Fake Call Alert: ফোন আসছে +92-এর মতো অজানা নম্বর থেকে ! সরকারি কল ভেবে পড়তে পারেন বিপদে
Fake Call Alert Impersonating DoT: ‘কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক থেকে বলছি…’ সম্প্রতি এমনই ফোন কল আসছে অনেকের ফোনে। এই অবস্থায় কী করবেন কী করবেন না ?
কলকাতা: অচেনা নম্বর থেকে হঠাৎ একটা ফোন। ওই পারের ব্যক্তি পরিচয় দিলেন তিনি ভারত সরকারের টেলিকম মন্ত্রক থেকে ফোন করছেন। ফোন করার কারণ আপনার নম্বরের পরিষেবা বিচ্ছিন্ন হয়ে যাবে। আপনার নম্বর দিয়ে বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠন বেআইনি কাজ করে চলেছে। এর ঘটনা জানতে পেরেছে দেশের সরকার। তাই নম্বরটি বন্ধ করে দেওয়া হবে। হঠাৎ এমন ফোন পেয়ে অনেকেই ভয় পাবেন, চমকে উঠবেন। আর সেইটাই উদ্দেশ্য কিছু অসৎ ব্যক্তির। সম্প্রতি ভারত সরকারের টেলিকম মন্ত্রক থেকে একটা বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে জানানো হয়েছে এমন ধরনের ফোন কলের কথা। ইদানীং অনেকেই সরকারের টেলিকম মন্ত্রকের ভুয়ো পরিচয় দিয়ে ফোন করে প্রতারণা করছেন। এই বিষয়ে সাধারণ নাগরিকদের সচেতন করতেই বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়।
সতর্ক থাকার অনুরোধ বিজ্ঞপ্তিতে
শুক্রবারের বিজ্ঞপ্তিতে এমন ধরনের কলের ব্যাপারে সতর্ক হতে বলা হয়। পাশাপাশি জানানো হয়, হোয়াটসঅ্যাপেও এমন কল আসতে পারে। আর তা এলে +92 নম্বর দিয়ে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ধরনের কল সাধারণত প্রতারণা করে আর্থিক তছরূপের উদ্দেশ্য নিয়েই করা হয়। সেই ব্যাপারেই এই দিন সতর্ক করল কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক। এই দিন বিজ্ঞপ্তির ভাষায় - সাইবার অপরাধীরা এই ধরনের কল করে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে। তার পর সেই তথ্য়গুলি বিকৃত করে নিজেদের উদ্দেশ্য সিদ্ধ করে।
কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক থেকে এমন কল করা হয় না
কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক জানিয়েছে, তাদের তরফে এমন কোনও কল সাধারণ নাগরিকদের করা হয় না। তাই এমন ফোনের ব্যাপারে সতর্ক থাকতে হবে। ফোনের ওপার থেকে কোনও তথ্য চাইলে তা না দেওয়ার পরামর্শ দিয়েছে টেলিকম মন্ত্রক।
কোথায় অভিযোগ করবেন ?
সঞ্চার সাথী পোর্টালে গিয়ে এই ব্যাপারে রিপোর্ট করা যাবে বলে জানিয়েছে টেলিকম মন্ত্রক। বলা হয়েছে সঞ্চার সাথী পোর্টালের অধীনে ‘চক্ষু রিপোর্ট সাসপেক্টেড ফ্রড কমিউনিকেশনস’ পেজে যেতে হবে। সেখানে গিয়ে অভিযোগ জানাতে হবে। এছাড়াও, আপনার নম্বর অন্য কোনও নাম দিয়ে কেউ ব্যবহার করছে কি না তা দেখা যাবে সঞ্চার সাথী পোর্টালেই। সেখানে ‘নো ইয়োর মোবাইল কানেকশন’-এ গিয়ে নাম খতিয়ে দেখা যাবে। অন্য কারও নামে থাকলে তা বাতিল করার সুযোগও থাকে।