এক্সপ্লোর
Jio, Airtel, Vi, BSNL : আপনার মোবাইল নম্বর পেয়ে যাবে অন্য কেউ, যদি না করেন এই কাজ
Jio, Airtel, Vi, BSNL : সম্প্রতি টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই) সিম কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম নিয়ে এসেছে।
সিম অ্যক্টিভ নেই কতদিন হল ? মোবাইল নম্বর পেয়ে যাবে অন্য কেউ !
1/7

SIM Card: একাধিক নম্বর নিয়ে দীর্ঘদিন রিচার্জ (Mobile Recharge) ছাড়া ফেলে রাখা যাবে না সিম কার্ড (SIM Card)। অন্যথায় চিরতরে বন্ধ হয়ে যাবে আপনার সিম কার্ড। আপনার নম্বর দিয়ে দেওয়া হবে অন্য কাউকে। সেই ক্ষেত্রে সমস্যা হতে পারে গ্রাহকদের। জেনে নিন, কী নতুন নিয়ম এনেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI)।
2/7

আপনি কোন নেটওয়ার্কে কতদিন সিম ব্যবহার না করলেও ছাড় পাবেন Jio, Airtel, Vi এবং BSNL-এর মতো সমস্ত বড় নেটওয়ার্কগুলিতে এই নিয়মগুলি কার্যকর করার প্রস্তুতি চলছে৷ সম্প্রতি টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই) সিম কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম নিয়ে এসেছে।
Published at : 22 Jan 2025 04:43 PM (IST)
আরও দেখুন






















