Boat Smartwatch: মাত্র ৪ মিনিটের চার্জে এই স্মার্টওয়াচ চলবে প্রায় ৪ দিন ! বোটের নতুন স্মার্টওয়াচের দাম কত?
Boat Storm Infinity Plus Smartwatch: বোট স্টর্ম ইনফিনিটি প্লাস স্মার্টওয়াচের দাম ১১৯৯ টাকা। অ্যাক্টিভ ব্ল্যাক, চেরি ব্লসম, ডিপ ব্লু এবং কুল গ্রে- এই চার রঙে ভারতে লঞ্চ হয়েছে এই স্মার্টওয়াচ।

Boat Smartwatch: ভারতে লঞ্চ হয়েছে বোটের নতুন স্মার্টওয়াচ। এবার লঞ্চ হয়েছে বোট স্টর্ম ইনফিনিটি প্লাস মডেল। এই স্মার্টওয়াচে রয়েছে ১.৯৬ ইঞ্চির আয়তাকার ডিসপ্লে এবং একটি ফাংশনাল ক্রাউন। একবার পুরো চার্জ দেওয়ার পর নাগাড়ে ব্যবহার করলেও প্রায় ২০ দিন পর্যন্ত চালু থাকবে এই স্মার্টওয়াচ। খুব বেশি ব্যবহার না করলে একবার চার্জে, ৩০ দিন পর্যন্তও চলতে পারে এই স্মার্টওয়াচ।
বোট স্টর্ম ইনফিনিটি প্লাস স্মার্টওয়াচের দাম কত, কোথা থেকে কেনা যাবে, কী কী রঙে লঞ্চ হয়েছে
বোট স্টর্ম ইনফিনিটি প্লাস স্মার্টওয়াচের দাম ১১৯৯ টাকা। অ্যাক্টিভ ব্ল্যাক, চেরি ব্লসম, ডিপ ব্লু এবং কুল গ্রে- এই চার রঙে ভারতে লঞ্চ হয়েছে বোট স্টর্ম ইনফিনিটি প্লাস স্মার্টওয়াচ। এই স্মার্টওয়াচে রয়েছে সিলিকন স্ট্র্যাপ। এছাড়াও রয়েছে স্পোর্টস ব্ল্যাক এবং স্পোর্টস হোয়াইট নাইলন স্ট্র্যাপ ভ্যারিয়েন্টও। এগুলির দাম ১৩৯৯ টাকা। বর্তমানে বোট ইন্ডিয়ার ই-স্টোর এবং ফ্লিপকার্ট থেকে অনলাইনে কেনা যাবে বোটের নতুন স্মার্টওয়াচ।
বোট স্টর্ম ইনফিনিটি প্লাস স্মার্টওয়াচে কী কী ফিচার রয়েছে, দেখে নিন একঝলকে
- বোটের এই স্মার্টওয়াচে ১.৯৬ ইঞ্চির আয়তাকার ডিসপ্লে রয়েছে। স্মার্টওয়াচের রাইট এজ- এ রয়েছে একটি ফাংশনাল ক্রাউন। এই ক্রাইন স্ক্রল করে ব্যবহার করা যাবে। আর তার সাহায্যে নেভিগেট করা যাবে স্মার্টওয়াচের মেনু, ওয়াচ ফেস এবং আরও অনেক কিছুই।
- একাধিক হেলথ ফিচার রয়েছে বোটের এই স্মার্টওয়াচে। হার্ট রেট, ব্লাড অক্সিজেন লেভেল SpO2, স্ট্রেস, মেন্সট্রুয়াল সাইকেল- এইসব ট্র্যাকার রয়েছে বোট স্টর্ম ইনফিনিটি প্লাস স্মার্টওয়াচ।
- ১০০-র বেশি প্রিসেট স্পোর্টস মোড রয়েছে এই স্মার্টওয়াচে। একটি ক্যাটালগও রয়েছে, যেখানে ব্রিদিং একসারসাইজ সম্পর্কে তথ্য রয়েছে। হেলথ ছাড়াও এইসব ওয়েলনেস ফিচারের মধ্যে রয়েছে ডেলি অ্যাক্টিভ ট্র্যাকারও। স্টেপ মনিটর, ডিসট্যান্স ট্র্যাকার, ক্যালোরি বার্ন কাউন্টার, সেডেন্টারি অ্যালার্ট, হাইড্রেশন রিমাইন্ডার- সবই রয়েছে সেই ট্র্যাকারের মধ্যে।
- বোট স্টর্ম ইনফিনিটি প্লাস স্মার্টওয়াচে ব্লুটুথ কলিং সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে ডায়াল প্যাড, যেখানে ১০টি কনট্যাক্ট নম্বর সেভ করে রাখা যাবে।
- এই স্মার্টওয়াচ নিয়ন্ত্রণ করা যাবে ভয়েস কম্যান্ডের সাহায্যে। অন্যদিকে এই স্মার্টওয়াচের সাহায্যে মিডিয়া প্লেয়ার এবং ক্যামেরা শাটার নিয়ন্ত্রণ করা যাবে।
- বোট স্টোর্ম ইনফিনিটি প্লাস স্মার্টওয়াচে ফাইন্ড মাই ডিভাইস ফিচারের সাপোর্ট রয়েছে। এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস
- ৬৮০ এমএএইচ ব্যাটারি রয়েছে এই স্মার্টওয়াচে। একবার চার্জ দিলে ৩০ দিন পর্যন্ত চলবে (টিপিকাল ইউসেজ) এই ডিভাইস। আর হেভি ইউজ হলে পুনরায় চার্জ না দিলেও ২০ দিন পর্যন্ত স্মার্টওয়াচ চালু থাকবে। এমনই দাবি, বোট সংস্থার।
- শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ হতে এই স্মার্টওয়াচের ক্ষেত্রে সময় লাগবে ৬০ মিনিট। মাত্র ৪ মিনিট চার্জ দিলে প্রায় ৪ দিন চলবে এই স্মার্টওয়াচ।























