেলের দাম যথাক্রমে ৭৯,৯০০ ও ৯৯,৯৯৯ টাকায় চলে এসেছে।
iPhone 14 Launch: আইফোন ১৪ সিরিজে চারটি মডেল লঞ্চের সম্ভাবনা রয়েছে। আইফোন ১৪, আইফোন ১৪ প্রো , আইফোন ১৪ ম্যাক্স এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স- এই চারটি মডেল লঞ্চ হতে পারে আইফোন ১৪ সিরিজে। শোনা যাচ্ছে, 'ম্যাক্স' মডেলের পরিবর্তে 'মিনি' ফোনও লঞ্চ হতে পারে। আগে অবশ্য শোনা গিয়েছিল যে আইফোন ১৪ সিরিজে অ্যাপেল কর্তৃপক্ষ আর 'মিনি' ফোন লঞ্চ করবে না। তবে নতুন করে আইফোন মিনি মডেল এই সিরিজেও লঞ্চের কথা শোনা গিয়েছে। যদিও আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু জানা যায়নি।
কী কী মডেল লঞ্চ হতে পারে
আইফোন ১৪ সিরিজে চারটি মডেল লঞ্চের সম্ভাবনা রয়েছে। আইফোন ১৪, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ ম্যাক্স এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স- এই চারটি মডেল লঞ্চ হতে পারে আইফোন ১৪ সিরিজে। শোনা যাচ্ছে, 'ম্যাক্স' মডেলের পরিবর্তে 'মিনি' ফোনও লঞ্চ হতে পারে। আগে অবশ্য শোনা গিয়েছিল যে আইফোন ১৪ সিরিজে অ্যাপেল কর্তৃপক্ষ আর 'মিনি' ফোন লঞ্চ করবে না। তবে নতুন করে আইফোন মিনি মডেল এই সিরিজেও লঞ্চের কথা শোনা গিয়েছে। যদিও আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু জানা যায়নি।
আইফোন ১৪ সিরিজের বিভিন্ন ফোনের সম্ভাব্য কিছু ফিচার ও স্পেসিফিকেশন
- আইফোন ১৪ সিরিজের প্রো এবং প্রো ম্যাক্স মডেলে বায়োনিক এ১৬ চিপসেট থাকার কথা শোনা গিয়েছে। অন্য দুই মডেলে হয়তো থাকবে বায়োনিক এ১৫ চিপসেট।
- আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্রো মডেলে ৬.১ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। অন্যদিকে আইফোন ১৪ প্লাস এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স ফোনে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে।
- আইফোন ১৪ সিরিজের চারটি মডেলেই ৬ জিবি র্যাম থাকতে পারে বলে শোনা গিয়েছে। আইফোন ১৩ সিরিজের থেকে তুলনায় উন্নত ব্যাটারি থাকবে বলেও মনে করা হচ্ছে।
- আইফোনের আগের নচ ডিজাইন থাকতে পারে স্ট্যান্ডার্ড এবং ম্যাক্স মডেলে। আর আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেলে অ্যান্ড্রয়েড ফোনের মতো পান-হোল কাট-আউট থাকতে পারে। সেখানে থাকবে ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- আইফোনের প্রো মডেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। সেখানে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। অন্যান্য মডেলে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে।
- আইফোন ১৪ সিরিজে iOS 16 out of the box- এর সাপোর্ট থাকার কোথাও শোনা গিয়েছে। স্যাটেলাইট কানেকশন থাকতে পারে এই সিরিজে আইফোনে। এর ফলে সেলুলার কানেকশন না থাকলেও কথা বলতে এবং মেসেজ করতে পারবেন ইউজাররা।
- উন্নত মানের ব্যাটারি থাকবে আইফোন ১৪ সিরিজের প্রো মডেলগুলিতে। শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ হতে সময় লাগবে ৩০ মিনিট।
- আইফোন ১৪ সিরিজের ফোনগুলির দাম সম্পর্কে কিছু জানা যায়নি। তবে আইফোন ১৩ সিরিজের থেকে দাম বেশি হবে। এর পাশাপাশি শোনা গিয়েছে যে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং অ্যামাজন থেকে কেনা যাবে।