Cyber Fraud: অনলাইন কেনাকাটা নিয়ে নতুন পরিকল্পনা, এই কাজ করতে চলেছে সরকার
Indian Standards Bureau: অনলাইন কেনাকাটায় সুবিধার সঙ্গে বেড়েছে সমস্যা। নিত্যদিন প্রতারণার শিকার হচ্ছেন বহু মানুষ।
Indian Standards Bureau: অনলাইন কেনাকাটায় সুবিধার সঙ্গে বেড়েছে সমস্যা। নিত্যদিন প্রতারণার শিকার হচ্ছেন বহু মানুষ। সেই কারণে সরকার সময়ে সময়ে অনলাইন প্ল্যাটফর্মের নিয়ম পরিবর্তন করে। কীভাবে একজন গ্রাহক প্রতারণা বা ডেটা চুরির প্ল্যাটফর্ম থেকে নিজেকে রক্ষা করতে পারেন, সম্প্রতি সেই বিষয়ে তথ্য দিয়েছে সরকার। এই বিষয়ে লোকসভায় এক প্রশ্নের উত্তর দিয়েছেন কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক, খাদ্য ও জনবণ্টন প্রতিমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে।
কেন্দ্রীয় মন্ত্রী একটি লিখিত উত্তরে বলেছেন, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) 'অনলাইন উপভোক্তা পর্যালোচনা কাঠামো' সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেই অনুযায়ী ই-কমার্সে ভুয়ো ও বিভ্রান্তিকর রিভিউ থেকে ভোক্তাদের স্বার্থ রক্ষার জন্য কিছু পরামর্শ দেওয়া হয়েছে। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস-এর জারি করা এই বিজ্ঞপ্তি সব অনলাইন প্ল্যাটফর্মের জন্য প্রযোজ্য।
Cyber Fraud: কোনও প্ল্যাটফর্ম ভুয়ো রিভিউ দিতে পারে না
বিআইএস-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, কেউ প্ল্যাটফর্মে ভুয়ো রিভিউ পোস্ট করতে পারবে না। সব মান মেনে চলা বাধ্যতামূলক। কোনও প্ল্যাটফর্ম এই কাজ করলে ব্যবস্থা নেওয়া হবে। সরকারের এই বিজ্ঞপ্তি গ্রাহকদের গোপনীয়তা, নিরাপত্তা, স্বচ্ছতার বিষয়ে অধিকার দেয়।
Indian Standards Bureau: এভাবেই ভুয়ো প্ল্যাটফর্মের তদন্ত করা যায়
ব্যুরো অফ স্ট্যান্ডার্ডস বিভিন্ন উপায়ে যাচাই করে – BIS এই প্ল্যাটফর্ম সম্পর্কে সঠিক পর্যালোচনা করা হয়েছে কিনা বা পর্যালোচনাটি জাল পদ্ধতিতে পোস্ট করা হয়েছে কিনা তা পরীক্ষা করে। এর জন্য এখানে বেশ কয়েকটি উপায় রয়েছে।
১ ইমেল ঠিকানা একবার বা একাধিকবার ব্যবহার করা হয়েছে কিনা তা যাচাই করা হয়
২ ব্যবহারকারীদের ডোমেনের নাম ও ইমেল ঠিকানা যাচাইকরণ
৩ এই ক্ষেত্রে রিভিউ লেখককে একটি লিঙ্কে ক্লিক করে তাদের রেজিস্ট্রেশন নিশ্চিত করতে বলে বিআইএস৷
৪ ওয়েবসাইটগুলিকে সুরক্ষা দেয় এমন একটি প্রোগ্রাম থেকে যাচাইকরণ৷
৫ টেলিফোন কল বা এসএমএস দ্বারা যাচাইকরণ
৬ একক সাইন-অন (SSO) সহ পরিচয় যাচাইকরণ
৭ ঠিকানা বা আইপি ঠিকানা সনাক্তকরণ
৮ ইমেল ঠিকানা প্রতি একজন ব্যবহারকারী ব্যবহার করছে কিনা তা দেখা।
৯ ক্যাপচা সিস্টেম ব্যবহার করে যাচাইকরণ
Cyber Attack: হ্যাকার হানার গ্রাসে ভারত, বিশ্বের প্রথম পাঁচে নাম, কীভাবে বাঁচবেন জানেন ?