(Source: ECI/ABP News/ABP Majha)
Hacking: ভারত সরকারের ওয়েবসাইট-সার্ভারে হানা দিচ্ছে বাংলাদেশি হ্যাকাররা! বাড়ছে আতঙ্ক
Bangladeshi Hackers: শোনা গিয়েছে, বাংলাদেশের হ্যাকাররাও DDoS (Distributed Denial of Service) ব্যবহার করে বিভিন্ন ডোমেন এবং সাব-ডোমেনে অবাধে প্রবেশ করছে।
Hacking: বাংলাদেশের হ্যাক্টিভিস্টরা (Hacktivists) ভারতীয় ওয়েবসাইটে আক্রমণ করে বিপর্যয়ের সৃষ্টি করেছে। ভারতের শতাধিক ওয়েবসাইটে (Indina Government Websites) হানা দিয়েছে বাংলাদেশের এই হ্যাক্টিভিস্টরা। সূত্রের খবর, ভারতের ওয়েবসাইটে এই আক্রমণ করেছে বাংলাদেশের সংগঠন Mysterious Team Bangladesh (MT)। এর আগে মালয়েশিয়ার হ্যাক্টিভিস্ট গ্রুপ DragonForce এবং Garuda হ্যাক্টিভিস্টদের কথা প্রকাশ্যে এসেছিল। ভারত সরকারের উপর একাধিক সাইবার আক্রমণ করেছিল এই দুই গোষ্ঠী। মূলত এই হ্যাকাররা হানা দিয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া মাধ্যমে। এই হ্যাকিং গোষ্ঠীদের পাশাপাশি এবার শিরোনামে বাংলাদেশের হ্যাক্টিভিস্ট গ্রুপ Mysterious Team Bangladesh (MT)।
হ্যাক্টিভিস্ট আসলে কারা
হ্যাক্টিভিস্টরা আসলে এক ধরনের হ্যাকার। যেকোনও কম্পিউটার ফাইল কিংবা ওয়েবসাইটে অনৈতিক ভাবে প্রবেশ করতে পারে এরা। আসলে হ্যাক্টিভিস্টদের কাজ হল বেআইনি ভাবে বিভিন্ন ওয়েবসাইটে হানা দিয়ে তথ্য হাতিয়ে নেওয়া।
কী করছে বাংলাদেশি হ্যাকাররা
শোনা গিয়েছে, DragonForce- এর মতো বাংলাদেশের হ্যাকাররাও DDoS (Distributed Denial of Service) ব্যবহার করে বিভিন্ন ডোমেন এবং সাব-ডোমেনে অবাধে প্রবেশ করছে। ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে রয়েছে এই সমস্ত ডোমেন এবং সাব-ডোমেন। ভারত সরকার পরিচালিত ওয়েব সার্ভারের পাশাপাশি বিভিন্ন রাজ্য সরকারের ডোমেন এবং সাব-ডোমেনে হানা দিয়েছে বাংলাদেশের হ্যাকাররা।
হ্যাকারদের হদিশ পেয়েছে কারা
বেঙ্গালুরুর একটি সাইবার সিকিউরিটি সংস্থা CloudSEK- এর গবেষকরা তাদের রিপোর্টে জানিয়েছেন, অসম, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, গুজরাট, পাঞ্জাব এবং তামিলনাড়ুর রাজ্য সরকারের আওতায় থাকা ওয়েবসাইটগুলিতে হানা দিয়েছে বাংলাদেশের হ্যাকাররা। সূত্রের খবর, এর আগেও খুব খুঁটিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গিয়েছিল যে এই সমস্ত সাইবার হানার উৎস বিদেশের মাটি। সাম্প্রতিককালে ২০০০- এর বেশি ওয়েবসাইট হ্যাকিংয়ের শিকার হয়েছে। এরপর আহমেদাবাদ সাইবার ক্রাইমের ডেপুটি কমিশনার অমিত ভাসাভা মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া সরকার এবং ইন্টারপোলের কাছে এই দুই দেশের নির্দিষ্ট হ্যাকিং গ্রুপের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করার জন্য আবেদন জানিয়েছিলেন। DragonForce এবং Hacktivist of Garuda- এই দুই গ্রুপের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করার কথা বলা হয়েছিল। তারপর থেকে হ্যাকিং দুনিয়ায় জনপ্রিয় এই দুই গ্রুপের তরফে ভারত সরকারের ওয়েবসাইটে আক্রমণ বন্ধ হয়েছিল। কিন্তু এর পরেও সমস্যা কমেনি। কারণ শোনা যাচ্ছে, ছোট ছোট হ্যাকিং গ্রুপ একত্রিত হয়ে ভারতের সাইবার সিকিউরিটি পরিকাঠামো নষ্ট করার চেষ্টা চালাচ্ছে। ফলে আতঙ্ক থেকেই যাচ্ছে।
আরও পড়ুন- গুগলে এই বিষয়ে সার্চ করলে হতে পারে জেল, এখনও ভুল করছেন ?