Flipkart Big Savings Days Sale: ফ্লিপকার্টের বিগ সেভিং ডে'জ সেল, কোন ফোনে কত ছাড় থাকছে?
Smartphones: আইফোন ১১-র দামে ব্যাপক ছাড় থাকতে চলেছে ফ্লিপকার্টের এই সেলে। তবে এই ফোনে ঠিক কী কী ছাড় থাকতে চলেছে তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি।
![Flipkart Big Savings Days Sale: ফ্লিপকার্টের বিগ সেভিং ডে'জ সেল, কোন ফোনে কত ছাড় থাকছে? Flipkart Big Savings Days Sale Check top deals on iPhone 14, Nothing Phone (1) and more sartphones Flipkart Big Savings Days Sale: ফ্লিপকার্টের বিগ সেভিং ডে'জ সেল, কোন ফোনে কত ছাড় থাকছে?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/17/0b19a2115145e0fb77a0557319dd69cb1671266995401279_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Flipkart Sale: জনপ্রিয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট তাদের বিগ সেভিং ডে'জ সেল (Flipkart Big Saving Day's Sale) - এর ঘোষণা করেছে। ১১ মার্চ এই সেল শুরু হবে। চলবে ১৫ মার্চ পর্যন্ত। ফ্লিপকার্ট প্লাস মেম্বাররা (Flipkart Plus Member) অবশ্য ১০ মার্চ থেকেই এই সেলে কেনাকাটার সুযোগ পাবেন। এই বিশেষ সদস্যরা ফ্রি শিপিং, ক্যাশ অন ডেলিভারি, ডেবিট কার্ডে নো-কস্ট ইএমআইয়ের সুবিধা পাবেন। এর সঙ্গে ফ্লিপকার্টের স্পেশাল সুবিধা আগে কিনে পরে টাকা দেওয়ার সুবিধাও পাবেন প্লাস মেম্বাররা। আসন্ন বিগ সেভিং ডে'জ সেলে নো-কস্ট ইএমআইয়ের পাশাপাশি ইউজাররা এক্সচেঞ্জ অফারের সুবিধাও দেবে ক্রেতাদের। এছাড়াও আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড এবং ইএমআই ট্রানজাকশনে ইনস্ট্যান্ট ১০ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা।
কোন ফোনে কত ছাড়
- গুগল পিক্সেল ৭ ফোন ৫৯,৯৯৯ টাকার পরিবর্তে কেনা যাবে ৪৬,৯৯৯ টাকায়। এর পাশাপাশি গুগল পিক্সেল ৭ প্রো ফোন ৮৪,৯৯৯ টাকার পরিবর্তে ৬৭,৯৯৯ টাকায় কেনা যাবে ফ্লিপকার্টে আসন্ন বিগ সেভিং ডে'জ সেলে।
- গুগল পিক্সেল ৬এ ফোন ৪৩,৯৯৯ টাকার পরিবর্তে কেনা যাবে ২৬,৯৯৯ টাকা। এই ফোন কেনার ক্ষেত্রে ৯০০০ টাকা ইএমআই অপশন থাকবে। প্রতি মাসে এই পরিমাণ ইএমআই দিয়েও ফোন কিনতে পারবেন।
- নাথিং ফোন (১) ফ্লিপকার্ট থেকে কেনা যাবে ২৫,৯৯৯ টাকায়। এই ফোনের আসল দাম ৩৭,৯৯৯ টাকা। তার পরিবর্তে অনেকটা কম দামে এই ফোন কেনা যাবে।
- আইফোন ১১-র দামে ব্যাপক ছাড় থাকতে চলেছে ফ্লিপকার্টের এই সেলে। তবে এই ফোনে ঠিক কী কী ছাড় থাকতে চলেছে তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি।
- ফ্লিপকার্টের আসন্ন বিগ সেভিং ডে'জ সেলে আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্রো- এই দুই ফোনেও থাকতে চলেছে অফার। ৭০ হাজার টাকার কমেই এই ফোন পাওয়া যাবে বলে অনুমান। তবে কত পরিমাণ ছাড় যুক্ত হবে তা স্পষ্ট নয়।
Redmi 10 Sunrise Orange: রেডমি সংস্থা তাদের রেডমি ১০ (Redmi 10) ফোনের ক্ষেত্রে নতুন রঙের ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে। গতবছর ভারতে লঞ্চ হয়েছিল রেডমি ১০। সানরাইজ অরেঞ্জ (Sunrise Orange) রঙে ভারতে লঞ্চ হয়েছে নতুন রেডমি ১০ ফোন। শুধুমাত্র রঙ ছাড়া এই ফোনে আর নতুন কোনও ফিচার যুক্ত হয়নি। বরঙ্গাগের রেডমি ১০ ফোনের সঙ্গে ফিচার ও স্পেসিফিকেশনে মিল রয়েছে রেডমির নতুন ফোনের ভ্যারিয়েন্টের। ভারতে রেডমি ১০ ফোনের সানরাইজ অরেঞ্জ ভ্যারিয়েন্টের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৯৯৯ টাকা। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে।
আরও পড়ুন- নতুন রঙে ভারতে হাজির রেডমি ১০ ফোন, দাম কত? কী কী ফিচার রয়েছে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)