এক্সপ্লোর
Jio, Airtel, Vi, BSNL : আপনার মোবাইল নম্বর পেয়ে যাবে অন্য কেউ, যদি না করেন এই কাজ
Jio, Airtel, Vi, BSNL : সম্প্রতি টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই) সিম কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম নিয়ে এসেছে।
সিম অ্যক্টিভ নেই কতদিন হল ? মোবাইল নম্বর পেয়ে যাবে অন্য কেউ !
1/7

SIM Card: একাধিক নম্বর নিয়ে দীর্ঘদিন রিচার্জ (Mobile Recharge) ছাড়া ফেলে রাখা যাবে না সিম কার্ড (SIM Card)। অন্যথায় চিরতরে বন্ধ হয়ে যাবে আপনার সিম কার্ড। আপনার নম্বর দিয়ে দেওয়া হবে অন্য কাউকে। সেই ক্ষেত্রে সমস্যা হতে পারে গ্রাহকদের। জেনে নিন, কী নতুন নিয়ম এনেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI)।
2/7

আপনি কোন নেটওয়ার্কে কতদিন সিম ব্যবহার না করলেও ছাড় পাবেন Jio, Airtel, Vi এবং BSNL-এর মতো সমস্ত বড় নেটওয়ার্কগুলিতে এই নিয়মগুলি কার্যকর করার প্রস্তুতি চলছে৷ সম্প্রতি টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই) সিম কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম নিয়ে এসেছে।
3/7

এখন ব্যবহারকারীদের বারবার রিচার্জ করার জন্য চিন্তা করতে হবে না। আসলে, Jio, Airtel, Vi এবং BSNL-এর মতো সব বড় নেটওয়ার্কগুলিতে এই নিয়মগুলি কার্যকর করার প্রস্তুতি চলছে। কার সিমে আপনি কতদিনের ছাড় পাচ্ছেন তা বিস্তারিত জানুন।
4/7

Jio রিলায়েন্স জিও ব্যবহারকারীদের জন্য সুখবর। এখন আপনার সিম রিচার্জ ছাড়াই 90 দিন সক্রিয় থাকবে। আপনার শেষ রিচার্জ প্ল্যান অনুযায়ী ইনকামিং কলগুলিও চলতে থাকবে। কখনও এক সপ্তাহ, কখনও এক মাস এই সুবিধা পাবেন আপনি। কিন্তু আপনি যদি 90 দিন পরেও রিচার্জ না করেন, তাহলে আপনার সিম বন্ধ হয়ে যাবে। পরে তা অন্য কাউকে বরাদ্দ করা হবে।
5/7

Airtel এয়ারটেল সিম ব্যবহারকারীরাও 90 দিন রিচার্জ না করলেও ছাড় পাবেন। এর পরে আপনি 15 দিনের গ্রেস পিরিয়ড পাবেন। এরপরও রিচার্জ না করলে নম্বরটি বন্ধ করে অন্য কাউকে বরাদ্দ করা হবে। অতএব, এর আগে রিচার্জ করতেই হবে আপনাকে।
6/7

Vi ভোডাফোন আইডিয়া ব্যবহারকারীদেরও জন্য 90 দিনের মেয়াদ দিয়েছে। কিন্তু আপনি যদি সিমটি সক্রিয় রাখতে চান তবে এর পরে ন্যূনতম 49 টাকা রিচার্জ করতে হবে।
7/7

BSNL সরকারি টেলিকম কোম্পানি, সব বেসরকারি কোম্পানিকে এই বিষয়ে পিছনে ফেলে দিয়েছে। এখন বিএসএনএল সিম রিচার্জ ছাড়াই 180 দিন সক্রিয় থাকবে। এছাড়াও, যদি আপনার সিমটি 90 দিনের জন্য রিচার্জ না করা হয়, তবে এটির ব্যালেন্স 20 টাকা থাকে, তাহলে এই ব্যালেন্সের সঙ্গে আপনার সিমের বৈধতা আরও 30 দিন বাড়ানো হবে। কিন্তু ব্যালেন্স না থাকলে, আপনার সিম নিষ্ক্রিয় করে নতুন ব্যবহারকারীকে দেওয়া হবে।
Published at : 22 Jan 2025 04:43 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























