ভারতে হাজির নতুন স্মার্টওয়াচ Fire-Boltt Dagger, দাম কত? কী কী ফিচার রয়েছে
Fire-Boltt Dagger স্মার্টওয়াচ লঞ্চ হয়েছে ভারতে। রয়েছে ব্লুটুথ কলিং ফিচারের সাপোর্ট।
Smartwatch: ভারতে নতুন স্মার্টওয়াচ Fire-Boltt Dagger লঞ্চ হয়েছে সম্প্রতি। এখানে রয়েছে একটি ১.৪৩ ইঞ্চির এলসিডি ডিসপ্লে এবং ব্লুটুথ কলিং সাপোর্ট। এছাড়াও রয়েছে always-on display ফিচার। এর সঙ্গে রয়েছে একাধিক হেলথ ট্র্যাকিং ফিচার। হার্ট রেট মনিটর এবং ব্লাড অক্সিজেন লেভেল সেনসর রয়েছে Fire-Boltt Dagger স্মার্টওয়াচে। এই ডিভাইস একটি IP68 রেটিং প্রাপ্ত ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিসট্যান্ট ডিভাইস। ৪০০ এমএএইচ ব্যাটারি রয়েছে Fire-Boltt Dagger স্মার্টওয়াচে। সংস্থার দাবি এখানে প্রায় ৩০ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই ব্যাটারি লাইফ বজায় থাকবে।
Fire-Boltt Dagger স্মার্টওয়াচের দাম
ভারতে লঞ্চ হওয়া এই নতুন স্মার্টওয়াচের দাম ৩৪৯৯ টাকা। ই-কমার্স সংস্থা অ্যামাজনের পাশাপাশি সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই স্মার্টওয়াচ কেনা যাবে। কালো, সবুজ এবং ধূসর- এই তিন রঙে লঞ্চ হয়েছে Fire-Boltt Dagger স্মার্টওয়াচ।
Fire-Boltt Dagger স্মার্টওয়াচের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- ১.৪৩ ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে এই স্মার্টওয়াচে, যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ। গোলাকার ডায়াল রয়েছে এই স্মার্টওয়াচে।
- ব্লুটুথ কলিং ফিচার রয়েছে এই স্মার্টওয়াচে। এছাড়াও রয়েছে এআই ভয়েস অ্যাসিসট্যান্সের (গুগল অ্যাসিসট্যান্ট এবং সিরি) সাপোর্ট।
- এই স্মার্টওয়াচ নরমাল ভাবে ব্যবহার করলে প্রায় ১৫ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে। আর স্ট্যান্ডবাই মোড থাকবে প্রায় ৩০ দিন।
- ডায়নামিক হার্ট রেট, SpO2, হাইড্রেশন রিমাইন্ডার, স্লিপ মনিটরিং ফিচার রয়েছে এই স্মার্টওয়াচে।
Ptron Basspods Flare: ভারতে নিজস্ব সংস্থা Ptron সম্প্রতি লঞ্চ করেছে নতুন ইয়ারবাডসে। জানা গিয়েছে, Ptron Basspods Flare- এ রয়েছে প্রায় ৩৫ ঘণ্টা পর্যন্ত টোটাল প্লেব্যাক টাইম। এটি একটি ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারফোন। এখানে রয়েছে ১৩ মিলিমিটারের ডায়নামিক ড্রাইভার্স। এছাড়াও রয়েছে 40ms low-latency গেমিং মোড। Ptron Basspods Flare ইয়ারবাডসে রয়েছে ব্লুটুথ ৫.৩ সাপোর্ট। মাল্টি ফাংশন টাচ কন্ট্রোল রয়েছে এই ইয়ারবাডসে। এছাড়াও এই ইয়ারবাডসে রয়েছে সুপার হিরোদের থেকে অনুপ্রাণিত হওয়া RGB lights ডিজাইন।
OnePlus Buds Pro 2: ওয়ানপ্লাসের ক্লাউড ১১ (OnePlus Cloud 11) ইভেন্টে একগুচ্ছ প্রোডাক্ট লঞ্চ হয়েছে। তার মধ্যে রয়েছে নতুন ইয়ারবাডস ওয়ানপ্লাস বাডস প্রো ২ (OnePlus Buds Pro 2)। এটি একটি ট্রু ওয়্যারলেস স্টিরিও (TWS Earphone) ইয়ারফোন। চার্জিং কেস সমেত এই ইয়ারবাডসে প্রায় ৩৯ ঘণ্টা পর্যন্ত বজায় থাকবে চার্জ। জানা গিয়েছে, ভারতের জন্য ওয়ানপ্লাস বাডস প্রো ২আর- এই স্পেশ্যাল ইয়ারবাডসের ঘোষণাও করেছে সংস্থা।