(Source: ECI/ABP News/ABP Majha)
boAt Wave Ultima: ভারতে লঞ্চ হয়েছে বোটের নতুন স্মার্টওয়াচ, রয়েছে ব্লুটুথ কলিং ফিচার, দাম কত?
boAt Smartwatch: বোট ওয়েভ আল্টিমা স্মার্টওয়াচে রয়েছে ব্লুটুথ ভি ৫.৩ – এর সাপোর্ট। এছাড়াও রয়েছে একটি ইনবিল্ট স্পিকার এবং কলিং পরিষেবা জন্য একটি মাইক্রোফোন।
Smartwatch: ভারতের নিজস্ব সংস্থা বোট (boAt) নতুন একটি স্মার্টওয়াচ (Smartwatch) লঞ্চ করেছে দেশে। এবার লঞ্চ হয়েছে বোট ওয়েভ আল্টিমা (boAT Wave Ultima)। এই স্মার্টওয়াচে রয়েছে একটি অলওয়েজ অন ডিসপ্লে। তার সঙ্গে রয়েছে ব্লুটুথ কলিং ফিচারের সাপোর্ট। এই স্মার্টওয়াচের ডিসপ্লেতে রয়েছে crack resistance protection ফিচার। অর্থাৎ আচমকা হাত থেকে পড়ে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। বোট ওয়েভ আল্টিমা স্মার্টওয়াচে রয়েছে ব্লুটুথ ভি ৫.৩ – এর সাপোর্ট। এছাড়াও রয়েছে একটি ইনবিল্ট স্পিকার এবং কলিং পরিষেবা জন্য একটি মাইক্রোফোন।
Dizo Watch D Plus
রিয়েলমির টেকলাইফ (Realme Techlife) ব্র্যান্ড ডিজো-র নতুন ঘড়ি লঞ্চ হয়েছে ভারতে। এই স্মার্টওয়াচের দাম ৪৯৯৯ টাকা। তিনটি রঙে লঞ্চ হয়েছে ডিজো ওয়াচ ডি প্লাস। কালো, নীল এবং ধূসর রঙে এই স্মার্টওয়াচ লঞ্চ হয়েছে। ফ্লিপকার্টে এই স্মার্টওয়াচ দেখা গেলেও এখনই তা কেনা যাবে না। আগামী ১৫ নভেম্বর বেলা ১২টা থেকে এই স্মার্টওয়াচের বিক্রি শুরু হবে।
ভারতে বোট ওয়েভ আল্টিমা স্মার্টওয়াচের দাম
এই স্মার্টওয়াচের দাম ভারতে ২৯৯৯ টাকা। raging red, active black এবং teal green রঙে এই স্মার্টওয়াচ লঞ্চ হয়নি। এই স্মার্টওয়াচে রয়েছে সিলিকন স্ট্র্যাপ। বোট কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট এবং ফ্লিপকার্ট থেকে এই স্মার্টওয়াচ কেনা যাবে।
বোট ওয়েভ আল্টিমা স্মার্টওয়াচের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- এই স্মার্টওয়াচে একটি ১.৮ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। জানা গিয়েছে, একবার চার্জ দিলে এই স্মার্টওয়ায়চের ব্যাটারিতে ১০ দিন পর্যন্ত চার্জ থাকবে। ১০০-র বেশি ওয়াচ ফেসের সুবিধা রয়েছে বোটের নতুন স্মার্টওয়াচে।
- বোট ওয়েভ আল্টিমা স্মার্টওয়াচে ১০০- র বেশি স্পোর্টস মোডের সুবিধাও রয়েছে। সেই তালিকাত রয়েছে অটো ওয়ার্ক আউট ডিটেকশন ফিচার। এছাড়াও রয়েছে walking, running, swimming, yoga ও আরও অনেক কিছু।
- অন্যান্য স্মার্টওয়াচের মতো হেলথ ফিচারও রয়েছে এই ডিভাইসে। হার্ট রেট মনিটর এবং ব্লাড অক্সিজেন লেভেল মনিটর রয়েছে বোটের নতুন স্মার্টওয়াচে। এর পাশাপাশি ব্রিদিং কন্ট্রোল মোড, স্লিপ ট্র্যাকিং ফিচার ও আরও অনেক কিছু রয়েছে এই গ্যাজেটে। সেই স্মার্টওয়াচের মাধ্যমে মিউজিক কন্ট্রোল করাও সম্ভব। এটি একটি IP68 রেটিং প্রাপ্ত ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস।
অন্যদিকে ভারতে সদ্যই লঞ্চ হয়েছে অ্যামেজফিট ব্যান্ড ৭। এর দাম ভারতে ৩৪৯৯ টাকা। কালো, সাদা এবং গোলাপি- এই তিন রঙে পাওয়া যাবে অ্যামেজফিট ব্যান্ড ৭। অ্যামেজফিট কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই স্মার্টওয়াচ কেনা সম্ভব। খুব তাড়াতাড়ি অ্যামাজনেও পাওয়া যাবে এই ফিটনেস ব্যান্ড।
আরও পড়ুন- রিয়েলমি টেকলাইফের নতুন স্মার্টওয়াচ লঞ্চ হয়েছে ভারতে, দাম কত? কী কী ফিচার রয়েছে