Smart Watches Under 2000: ভারতে ২০০০ টাকার কমে কোন কোন স্মার্টওয়াচ কিনতে পারবেন? রইল তালিকা
Smart Watches: ভারতে ২০০০ টাকার কম দামে সেরা পাঁচটি স্মার্টওয়াচ পাওয়া যাচ্ছে বর্তমানে। দেখে নিন সেগুলো কী কী।
Smartwatch: ভারতে ক্রমশ জনপ্রিয় হচ্ছে স্মার্টওয়াচ (Smartwatch) এবং ফিটনেস ব্যান্ড (Fitness Band)। বিভিন্ন সংস্থা ভারতের বাজারে ইতিমধ্যেই স্মার্টওয়াচ লঞ্চ করেছে। বিদেশি সংস্থার পাশাপাশি তালিকায় রয়েছে দেশি সংস্থার নামও। এর মধ্যে ভারতে বেশ কয়েকটি স্মার্টওয়াচ লঞ্চ হয়েছে যার দাম ২০০০ টাকার কম (Smartwatches Under Rs 2000)। দেশে কোন কোন স্মার্টওয়াচ ২০০০ টাকার কমে পাওয়া যাচ্ছে দেখে নিন।
নয়েজ কালারফিট পালস গ্র্যান্ড- ভারতে নয়েজের এই স্মার্টওয়াচের দাম ১৭৯৯ টাকা। এই স্মার্টওয়াচে রয়েছে ১.৬৯ ইঞ্চির ডিসপ্লে। এছাড়াও এখানে রয়েছে অপটিকাল হার্ট রেট সেনসর, Spo2 সেনসর এবং আরও অনেক কিছু। নয়েজের ‘পালস’ সিরিজে এই নতুন স্মার্টওয়াচ লঞ্চ হয়েছে।
বোল্ট কসমিক- এই স্মার্টওয়াচের দাম ভারতে ১৯৯৯ টাকা। এখানে রয়েছে একটি ১.৬৯ ইঞ্চির TFT ডিসপ্লে। তার সঙ্গে রয়েছে ১০০-র বেশি ওয়াচ ফেসের সুবিধা। একাধিক হেলথ ফিচার রয়েছে এই স্মার্টওয়াচে। সেগুলি হল- ব্লাড প্রেশার মনিটর, ব্লাড স্যাচুরেশন ট্র্যাকার, হার্ট রেট মনিটর, মেন্সট্রুয়াল সাইকেল মনিটর। এই স্মার্টওয়াচ একটি ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস অর্থাৎ জলে নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। একাধিক স্পোর্টস মোডও রয়েছে বোল্ট কসমিক স্মার্টওয়াচে। এছাড়াও ক্যালোরি কাউন্ট, স্টেপ কাউন্ট এইসব ফিচারও যুক্ত রয়েছে।
বোট ওয়েভ লাইট- ভারতের নিজস্ব কোম্পানি বোট। তাদের এই স্মার্টওয়াচের দাম দেশে ১৯৯৯ টাকা। এখানেও রয়েছে ১.৬৯ ইঞ্চির ডিসপ্লে। সারাক্ষণ ইউজারের হার্ট রেট মনিটর করার পাশাপাশি স্লিপ প্যাটার্নও ট্র্যাক করা সম্ভব এই স্মার্টওয়াচের সাহায্যে। এছাড়াও ট্র্যাক করা যাবে SpO2। ১০টি স্পোর্টস মোড রয়েছে এই স্মার্টওয়াচে। ফুটবল, যোগা, সাইক্লিং, ওয়াকিং, ব্যাডমিন্টন, ওয়াকিং, রানিং, বাস্কেটবল, স্কিপিং, ক্লাইম্বিং এবং সুইমিং রয়েছে এই তালিকায়।
ফায়ার বোল্ট নিনজা ৩- ই-কমার্স সংস্থা অ্যামাজনে এই স্মার্টওয়াচের দাম ১৫৯৯ টাকা। এখানেও রয়েছে ১.৬৯ ইঞ্চির ডিসপ্লে। রিয়েল টাইম SpO2 এবং ব্লাড অক্সিজেন ট্র্যাকিংয়ের পাশাপাশি ডায়নামিক হার্ট রেট মনিটরিং এবং অন্যান্য অনেক হেলথ ফিচার রয়েছে এই স্মার্টওয়াচে।
বোল্ট ড্রিফট- এই স্মার্টওয়াচের দাম ভারতে ১৪৯৯ টাকা। এখানেও রয়েছে একটি ১.৬৯ ইঞ্চির TFT ডিসপ্লে। ৬০টি স্পোর্টস মোড, ১৫০-র বেশি ওয়াচ ফেসের সাপোর্ট, হার্ট রেট মনিটর, স্লিপ ট্র্যাকার এইসব আধুনিক ফিচার রয়েছে বোল্ট ড্রিফট স্মার্টওয়াচে। 24/7 হার্ট রেট মনিটরিং ফিচার রয়েছে এই ডিভাইসে। ফলে ইউজারের হার্ট রেট সারাক্ষণ পর্যবেক্ষণ করা যাবে।