Apple Event Update: নভেম্বরে হচ্ছে না অ্যাপলের ইভেন্ট ! কবে লঞ্চ হবে নতুন iPad Pro ?
অটো সাইটগুলোর রিপোর্ট বলছে, নভেম্বরের ইভেন্ট পিছিয়ে দিতে পারে কুপারচিনো টেক জায়ান্ট। তাই এখনই লঞ্চ হচ্ছে না নতুন iPad Pro ও iMac-এর লেটেস্ট ভার্সন।
নয়াদিল্লি: আইফোন ১৩-এর(iPhone 13) পাশাপাশি চলে এসেছে ম্যাকবুক প্রো-এর নতুন ভার্সন। তবে এ বছর আর কোনও ইভেন্ট নাও করতে পারে অ্যাপল (Apple)। অটো সাইটগুলোর রিপোর্ট বলছে, নভেম্বরের ইভেন্ট পিছিয়ে দিতে পারে কুপারচিনো টেক জায়ান্ট। তাই এখনই লঞ্চ হচ্ছে না নতুন iPad Pro ও iMac-এর লেটেস্ট ভার্সন। ২০২০ সালে মোট তিনটে ইভেন্ট করলেও এবার দুটোতেই থামছে অ্যাপল। আগামী বছরের শুরুতেই লঞ্চ হতে পারে তাদের নতুন প্রোডাক্ট।
সেপ্টেম্বরেই লঞ্চ হয়েছে iPhone 13, iPad Mini, Apple Watch। কিছুদিন আগেই আরও একটি ইভেন্টে লঞ্চ করা হয়েছে MacBook Pro, HomePod mini ছাড়াও AirPods 3। নিয়ে আসা হয়েছে কোম্পানির নতুন প্রসেসর M1 Pro ও M1 Max। ব্লুমবার্গের Mark Gurman-এর মতে, iMac, new Mac mini, new iPhone SE ও new iPad Pro এই বছর আর আনবে না কোম্পানি। ২০২২ সালের প্রথমে নিয়ে আসা হবে নতুন এই প্রোডাক্টগুলি।
সম্প্রতি অ্যাপল ম্যাকবুক প্রো-এর (Apple MacBook Pro) লঞ্চ করেছে কোম্পানি। ১৬ ইঞ্চির পাশাপাশি এবার ১৪ ইঞ্চির প্রো মডেল এনেছে অ্যাপল(Apple)। যাতে নতুন M1 Pro ও Max চিপসেটের পাশাপাশি দেওয়া হয়েছে আরও নতুন পোর্ট।ম্যাকবুক প্রো-এর পাশাপাশি প্রকাশ্যে এসেছে অ্যাপল এয়ারপডস থার্ড জেনারেশন Apple AirPods (3rd Generation)। আগের থেকে অনেকটাই বদলে গিয়েছে নতুন এয়ারপডসের ডিজাইন ল্যাঙ্গোয়েজ। দেখতে AirPods Pro-এর মতোই হয়েছে এই গ্যাজেট।২০১৯ সালে এয়ারপডসের সেকেন্ড জেনারেশন লঞ্চ হয়েছিল ভারতে। সেই সময় এর দাম রাখা হয়েছিল, ১৪,৯০০ টাকা।
আরও পড়ুন : অ্যামাজনের সেলে কত দামে পাওয়া যাচ্ছে OnePlus Bullets Wireless Z Bass Edition ?
আরও পড়ুন : Amazon Navratri Sale: ফিটনেসের সরঞ্জামে ৫০শতাংশ ছাড়, অ্যামাজনের সেলে দারুণ অফার
আরও পড়ুন : Amazon Navratri Sale: স্মার্টফোনে পাবেন বছরের সস্তা ডিল, জেনে নিন সেরা ৫ ফোনের দাম