Apple Launch Event 2023: শুরু কাউন্টডাউন, অ্যাপেলের লঞ্চ ইভেন্ট 'ওয়ান্ডারলাস্ট'- এ কী কী চমক থাকতে পারে?
Apple Wonderlust: আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স- এই চারটি ফোন আইফোন ১৫ সিরিজে লঞ্চ হতে পারে।
Apple Launch Event 2023: আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই শুরু হবে অ্যাপেলের ২০২৩ সালের লঞ্চ ইভেন্ট 'ওয়ান্ডারলাস্ট' (Wonderlust)। লাইভ (Live Streaming) দেখতে পাবেন এই ইভেন্ট। কোথায়, কীভাবে জেনে নিন।
অ্যাপেল ওয়ান্ডারলাস্ট ২০২৩
ভারতীয় সময় রাত ১০টা ৩০ মিনিটে এই ইভেন্ট শুরু হবে। ক্যালফোর্নিয়ার অ্যাপেল পার্কে হবে এই ইভেন্ট। অ্যাপেলের ইউটিউব চ্যানেল এবং অফিশিয়াল ওয়েবসাইটে 'ওয়ান্ডারলাস্ট' ইভেন্ট লাইভ দেখা যাবে। এছাড়াও অ্যাপেল টিভি প্লাস এবং অ্যাপেল ডেভেলপার্স অ্যাপে এই ইভেন্ট লাইভ দেখা যাবে।
অ্যাপেলের এই লঞ্চ ইভেন্টে কী কী লঞ্চের সম্ভাবনা রয়েছে
অ্যাপেল ১৫ সিরিজ
নতুন আইফোন সিরিজ লঞ্চ হতে পারে অ্যাপেল ওয়ান্ডারলাস্ট লঞ্চ ইভেন্টে। আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স- এই চারটি ফোন আইফোন ১৫ সিরিজে লঞ্চ হতে পারে। আইফোন ১৫ সিরিজে টাইপ- সি ইউএসবি পোর্ট থাকতে পারে। ডেটা ট্রন্সফার স্পিড এবং ফাস্টার চার্জিং ফিচারও আইফোন ১৫ সিরিজের মডেলে থাকার সম্ভাবনা রয়েছে। আইফোন ১৪ সিরিজের তুলনায় আপগ্রেডেড প্রসেসর থাকতে পারে আইফোন ১৫ সিরিজের রেগুলার এবগ প্রো মডেলের ক্ষেত্রে।
আইফোন ১৫ সিরিজের প্রো মডেলে একটি নতুন অ্যাকশন বাটন থাকতে পারে। নির্দিষ্ট কিছু টাস্ক করার ক্ষেত্রে এবং শর্টকাটসের বিষয়ে এই অ্যাকশন বাটন ব্যবহার হতে পারে। আগের সিরিজে প্রো মডেলে ছিল স্টেনলেস স্টিল চেসিস। তবে আইফোন ১৫ সিরিজের দুটো প্রো মডেলের টাইটেনিয়াম চেসিস থাকার কথা শোনা গিয়েছে। এছাড়াও আইফোন ১৫ সিরিজে ডায়নামিক আইল্যাড ফিচার থাকতে পারে। এত বছরে যত আইফোন লঞ্চ হয়েছে তার তুলনায় আইফোন ১৫ সিরিজের মডেলে আপগ্রেডেড ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে।
নতুন অ্যাপেল ওয়াচ
অ্যাপেলের ওয়ান্ডার লাস্ট ইভেন্টে অ্যাপেল ওয়াচ ৯ এবং সেকেন্ড জেনারেশন অ্যাপেল ওয়াচ আলট্রা লঞ্চের সম্ভাবনাও রয়েছে। এই দুই স্মার্টওয়াচেই এস৯ চিপ থাকতে পারে। এই নতুন চিপ আগের তুলনায় অ্যাপেল ওয়াচকে আরও উন্নত করবে পারফরম্যান্স এবং এফিশিয়েন্সির নিরিখে। এছাড়াও অ্যাপেল কর্তৃপক্ষ এই লঞ্চ ইভেন্টে এয়ারপডস প্রো (জেনারেশন ২)- এর একটি রিফ্রেশড ভার্সান লঞ্চ করতে পারে। এটি একটি ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারফোন। এর সঙ্গে অ্যাপেল কর্তৃপক্ষ নতুন অপারেটিং সিস্টেম লঞ্চ করতেও পারে এই ওয়ান্ডারলাস্ট ইভেন্টে। এখন শুধুই সময়ের অপেক্ষা।
আরও পড়ুন- সেপ্টেম্বরেই ভারতে লঞ্চ হতে পারে ভিভো টি২ সিরিজের নতুন ফোন, রইল সম্ভাব্য ফিচার