Dizo Buds P: ভারতে লঞ্চ হল ডিজো বাডস পি, এই ইয়ারবাডসের দাম কত?
Dizo Buds P Earbuds: ডিজো বাডস পি লঞ্চ হয়েছে ভারতে। রিয়েলমি টেকলাইদের এই ইয়ারবাডসের ফিচারগুলি দেখে নিন।
![Dizo Buds P: ভারতে লঞ্চ হল ডিজো বাডস পি, এই ইয়ারবাডসের দাম কত? Dizo Buds P Launched in India With 40 Hours Playback Time Dizo Buds P: ভারতে লঞ্চ হল ডিজো বাডস পি, এই ইয়ারবাডসের দাম কত?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/29/c4fc566b56bb3d010cad3b37efc2541f_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: রিয়েলমি টেকলাইফ (Realme Techlife) ভারতে নতু ইয়ারবাডস লঞ্চ করেছে। এই ডিভাইসের নাম ডিজো বাডস পি (Dizo Buds P)। সংস্থার দাবি, একবার চার্জ দিলে এই ইয়ারবাডসে সাত ঘন্টার প্লেব্যাক টাইম পাওয়া যাবে। এক্ষেত্রে অবশ্য চার্জিং কেস ছাড়া হিসেব বলা হয়েছে। আর চার্জিং কেস সমেত এই ইয়ারবাডসে মোট ৪০ ঘণ্টার মিউজিক প্লেব্যাক ফিচার পাওয়া যাবে। ব্লুটুথ ভি ৫.৩ কানেটিভিটি রয়েছে এই ইয়ারবাডসে। এটি একটি IPX4 রেটেড ওয়াটার রেজিসট্যান্ট বা Splash Resistant ডিভাইস। ভারতে মোট তিনটি রঙে এই ইয়ারবাডস লঞ্চ হয়েছে। আগামী ৫ জুলাই থেকে শুরু হবে বিক্রি। ফ্লিপকার্ট থেকে কেনা যাবে ডিজো বাডস পি ইয়ারবাডস।
ভারতে এই ইয়ারবাডসের দাম কত
রিয়েলমি টেকলাইফের নতুন প্রোডাক্ট ডিজো বাডস পি ইয়ারবাডসের দাম ১৫৯৯ টাকা। তবে বিক্রি শুরু হলে প্রাথমিক পর্যায়ে ১২৯৯ টাকায় পাওয়া যাবে এই ইয়ারবাডস। ডিজোর অফিশিয়াল ওয়েবসাইটে এই দাম ধার্য হয়েছে। এই স্পেশ্যাল লঞ্চ প্রাইস অবশ্য কতদিন বজায় থাকবে এবং ফ্লিপকার্টেও পাওয়া যাবে কিনা তা স্পষ্ট নয়। জানা গিয়েছে, Dynamo Black, Marble White, Shady Blue- এই তিন রঙে ভারতে লঞ্চ হয়েছে ডিজো বাডস পি ইয়ারবাডস।
ডিজো বাডস পি ইয়ারবাডসের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- এই ইয়ারবাডসে রয়েছে একটি হাফ ইন-ইয়ার ডিজাইন। এক একটি ইয়ারবাডসের ওজন ৩.৫ গ্রাম।
- ইউজাররা গেম খেলার সময়েও এই ইয়ারবাডস ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে গেম মোড অন করতে পারবেন।
- এই ইয়ারবাডসে environmental noise cancellation ফিচার রয়েছে। যার ফলে ফোন এলে এই ইয়ারয়াবডসে কথা বলার সময় ইউজারের আশপাশের শব্দে অসুবিধা হবে না।
- ডিজো বাডস পি ইয়ারবাডসে আছে স্মার্ট টাচ কন্ট্রোল। ডাব ট্যাপ করে মিউজিক বন্ধ বা চালু করা যাবে। তিনটি ট্যাপ করলে গান পরিবর্তন করা যায়। গেম মোড অন করার জন্য দুটো ইয়ারবাডসেই ২ সেকেন্ড লং প্রেস করতে হবে। আর ফোনকল রিজেক্ট করার জন্য একটি ইয়ারবাডে ২ সেকেন্ড লং প্রেস করতে হবে।
- এই ইয়ারবাডসে Realme Link- এর সাপোর্ট রয়েছে। ১০ মিনিটের চার্জে ৪ ঘণ্টার মিউজিক প্লেব্যাক সাপোর্ট পাওয়া যাবে। ইউএসবি টাইপ-সি চার্জিং ফিচার রয়েছে এই ইয়ারবাডসে।
আরও পড়ুন-ভারতে আসছে ওয়ানপ্লাসের নতুন স্মার্টটিভি, ওয়াই সিরিজের মডেলে থাকবে ৫০ ইঞ্চির ডিসপ্লে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)