Boat Earbuds: বোটের নতুন ইয়ারবাডস লঞ্চ হয়েছে ভারতে, মাত্র ১০ মিনিট চার্জ দিলে চলবে প্রায় ৪ ঘণ্টা
Boat Nirvana Crystl TWS Earbuds: বোটের নতুন ইয়ারবাডসের দাম ভারতে ২৪৯৯ টাকা। ব্লেজিং রেড, ইয়েলো পপ এবং কোয়ান্টাম ব্ল্যাক- এই তিন রঙে লঞ্চ হয়েছে বোটের নতুন ইয়ারবাডস।

Boat Earbuds: ভারতে লঞ্চ হয়েছে বোট নির্ভানা ক্রিস্টাল ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডস। এই ইয়ারবাডসে রয়েছে ১০ মিলিমিটারের ড্রাইভার্স। এর পাশাপাশি পাওয়া যাবে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট। ৩২ ডেসিবল পর্যন্ত অপ্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড নয়েজ কমানো যাবে। এই ইয়ারবাডসে গুগলের ফাস্ট পেয়ারিং সাপোর্ট রয়েছে। একবার পুরো চার্জ দিলে চার্জিং কেস সমেত ১০০ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম পাওয়া যাবে এই ইয়ারবাডসে। এমনটাই দাবি করেছে বোট সংস্থা।
ভারতে বোট নির্ভানা ক্রিস্টাল ইয়ারবাডসের দাম কত, কোথা থেকে কেনা যাবে, কী কী রঙে লঞ্চ হয়েছে
বোটের নতুন ইয়ারবাডসের দাম ভারতে ২৪৯৯ টাকা। ব্লেজিং রেড, ইয়েলো পপ এবং কোয়ান্টাম ব্ল্যাক- এই তিন রঙে লঞ্চ হয়েছে বোটের নতুন ইয়ারবাডস। এই ইয়ারবাডস কেনা যাবে বোট সংস্থার ওয়েবসাইট, ফ্লিপকার্ট, অ্যামাজন থেকে। এছাড়াও পাওয়া যাবে বিভিন্ন রিটেল স্টোরে।
বোট নির্ভানা ক্রিস্টাল ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডসে কী কী ফিচার রয়েছে, কেনার আগে দেখে নিন একনজরে
- ইন-ইয়ার ডিজাইন রয়েছে এই ইয়ারবাডসে। মাল্টিপয়েন্টে কানেক্টিভিটি রয়েছে এই ডিভাইসে। অর্থাৎ দুটো ডিভাইসের মধ্যে এই ইয়ারবাডস সুইচিং করা যাবে ইয়ারফোন বন্ধ না করেই, চালু থাকা অবস্থায়।
- ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি রয়েছে এই ইয়ারবাডসে। এটি একটি স্প্ল্যাশ এবং সোয়েট প্রুফ ডিভাইস। অর্থাৎ ওয়ার্ক আউট করার সময় অনয়াসে ব্যবহার করা যাবে এই ইয়ারবাডসে। বৃষ্টির মধ্যে রাস্তাঘাটে কথা বলার সময়েও ব্যবহার করতে পারেন এই ইয়ারফোন। জল এবং ঘামে সহজে নষ্ট হবে না ডিভাইস।
- গুগল ফাস্ট পেয়ার ফিচারের সাপোর্ট থাকার ফলে বোটের এই ইয়ারবাডস খুব সহজে উপযুক্ত ডিভাইসের সঙ্গে এই ইয়ারফোন সংযুক্ত করা যাবে। কোয়াড মাইক্রোফোন রয়েছে এই ইয়ারবাডসে।
- এই ইয়ারবাডসে রয়েছে ইন-ইয়ার ডিটেকশন ফিচারের সাপোর্ট। এর সাহায্যে ইউজার কানে ইয়ারবাডস লাগানোর সময় বা খোলার সময় প্লেব্যাক চালু এবং বন্ধ হবে।
- বোট নির্ভানা ক্রিস্টাল ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডসে মাত্র ১০ মিনিট চার্জ দিলে এই ডিভাইস চালু থাকবে প্রায় ২২০ মিনিট পর্যন্ত। প্রতিটি ইয়ারবাডসে ৭০ এমএএইচের ব্যাটারি রয়েছে। এছাড়া ইয়ারবাডসের চার্জিং কেসে রয়েছে ৪৮০ এমএএইচ ব্যাটারি। একবার পুরো চার্জ দিলে অর্থাৎ ১০০ শতাংশ চার্জ দিলে চার্জিং কেস সমেত এই ইয়ারবাডস চালু থাকবে প্রায় ১০০ ঘণ্টা পর্যন্ত।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
