Asus ZenFone 8 : প্রায় ৬৩ হাজারের ফোন ! কী আছে Asus Zen Phone8-এ ?
Zen Phone7-এর সাকসেসর আনতে চলেছে আসুস। ১২ মে সম্ভবত বিশ্ববাজারে আত্মপ্রকাশ করতে চলেছে Asus Zen Phone8। কোম্পানির অন্যতম ফ্ল্যাগশিপ ফোন হতে চলেছে এই নতুন মডেল। তবে এখনই ভারতের বাজারে এই ফোন আসছে কি না তা খোলসা করেনি কোম্পানি।
তাইপেই : Zen Phone7-এর সাকসেসর আনতে চলেছে আসুস। ১২ মে সম্ভবত বিশ্ববাজারে আত্মপ্রকাশ করতে চলেছে Asus Zen Phone8। কোম্পানির অন্যতম ফ্ল্যাগশিপ ফোন হতে চলেছে এই নতুন মডেল। তবে এখনই ভারতের বাজারে এই ফোন আসছে কি না তা খোলসা করেনি কোম্পানি।
Asus Zen Phone8-এর দাম
বুধবার প্রকাশ্যে আসার আগেই লিক হয়েছে ফোনের কিছু তথ্য। টেক ব্লগাররা বলছেন, EUR 700 অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৬২,৩০০ টাকা দাম হতে পারে ফোনের বেস ভ্যারিয়েন্টের। শোনা যাচ্ছে, তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসবে আসুসের নতুন ফোন। ৮ জিবি, ১২৮ জিবি ও ৮জিবি, ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের পাশাপাশি এবার ১৬ জিবি, ২৫৬ জিবি স্টোরেজের মডেল আনছে কোম্পানি।
কোম্পানির বেস ভ্যারিয়েন্ট ৮জিবি, ১২৮ জিবির দাম হতে পারে ৬২,৩০০ টাকা। ৮জিবি, ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম হতে পারে ৬৬,৯০০ টাকা। আসুসের টপ ভ্যারিয়ন্টের দাম রাখা হতে পারে ৭১,৩০০ টাকা। Asus Zen Phone7-এর সঙ্গে তুলনা করলে দেখা যাবে, নতুন মডেলে আগের থেকে অনেকটাই দাম বাড়াতে পারে আসুস। Zen Phone7-এর বেস ভ্যারিয়েন্টের দাম ছিল ভারতীয় মুদ্রায় ৫৫,৭০০ টাকা। তাইওয়ানের বাজারে এই ফোন এলেও তা ভারতীয় বাজারে আসেনি।
Asus Zen Phone8-এর স্পেসিফিকেশন
গোপন তথ্য বলছে, অ্যান্ড্রয়েড ১১-এর সঙ্গে জেন ইউআই ৮-এ চলবে এই ফোন। ৫.৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস স্যামসাঙের অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে ফোনে। কর্নিং গোরিলা গ্লাসের প্রোটেকশনের পাশাপাশি ১২০ হার্টজের রিফ্রেশ রেট রয়েছে এই ফোনে। টেক সাইটগুলোর মতে, কোয়ালকম স্ন্যাপড্রাগনের ৮৮৮ চিপসেট দেওয়া হবে আসুসের এই ফ্ল্যাগশিপ ফোনে। সর্বোচ্চ ১৬জিবি RAM-এর পাশাপাশি ফোনে থাকবে ২৫৬ জিবির ইন্টারনাল স্টোরেজ।
Asus Zen Phone8-এর ক্যামেরা
Asus Zen Phone8-এ থাকতে পারে তিনটি রেয়ার ক্যামেরা। যার মধ্যে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর থাকবে। সঙ্গে ১২ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ছাড়াও থাকতে পারে ম্যাক্রো সেন্সর। সেলফির জন্য দেওয়া হতে পারে ১২ মেগাপিক্সেলের সেন্সর। ৪০০০ এমএএইচ-এর ব্যাটারির পাশাপাশি ফোনে থাকতে পারে ৩০ ওয়াটের ফাস্ট চার্জার।