AirPods Pro 2: হার্ট রেট মনিটর, হিয়ারিং এড মোড- নতুন ফিচারে তাক লাগাবে এয়ারপডস প্রো ২
Apple AirPods Pro 2: একগুচ্ছ আধুনিক ও উন্নত ফিচার সম্ভবত থাকতে চলেছে অ্যাপেল এয়ারপডস প্রো ২ মডেলে। সেগুলো কী কী দেখে নিন।
কলকাতা: চলতি বছর এয়ারপডস প্রো ২(Airpods Pro 2) লঞ্চ করতে চলেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপেল (Apple)। ইতিমধ্যেই এই ইয়ারবাডসের (Earbuds) বেশ কিছু সম্ভাব্য ফিচার প্রকাশ্যে এসেছে। আর তা দেখে একথা বলাই যায় যে অ্যাপেলের এই ডিভাইস শুধুমাত্র একটি ওয়্যারলেস ইয়ারবাডস (Wireless Earbuds) হতে চলেছে তা কিন্তু নয়। বরং বেশ চমকে দেওয়ার মতো ফিচার থাকতে চলেছে এয়ারপডস প্রো ২ মডেলে। শোনা যাচ্ছে, অ্যাপেলের এই ইয়ারবাডসে সম্ভবত থাকতে চলেছে ইউজারের হৃদস্পন্দন পরিমাপ করার বিশেষ ফিচার। এখানে এইচ১ চিপ থাকার সম্ভাবনাও রয়েছে। তবে এয়ারপডস প্রো- এর মতোই ডিজাইন হবে এয়ারপডস প্রো ২ মডেলের। এর পাশাপাশি শোনা গিয়েছে, অ্যাপেল এয়ারপডস প্রো ২ মডেলে থাকা এইচ১ চিপ অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার সাপোর্ট করবে। সেই সঙ্গে এর ব্যাটারি লাইফ আগের তুলনায় অনেক ভাল হবে বলেই শোনা যাচ্ছে।
এবার দেখে নেওয়া যাক অ্যাপেল এয়ারপডস প্রো ২- এর সম্ভাব্য বিভিন্ন ফিচার
হেলথ ফিচার- ইউজারের হার্ট রেট মনিটর করার ফিচারের পাশাপাশি একটি নতুন হিয়ারং মোড থাকার সম্ভাবনা রয়েছে এয়ারপডস প্রো ২ মডেলে। দ্রুত চার্জ হওয়ার জন্য এখানে টাইপ- সি ইউএসবি চার্জিং সাপোর্ট থাকবে বলেও শোনা গিয়েছে। তবে এয়ারপডস প্রো ২ ইয়ারবাডসে হেলথ ট্র্যাকিং ফিচার থাকবে একথা শোনা গেলেও ডিভাইসের ঠিক কোথায় সেনসর লাগানো হবে তা কিন্তু জানা যায়নি।
হিয়ারিং মোড- এয়ারপডস প্রো ২- এ ইয়ারবাডসের হিয়ারিং মোড নিয়েও কৌতূহল রয়েছে ইউজারদের মধ্যে। যেসব ইউজার কানে স্বাভাবিকের তুলনায় কম শুনতে পান তাঁদের ক্ষেত্রে দারুণ সাহায্যকারী ডিভাইস হতে পারে অ্যাপেল এয়ারপডস প্রো ২। অ্যাপেলের ডিভাইস এই আধুনিক ফিচার চালু হলে হয়তো অন্যান্য সংস্থাও তাদের ইয়ারবাডসে হিয়ারিং মোড যুক্ত করতে পারে, যা আসলে ইউজারদের সুবিধা করে দেবে।
অনুমান করা হচ্ছে এয়ারপডস প্রো ২ আগের মডেলের তুলনায় অনেকটাই উন্নত ও আধুনিক হবে। হয়তো আইফোন ১৪ সিরিজের সঙ্গে এয়ারপডস প্রো ২ লঞ্চ হতে পারে। যদিও নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি।
আরও পড়ুন- ৮০,০০০ টাকার আইফোন ৫৫,০০০ হাজারে, এখনও দেরি করছেন ?