iPhone 13 Pre Order: আজ থেকে আইফোন ১৩-র প্রি-অর্ডার শুরু
আজ বিকেল সাড়ে পাঁচটা থেকে প্রি-অর্ডার নেওয়া শুরু করবে অ্যাপল।
নয়াদিল্লি: ভারতে আজ থেকে আইফোন ১৩, আইফোন ১৩ প্রো, আইফোন ১৩ প্রো ম্যাক্স ও আইফোন ১৩ মিনির প্রি-অর্ডার শুরু হচ্ছে। আজ বিকেল সাড়ে পাঁচটা থেকে প্রি-অর্ডার নেওয়া শুরু করবে অ্যাপল। যাঁরা আইফোন ১৩ কিনতে চান, তাঁরা অ্যাপল অনলাইন স্টোর ও ই-কমার্স সাইটের মাধ্যমে প্রি-অর্ডার দিতে চান। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় রিটেল স্টোরেও প্রি-অর্ডার দেওয়া যাবে।
অ্যাপলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ডিস্ট্রিবিউটর সংস্থা ইনগ্রাম ম্যাক্রো সারা দেশে ৩,২০০টিরও বেশি রিটেল স্টোরে আইফোন ১৩ ও আইফোন ১৩ প্রো মডেল আনার ব্যবস্থা করছে। রেডিংটন সংস্থা সারা দেশে ৩,৫০০টি জায়গায় আইফোনের নতুন মডেল বিক্রির ব্যবস্থা করছে। আজ বিকেল থেকে অ্যামাজন ও ফ্লিপকার্টের মাধ্যমে নতুন আইফোনের প্রি-অর্ডার দেওয়া যাবে। আইফোন ১৩ পাওয়া যাবে ২৪ সেপ্টেম্বর থেকে।
অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ ভারত ছাড়াও অস্ট্রেলিয়া, কানাডা, চিন, জার্মানি, জাপান, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র সহ ৩০টিরও বেশি দেশে আইফোন ১৩-র প্রি-অর্ডার নেওয়া শুরু হবে।
ভারতে আইফোন ১৩-র দাম শুরু হচ্ছে ৭৯,৯০০ টাকা থেকে। ১২৮ জিবি, ২৫৬ জিবি, ৫১২ জিবি মডেলের আইফোন ১৩ পাওয়া যাবে। ১২৮ জিবির মডেলের দাম ৭৯,৯০০ টাকা থেকে শুরু। অন্য মডেলগুলির দাম ৮৯,৯০০ টাকা থেকে ১,০৯,৯০০ টাকার মধ্যে থাকছে। আইফোন ১৩ প্রো-র ১২৮ জিবি মডেলের দাম শুরু হচ্ছে ১,১৯,৯০০ টাকা থেকে। ২৫৬ জিবি ও ৫১২ জিবি মডেলের দাম যথাক্রমে ১,২৯,৯০০ টাকা এবং ১,৪৯,৯০০ টাকা। আইফোন ১৩ প্রো-র ১ টিবি মডেলও আছে। এই মডেলের দাম শুরু ১,৬৯,৯০০ টাকা থেকে। আইফোন ১৩ প্রো ম্যাক্সের ১২৮ জিবি মডেলের দাম শুরু ১,২৯,৯০০ টাকা থেকে। ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টিবি মডেলের দাম যথাক্রমে ১,৩৯,৯০০ টাকা, ১,৫৯,৯০০ টাকা এবং ১,৭৯,৯০০ টাকা।
অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়েছে, নীল, গোলাপি, মিডনাইট, লাল ও স্টারলাইট রঙের আইফোন ১৩ আইফোন ১৩ মিনি পাওয়া যাবে। আইফোন ১৩ প্রো মডেলের রং হচ্ছে সোনালী, গ্রাফাইট, সিয়েরা ব্লু ও সিলভার শেড।