Google Birthday: পঁচিশে পা Google-এর! স্মৃতি সরণি ঘোরাতে হাজির Doodle
Google Doodle: কীভাবে এতটা পথ পেরিয়ে এল গুগল, ভবিষ্যতে কী ভাবা হচ্ছে, সবটাই জানিয়েছে গুগল।
নয়াদিল্লি: কোনও বিষয় জানতে হবে? এখন মাত্র একটা ক্লিক করলেই পর্দায় হাজির হয়ে যায় যাবতীয় তথ্য। যার উপর এত ভরসা, সেই গুগল (Google) পা দিল ২৫ বছরে। আর এই দিনটি উদযাপন করতেই বিশেষ একটি ডুডল তৈরি গুগলে।
Google turns 25 this month 🎉
— Google (@Google) September 5, 2023
CEO @SundarPichai looks back on the big questions that led us to where we are today, and what the next 25 years could look like ↓ https://t.co/gftKdUAE9x
সেপ্টেম্বর তৈরি হয়েছে। কিন্তু এক দশকেরও বেশি সময় ধরে গুগল ২৭ সেপ্টেম্বরেই তার জন্মদিন পালন করে আসছে। ফলে দিনটি স্মরণে রাখতেই একাধিক ডুডল (Doodle) তৈরি করে রজতজয়ন্তী বর্ষ উদযাপন করছে সার্চ ইঞ্জিনটি।
এমন একটি ডুডল (Google Doodle)তৈরি করা হয়েছে যাতে 'Google' বদলে যাচ্ছে 'G25gle'-এ। একটি ব্লগ পোস্টে গুগলের পক্ষ থেকে লেখা হয়েছে, 'আজকের ডুডল গুগলের ২৫তম বর্ষ উদযাপন করছে। ভবিষ্যতে নিয়ে ভাবে গুগল, জন্মদিন টাইম রিফ্লেক্টও হতে পারে। স্মৃতির সরণি বেয়ে দেখা যাক ২৫ বছর আগে কীভাবে শুরু করেছিল গুগল।'
৯০-এর দশকের শেষ দিকে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স প্রোগ্রামে দেখা হয়েছিল সার্জেই ব্রিন এবং ল্যারি পেজের। আলাপ-আলোচনার পরে তাঁরা বুঝতে পারেন দুজনের স্বপ্ন প্রায় একই। আন্তর্জালকে আরও সহজলভ্য এবং ব্যবহারযোগ্য করে তুলতে চান দুজনেই। তাঁদের হাতেই তৈরি হল গুগল। ডর্ম রুম থেকে কাজ শুরু করেছিলেন আরও ভাল কোনও সার্চ ইঞ্জিনের প্রোটোটাইপ তৈরির জন্য। ব্লগে লেখা হয়েছে, 'কাজ যখন বেশ কিছুটা এগোল, তখন তাঁরা গুগলে প্রথম অফিস তৈরি করলেন- সেটি ছিল একটি ভাড়ার গ্যারেজ। দিনটা ১৯৯৮ সালের ২৭ সেপ্টেম্বর।' তারপর ১৯৯৮ সাল থেকে অনেকটাই বদলে গিয়েছে। কিন্তু গুগলের মূল ভাবনা বদলায়নি। সেটা কী? 'বিশ্বের তথ্যভাণ্ডার গুছিয়ে আরও ভাল করে সহজলভ্য করে তোলা।'
সংস্থার জন্মদিন (Google Birthday) উপলক্ষে গত মাসেই একটি লেখা লিখেছিলেন সংস্থার বর্তমান CEO সুন্দর পিচাই (Sundar Pichai)। কীভাবে এই সংস্থা এগিয়ে গিয়েছে, প্রযুক্তির বদল ও উন্নতিতে কী ছাপ রেখেছে, ভবিষ্যতে কীভাবে এগনো হতে পারে সবটাই লিখেছেন তিনি। গুগলের সমস্ত ব্যবহারকারীদের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: ব্যক্তিগত তথ্যে সুরক্ষা এই ধরনের আধারে! কীভাবে হাতে পাবেন?