(Source: ECI/ABP News/ABP Majha)
Google And Chrome: আলাদা করা হোক গুগল এবং ক্রোম, বিক্রি করে দেওয়া হোক ব্রাউজার, বড় সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের
Google Chrome Breakup: গুগল সংস্থা তাদের ওয়েব ব্রাউজার এবং সার্চ ইঞ্জিন ক্রোম বিক্রি করে দিক। এমনই নির্দেশ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিস। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল?
Google And Chrome: ইন্টারনেটে কিছু খুঁজে বের করতে হলে সবার আগে আমরা কীসের সাহায্য নিই? বিন্দুমাত্র না ভেবেই যে কেউ জবাব দেবেন 'গুগল ক্রোম' (Google Chrome)। সত্যিই তাই। নেট দুনিয়ার সার্চ ইঞ্জিন (Search Engine) জগতে একচ্ছত্র আধিপত্য রয়েছে গুগলের এই ক্রোম ব্রাউজারের (Chrome Browser)। অথচ আরও অনেক সার্চ ইঞ্জিন কিংবা ব্রাউজারই কিন্তু চালু রয়েছে। কিন্তু বেশিরভাগ ইউজারই সেগুলো ব্যবহার করেন না, বা করার কথা তাঁদের মনেও থাকে, খেয়ালেই আসে না। কিন্তু এবার এক বড়সড় পরিবর্তন আসার সম্ভাবনা দেখা দিয়েছে। কারণ গুগলের এই একচ্ছত্র আধিপত্য আর ভাল চোখে দেখছে না মার্কিং যুক্তরাষ্ট্রের সরকার। সেই কারণে এক বিরাট সিদ্ধান্ত উপনীত হয়েছে তারা।
মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিস (DoJ) প্রস্তাব এনেছে গুগলের থেকে ক্রোমকে আলাদা করে দেওয়ার। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার এক বিচারককে বলেছে তিনি যেন গুগলের থেকে ক্রোমকে আলাদা করে বিক্রি করে দেওয়ার নির্দেশ জারি করেন। অর্থাৎ গুগল কর্তৃপক্ষকে তাদের ক্রোম ওয়েব ব্রাউজার বিক্রি করার কথা বলা হয়েছে মার্কিং সরকারের তরফে।
কেন এত বড় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে
গত অগস্ট মাসে কলম্বিয়া ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক অজয় মেহতা একটু যুগান্তকারী রায়দান করেছিলেন। গুগলের উদ্দেশ্যে একচেটিয়া ব্যবসা করা এবং অন্যান্য কোনও সংস্থাকেই সুযোগ না দেওয়ার গুরুতর অভিযোগ এনে তোপ দেগেছিলেন তিনি। সেটাই হল সূত্রপাত। বিগত কয়েক বছরের একাধিক নামিদামি প্রযুক্তি সংস্থার বিরুদ্ধে 'একচ্ছত্র আধিপত্য'- এর অভিযোগ এনে তাদের কাঠগড়ায় দাঁড় করিয়েছে মার্কিং যুক্তরাষ্ট্র সরকার। সেই তালিকায় অ্যামাজন, মেটার মতো নাম রয়েছে গুগলেরও। এইসব সংস্থার বিরুদ্ধে অভিযোগ, ব্যবসায় একাধিপত্য রয়েছে সংস্থাগুলির। এর পাশাপাশি অন্যান্য সংস্থার জন্য বাজারে ব্যবসার জায়গাই ছাড়ে না এই বড় বড় টেক জায়ান্টগুলি।
এর আগে ২০২০ সালে ডিপার্টমেন্ট অফ জাস্টিস (DoJ) এবং বেশ কিছু মার্কিন যুক্তরাষ্ট্রীয় রাজ্য গুগলের বিরুদ্ধে আইনি পদক্ষেপও নিয়েছিল। অভিযোগ ছিল মারাত্মক। গুগল স্মার্টফোন এবং ওয়েব ব্রাউজারের সার্চের ক্ষেত্রে নিজেদের আধিপত্য এবং একচ্ছত্র ব্যবসা কায়েম রাখার জন্য অ্যাপেল এবং স্যামসাংয়ের মতো সংস্থার পিছনে কোটি কোটি টাকাও ব্যয় করেছে, একথাই বলা হয়েছিল। এরপরই এ বছর বিচারক মেহেতার রায় প্রকাশ্যে আসে।
অতএব সার্চ ইঞ্জিন হিসেবে হোক কিংবা প্রযুক্তিগত অন্যান্য অনেক ক্ষেত্রে একচ্ছত্র আধিপত্য, বেআইনি আচরণ এবং বাজারচলতি বাকি সংস্থাগুলিকে কার্যত ব্যবসায়িক প্রতিযোগিতায় নামতে না দেওয়ার যে কার্যক্রম এতদিন গুগল চালিয়ে আসছিল তা বন্ধ করতেই ক্রোমকে বিক্রি করে আলাদ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ কার্যকর হলে আগামী দিনে ইউজাররা আরও অনেক ওয়েব ব্রাউজার এবং সার্চ ইঞ্জিন ব্যবহারের সুযোগ নিশ্চিত ভাবেই পাবেন। সেখানে কাজের ধরণও অন্যরকমের হবে বলে আশা করা হচ্ছে।