হাতে আর সময় নেই ! ৪ জানুয়ারি থেকে কাজ করবে না এই ফোন
BlackBerry will Die: সম্প্রতি কোম্পানির ক্লাসিক ফোন নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে ব্ল্যাকবেরি (BlackBerry)। সেখানে বলা হয়েছে, ৪ জানুয়ারি থেকে ক্লাসিক ফোনের সাপোর্ট সিস্টেম বন্ধ করে দিচ্ছে তারা।
BlackBerry will Die: ব্ল্যাকবেরির (BlackBerry)এই ক্লাসিক ফোন(BlackBerry Classic Phone) থাকলে চিন্তা বাড়ল আপনার। কারণ ৪ জানুয়ারি থেকে এই মডেলগুলিতে সাপোর্ট সিস্টেম (Support System)বন্ধ করে দিচ্ছে কোম্পানি। তাই অবশ্যই জেনে নিন এখন কী করণীয় আপনার।
BlackBerry Phones Update: সম্প্রতি কোম্পানির ক্লাসিক ফোন নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে ব্ল্যাকবেরি (BlackBerry)। সেখানে বলা হয়েছে, ৪ জানুয়ারি, ২০২২ থেকে তার অনেক ক্লাসিক ফোনের সাপোর্ট সিস্টেম বন্ধ করে দিচ্ছে। এই ঘোষণার ফলে সাপোর্ট আগামীকাল থেকে ওই নির্দিষ্ট ফোন 'বাক্সে' পরিণত হবে। এই পরিস্থিতিতে সবার আগে ডেটা ব্যাকআপের দিকে লক্ষ্য দেওয়া উচিত গ্রাহকের। জেনে নিন আর কী কী করতে হবে নির্দিষ্ট ফোনগুলি থাকলে।
BlackBerry Classic Update: ফোন থাকলেও কাজ হবে না
কোম্পানির তরফে জানানো হয়েছে, BB10 OS অপারেটিং সিস্টেমে বন্ধ করে দিচ্ছে তারা। ৪ জানুয়ারি ২০২২ থেকে সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে এই সিস্টেম। পরবর্তীকালে আপনি এই ফোনগুলি থেকে কল করা তো দূর কোনও ডেটা অ্যাক্সেস করতে পারবেন না। এছাড়াও আপনি ফোনে এসএমএস ও জরুরি পরিষেবাও ব্যবহার করতে পারবেন না। এখানে এটাও উল্লেখ করা জরুরি, যে এই সিদ্ধান্ত কেবল ক্লাসিক স্মার্টফোনের ক্ষেত্রেই প্রযোজ্য। তবে ব্ল্যাকবেরির অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোনগুলো আগের মতোই চলতে থাকবে।