Meta Layoffs: ফের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মেটা সংস্থার, এবার কোপ নন-ইঞ্জিনিয়ারদের উপর
Layoffs: শোনা যাচ্ছে, এই কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি বেশ কিছু প্রোজেক্টও বন্ধ করতে চলেছে মেটা সংস্থা।
Meta Layoffs: ফের কর্মী ছাঁটাইয়ের (Layoffs) পরিকল্পনা করছে মেটা (Meta) সংস্থা। আগামী কয়েক সপ্তাহে কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনা রয়েছে এই সংস্থায়। শোনা যাচ্ছে, আগামী মাসে কয়েক দফায় কর্মী ছাঁটাই করতে পারে মেটা কর্তৃপক্ষ। এবার কোপ পড়তে পারে নন-ইঞ্জিনিয়ারদের উপরে। গতবছর অর্থাৎ ২০২২ সালে প্রায় ১১ হাজার কর্মী ছাঁটাই করেছে মেটা সংস্থা। চলতি বছরেও অব্যাহত রয়েছে তাদের ছাঁটাই প্রক্রিয়া। কবে থেকে ছাঁটাই শুরু হবে কিংবা মোট কত কর্মী এবারের দফায় চাকরি খোয়াবেন তা নিশিচত ভাবে কিছু জানা যায়নি। শুধু শোনা যাচ্ছে, এই কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি বেশ কিছু প্রোজেক্টও বন্ধ করতে চলেছে মেটা সংস্থা।
Meta Pay Disparity: আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস পার হয়েছে ২৪ ঘণ্টাও কাটেনি। এর মধ্যেই মেটা সংস্থা প্রসঙ্গে প্রকাশ্যে এল বিস্ফোরক তথ্য। শোনা যাচ্ছে, পুরুষ কর্মীদের তুলনায় মহিলা কর্মীদের কম বেতন দেয় মেটা কর্তৃপক্ষ। এমনিতেই গতবছর থেকেই ব্যাপক হারে কর্মী ছাঁটাইয়ের ঘটনায় সংবাদ শিরোনামে রয়েছে মেটা সংস্থা। এবার মহিলা এবং পুরুষ কর্মীদের বেতনের অসাম্যের তথ্য প্রকাশ্যে আসায় শুরু হয়েছে ব্যাপক জল্পনা। ২০২৩ সালেও কীভাবে লিঙ্গের ভিত্তিতে বেতন ধার্য হয়, মহিলা এবং পুরুষ কর্মীদের বেতনের মধ্যে ফারাক করা হয়, তাও আবার মেটা'র মতো কোম্পানিতে--- তাই নিয়েই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। তবে এই বিশেষ পরিস্থিতি দেখা গিয়েছে আয়ারল্যান্ড এবং ব্রিটেনে। এই দুই স্থানেই মহিলা কর্মীদের পুরুষ কর্মীদের তুলনায় কম বেতন দেওয়া হয়। সারাদিনের কাজ হোক বা ঘণ্টার নিরিখে কাজ, সর্বত্রই এই অসাম্য দেখা যায়।
Twitter: এলন মাস্ক (Elon Musk) ট্যুইটারের (Twitter) দায়িত্ব নেওয়ার পর থেকেই জনপ্রিয় এই মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে শুরু হয়েছে কর্মী ছাঁটাই। সম্প্রতি এক বিশেষভাবে সক্ষম কর্মীকে ছাঁটাই করেছেন তিনি। শুধু তাই নয়, সোশাল মিডিয়ায় বাক-বিতণ্ডাতেও জড়িয়ে পড়েন এলন মাস্ক এবং Haraldur Thorleifsson নামের ওই কর্মী। প্রকাশ্যেই ওই কর্মীকে বিদ্রুপ করেছিলেন এলন মাস্ক। তবে এবার ওই কর্মীর কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন ট্যুইটারের নতুন সিইও এবং মালিক। Haraldur Thorleifsson নামের ওই কর্মী ট্যুইটারে 'Halli' নামে পরিচিত। একটি হুইলচেয়ার ব্যবহার করেন তিনি এবং এই ব্যাক্তির পেশী সংক্রান্ত সমস্যা রয়েছে। এই ব্যক্তিকেই তাঁর কাজ, শারীরিক প্রতিবন্ধকতা এবং থাকার জায়গা নিয়ে প্রশ্ন করেছিলেন এলন মাস্ক। অবশেষে নিজের কথার জন্য ক্ষমা চেয়েছেন ট্যুইটারের নয়া মালিক।
আরও পড়ুন- ভারতে লঞ্চ হয়েছে মোটো জি৭৩ ৫জি, এই বাজেট ফোনের দাম কত? কী কী ফিচার রয়েছে