এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
Noise Nerve Pro: নয়েজের নতুন নেকব্যান্ড ইয়ারফোনের দাম মাত্র ৮৯৯ টাকা, থাকছে ৩৫ ঘণ্টার ব্যাটারি লাইফ
Noise Nerve Pro Neckband Earphones: ভারতে লঞ্চ হয়েছে নয়েজের নতুন নেকব্যান্ড স্টাইলের ব্লুটুথ ইয়ারফোন। এই হেডফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন।
কলকাতা: নয়েজের নতুন নেকব্যান্ড (Noise Nerve Pro Neckband Earphones) স্টাইলের ওয়্যারলেস ইয়ারফোন (Wireless Eaphone) সম্প্রতি লঞ্চ হয়েছে ভারতে। এই ব্লুটুথ হেডফোনের (Blutooth Headphone) দাম মাত্র ৮৯৯ টাকা। ফ্লিপকার্ট থেকে কেনা যাবে এই নেকব্যান্ড ইয়ারফোন (Neckband Style Earphone)। সিয়ান ব্লু, নিয়ন গ্রিন এবং জেট ব্ল্যাক- এই তিন রঙে ভারতে লঞ্চ হয়েছে নয়েজ নার্ভ প্রো নেকব্যান্ড স্টাইলের ব্লুটুথ ওয়্যারলেস ইয়ারফোন। তবে প্রাথমিক ভাবেই এতটা কমে দামে পাওয়া যাচ্ছে এই হেডফোন। তাই আর দেরি না করে ঝটপট কিনে ফেলুন নয়েজের নতুন নেকব্যান্ড ইয়ারফোন।
তবে তার আগে দেখে নিন এই ইয়ারফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- ১। নয়েজের এই ব্লুটুথ ইয়ারফোনে রয়েছে ব্লুটুথ ভি ৫.২ কানেক্টিভিটি। এর সাহায্যে দ্রুত ফোনের সঙ্গে সংযুক্ত হয় এই ইয়ারফোন। আর স্থায়ী কানেকশনও পাওয়া যায়। সহজে ব্লুটুথ পেয়ারিং কেটে যায় না।
- ২। নয়েজ সংস্থার দাবি, এই ইয়ারফোনে একবার চার্জ দিলে প্রায় ৩৫ ঘণ্টা পর্যন্ত প্লেটাইম দিতে পারে। মাত্র ১০ মিনিট চার্জ দিলেইনাকি ১০ ঘণ্টা পর্যন্ত প্লেটাইম পাওয়া সম্ভব। ফাস্ট চার্জিং টেকনোলজি রয়েছে এই ইয়ারফোনে।
- ৩। এই নেকব্যান্ড স্টাইলের ইয়ারফোনে রয়েছে ম্যাগনেটিক ইয়ারবাডস। ১০ মিটার রেঞ্জ পর্যন্ত দুর্দান্ত কানেক্টিভিটি বজায় রাখতে পারবে এই ইয়ারফোন। একই সঙ্গে দুটো ডিভাইসের সঙ্গে যুক্ত করা যাবে এই ব্লুটুথ ইয়ারফোন।
- ৪। এই ব্লুটুথ ইয়ারফোনের সাহায্যে সাবলীল ভাবেই ফোনে কথা বলতে পারবেন ইউজার। এর জন্য রয়েছে ভাল মানের মাইক্রোফোন। এছাড়াও আশপাশের আওয়াজে যাতে কথা বলতে অসুবিধা না হয় সেইজন্য রয়েছে এনভারনমেন্টাল সাউন্ড রিডাকশন বা ইএসআর টেকনোলজির সাপোর্ট। এর ফিচারের সাহায্যে আশপাশে চলতে থাকা আওয়াজ টেরই পাবেন না ইউজার।
- ৫। নয়েজের নতুন নেকব্যান্ড ব্লুটুথ ইয়ারফোন একটি আইপিএস-৫ রেটেড ডিভাইস। অর্থাৎ এই ডিভাইস ঘাম এবং জলের ক্ষেত্রে রেজিসট্যান্ট ডিভাইস হিসেবে কাজ করবে। ফলে শরীরচর্চা বা জগিং করার সময় দিব্যি এই ইয়ারফোন ব্যবহার করতে পারবেন আপনি।
আরও পড়ুন- হার্ট রেট মনিটর, হিয়ারিং এড মোড- নতুন ফিচারে তাক লাগাবে এয়ারপডস প্রো ২
প্রযুক্তি (Technology) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement