এক্সপ্লোর
Mobile Battery: মোবাইলের ব্যাটারির মেয়াদ হবে ৫০ বছর ! অর্থাৎ এক চার্জে চলবে ৫০ বছর ! সত্যি ?
Tech News: চিনের এই স্টার্টআপ সংস্থাটির নাম বেটাভোল্ট টেকনোলজি। এই সংস্থা এই বছর জানুয়ারি মাসেই এমন একটি ব্যাটারি নিয়ে এসেছে। এই ব্যাটারিতে একবার চার্জ দিলে একটানা ৫০ বছর পর্যন্ত চলবে।

মোবাইলের ব্যাটারির চার্জ থাকবে একটানা ৫০ বছর !
1/10

সাধারণভাবে একবার ফোনে চার্জ দিলে সেই চার্জে ১-২ দিন টানা ফোনে কাজ করা যায়। ফোনের ব্যাটারির উপরে নির্ভর করে চার্জের মেয়াদ।
2/10

তবে এবার এমন এক ব্যাটারি তৈরি করছে চিনের একটি সংস্থা যাতে একবার চার্জ দিলে একটানা ৫০ বছর পর্যন্ত থাকবে চার্জ।
3/10

চিনের এই স্টার্টআপ সংস্থাটির নাম বেটাভোল্ট টেকনোলজি। এই সংস্থা এই বছর জানুয়ারি মাসেই এমন একটি ব্যাটারি নিয়ে এসেছে।
4/10

এই ব্যাটারিতে একবার চার্জ দিলে একটানা ৫০ বছর পর্যন্ত চলবে, আর চার্জ দেওয়ার প্রয়োজন হবে না।
5/10

এটি কোনো লিথিয়াম আয়ন ব্যাটারি নয়, এটিকে বলা হয়েছে নিউক্লিয়ার চার্জ ব্যাটারি বা অ্যাটমিক এনার্জি ব্যাটারি।
6/10

একটি কয়েনের থেকেও ছোট্ট আকারে এই ব্যাটারিতে রয়েছে নিকেল ৬৩ আইসোটোপ। এর আণবিক শক্তি দিয়েই চলবে ব্যাটারি।
7/10

এই ব্যাটারির মাপ এখনকার সাধারণ ব্যাটারির মাপের মত নয়। এর দৈর্ঘ্য, প্রস্থ যথাক্রমে ১৫ মিলিমিটার করে এবং উচ্চতা ৫ মিলিমিটার।
8/10

এতে শক্তি প্রবাহের জন্য রাখা হয়েছে হীরের সেমিকন্ডাক্টর। এই ব্যাটারিতে ৩ ভোল্টে ১০০ মাইক্রোওয়াট শক্তি উৎপন্ন হয়।
9/10

সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে আগামী ২০২৫ সালের মধ্যেই এই ব্যাটারিতে ১ ওয়াট শক্তি উৎপাদনের প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। বিংশ শতাব্দীতে তেজস্ক্রিয় পদার্থ ক্ষয়ের কারণে শক্তি নির্গত হয় আর এই শক্তি থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। এই ব্যাটারি -৬০ ডিগ্রি থেকে ১২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও কাজ করতে সক্ষম।
10/10

এই তেজস্ক্রিয় আইসোটোপের ক্ষয়কাল শেষ হয়ে গেলে এটি একটি তামার স্থিতিশীল আইসোটোপে পরিণত হয়। ফলে এটিতে পরিবেশের কোনো ক্ষতি হয় না।
Published at : 28 Oct 2024 07:00 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
