Whatsapp: হোয়াটসঅ্যাপে ভুলে অন্য কাউকে মেসেজ পাঠিয়ে দিয়েছেন? অপ্রস্তুত হওয়া এড়াতে কী করবেন?
Whatsapp Delete Option: নতুন ফিচারটির মাধ্যমে অনিচ্ছাকৃত কোনও ছবি বা স্ট্যাটাস হোয়াটসঅ্যাপ স্টোরিতে শেয়ার হয়ে গেলে সঙ্গে সঙ্গে রিমুভ করতে পারবেন।
![Whatsapp: হোয়াটসঅ্যাপে ভুলে অন্য কাউকে মেসেজ পাঠিয়ে দিয়েছেন? অপ্রস্তুত হওয়া এড়াতে কী করবেন? Forgot to send a message to someone else on WhatsApp What to do to avoid being unprepared Whatsapp: হোয়াটসঅ্যাপে ভুলে অন্য কাউকে মেসেজ পাঠিয়ে দিয়েছেন? অপ্রস্তুত হওয়া এড়াতে কী করবেন?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/13/e5ab256cce1cedf2f14ef1f0577bd2e51691944458867223_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: অনেক সময়েই হোয়াটসঅ্যাপে (Whatsapp) কাউকে ভুল মেসেজ (Message) পাঠিয়ে ফেলেন। আর তার জন্য অপ্রস্তুতে পড়তে হয়। সেই জন্যই ২০১৭ সালে ‘ডিলিট ফর এভরিওয়ান’ ফিচার এনেছিল হোয়াটসঅ্যাপ।
প্রাথমিকভাবে ৭ মিনিটের মধ্যে ‘ডিলিট ফর এভরিওয়ান’ করা যেত। পরে তা বাড়ি ১ ঘণ্টা করা হয়। শিগগিরই আরও বেশি সময়ের জন্য ‘ডিলিট ফর এভরিওয়ান’ করার সুবিধা আনতে পারে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ বিটা ইনফো জানিয়েছে, হোয়াটসঅ্যাপের অ্যানড্রয়েড বিটা ভার্সন ভি২.২১.২৩.১- র ‘ডিলিট ফর এভরিওয়ান’ ফিচারের সময়সীমা বাড়ানো হতে পারে।
এদিকে হোয়াটসঅ্যাপে কয়েকদিন আগে চালু হলো ‘আনডু বাটন’। নতুন ফিচারটির মাধ্যমে অনিচ্ছাকৃত কোনও ছবি বা স্ট্যাটাস হোয়াটসঅ্যাপ স্টোরিতে শেয়ার হয়ে গেলে সঙ্গে সঙ্গে রিমুভ করতে পারবেন।
স্ট্যাটাস আপডেটের জন্য আনডু বাটন নামে নতুন ফিচার যুক্ত হওয়ায় ব্যবহারকারীরা সহজেই হোয়াটসঅ্যাপ স্টোরিতে নতুন ফিচারটি অ্যানড্রয়েড বিটা ভার্সন ২.২১.২২.৬ এ যুক্ত করা হয়েছে। এ ছাড়া হোয়াটসঅ্যাপ বিটা অ্যানড্রয়েড ভার্সন ২.২১.২২.৫তেও এ সুবিধা পাওয়া যাবে।
অন্যদিকে, মুছে ফেলা হোয়াটসঅ্যাপ মেসেজ দেখার জন্য সবচেয়ে সহজ বিকল্প হল থার্ড পার্টি অ্যাপের সাহায্য নেওয়া। এর জন্য আপনি গুগল প্লে স্টোরে হোয়াটসঅ্যাপ ডিলিটেড মেসেজ-এর মতো কিওয়ার্ড লিখে অ্য়াপ খুঁজতে পারেন। ভাল রেটিং বা বেশি ডাউনলোড হওয়া কোনও অ্যাপ আপনার ফোনে ইনস্টল করতে পারেন।
এই অ্যাপগুলি দাবি করে যে তারা আপনাকে ডিলিটেড মেসেজ দেখাবে। মুছে ফেলা ফটো এবং ভিডিওগুলিও আপনাকে দেখানো হবে। এর পাশাপাশি, অ্যাপগুলিকে নিরাপদ বলে দাবি করা হয়।
এদিকে, ইউজারদের জন্য দুর্দান্ত একটি ফিচার নিয়ে এল হোয়াটসঅ্যাপ (Whatsapp Features)। ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের এই বিশেষ ফিচারের নাম 'অ্যাক্সিডেন্টাল ডিলিট' (Accidental Delete)। অনেকসময়েই আমরা ভুল করে এমন অনেক মেসেজ এমন অনেক ব্যক্তিকে পাঠিয়ে ফেলি যার জন্য পরে আমাদের সমস্যায় পড়তে হয়। ইউজারদের এই বিড়ম্বনা থেকে মুক্তি দেওয়ার জন্যেই হোয়াটসঅ্যাপ তাদের নতুন ফিচার 'অ্যাক্সিডেন্টাল ডিলিট' লঞ্চ করেছে।
আরও পড়ুন, 'জীবনের উত্থান-পতন নিজেদেরই হাতে থাকে', কীভাবে সফল হওয়া যায় গীতায় বলেছেন শ্রীকৃষ্ণ
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)