Apple Watch Series 8: জ্বর হলে বলে দেবে অ্যাপলের ঘড়ি ! বলছে রিপোর্ট
Apple Upcoming Watch: বিশ্বের স্মার্ট ওয়াচের বাজারে হতে পারে বড়সড় পরিবর্তন। একেবারে নতুন ফিচার আনতে চলেছে অ্যাপল।
Apple Upcoming Watch: বিশ্বের স্মার্ট ওয়াচের বাজারে হতে পারে বড়সড় পরিবর্তন। একেবারে নতুন ফিচার আনতে চলেছে অ্যাপল।রিপোর্ট বলছে, অ্যাপল ওয়াচ সিরিজ ৮(Apple Watch Series)-এ শরীরের তাপমাত্রার জন্য বিশেষ সেন্সর ব্যবহার করবে কোম্পানি। যেখানে জ্বর হলে আগেই সতর্ক করবে ঘড়ি।
Apple Watch Series 8: কে বলছে এই বৈশিষ্ট্যের কথা ?
সম্প্রতি অ্যাপল ওয়াচে এই বৈশিষ্ট্যের বিষয়ে ফাঁস করেছে ব্লুমবার্গের মার্ক গুরম্যানের রিপোর্ট। যেখানে বলা হয়েছে, শরীরের তাপমাত্রা বেশি বাড়তে শুরু করলেই সনাক্ত করবে নতুন ঘড়ির সেম্সর। সঙ্গে সঙ্গে জ্বর নিশ্চিত করার জন্য ইউজারকে থার্মোমিটার ব্যবহারের পরামর্শ দেবে স্মার্টওয়াচ। ফিচারটি স্ট্যান্ডার্ড অ্যাপল ওয়াচ সিরিজ ৮-এ দেখা যাবে।
Apple Upcoming Watch: এই ঘড়িতে থাকবে না সেন্সর
তবে অ্যাপল ওয়াচ ৮-এ থাকলেও Apple Watch SE-তে এই স্বাস্থ্যের বৈশিষ্ট্যটি থাকবে না।বিখ্যাত অ্যাপল বিশ্লেষক মিং-চি কুও বিশ্বাস করেন, শরীরের তাপমাত্রা মাপার জন্য চলতি বছরের শেষের দিকেই সেন্সর আনবে অ্যাপল।তবে অ্যাপলের এই সেন্সর নিয়ে তৈরি হয়েছে আরও অনেক জল্পনা।
Apple Watch Series 8: গর্ভবতী হলে আগেই জানান দেবে সেন্সর ?
অ্যাপলের নতুন ঘড়ি নিয়ে বেশকিছু তথ্য প্রকাশ্যে এসেছে। অনেকেই এগুলিকে গুজব বললেও মান্যতা দিচ্ছেন অনেক টেক ব্লগার। যেখানে বলা হয়েছে, কেউ গর্ভবতী হলে বলে দেবে অ্যাপলের নতুন সেন্সর। বলা হচ্ছে, কোনও মহিলা সন্তানসম্ভবা হলে বেড়ে যায় তাঁর শরীরের তাপমাত্রা। একবার এই অতিরিক্ত তাপমাত্রা দেখলেই ব্যক্তিকে পরীক্ষা করার পারমর্শ দেবে স্মার্টওয়াচ। এই ঘড়ির বিষয়ে একাধিক তথ্য সামনে এলেও কবে এই স্মার্টওয়াচ প্রকাশ্যে আসবে তা এখনও প্রকাশ করেনি কোম্পানি। তবে শোনা যাচ্ছে, ২০২২ সালের শেষেই বিশ্ব বাজারে আত্মপ্রকাশ ঘটতে পারে এই নতুন অ্যাপলের ঘড়ির। যেখানে আরও বেশকিছু প্রোডাক্ট আনতে পারে অ্যাপল।
আরও পড়ুন : Whatsapp Policy: অ্যাকাউন্ট ব্লকের পাশাপাশি হবে জেল ! হোয়াটসঅ্যাপের এই নিয়ম জানেন তো ?