X Upcoming Feature: গুগল পে- এর মতো 'পেমেন্ট' ফিচার আসছে এক্স মাধ্যমে, ঘোষণা সিইও-র
X Payment: খুব তাড়াতাড়ি ইউজারদের জন্য এক্স- এর মাধ্যমে টাকা পাঠানোর ফিচার চালু হতে চলেছে।
X Upcoming Feature: এক্স যার আগে নাম ছিল ট্যুইটার, সেই জনপ্রিয় মাইক্রোব্লগিং মাধ্যমে এভরিথিং অ্যাপ তৈরি করতে চান এলন মাস্ক। এবার সেই স্বপ্নের দিকেই আরও একধাপ এগোলেন তিনি।মাস্ক চেয়েছেন এক্স মাধ্যম এমনভাবে তৈরি হয়ে উঠুক যার ফলে ইউজাররা সমস্ত কাজ একটাই অ্যাপের মাধ্যমে করতে পারবেন। শোনা যাচ্ছে, এবার এক্স মাধ্যমে আসতে চলেছে পেমেন্ট ফিচার। অর্থাৎ এক্স অ্যাপের মাধ্যমেই আর্থিক লেনদেনের সুযোগ পাবেন ইউজাররা। এক্স- এর সিইও লিন্ডা ইয়াক্কারিনোও এই খবর নিশ্চিত করেছেন। অর্থাৎ খুব তাড়াতাড়ি ইউজারদের জন্য এক্স- এর মাধ্যমে টাকা পাঠানোর ফিচার চালু হতে চলেছে।
a hint of what’s to come. who's in? https://t.co/TYEevYJlfL pic.twitter.com/G0DTLeHQic
— Linda Yaccarino (@lindayaX) September 20, 2023
এলন মাস্ক ট্যুইটার মাধ্যম কিনে নেওয়ার পর হালফিলে তার নামকরণ হয়েছে এক্স। নতুন মালিকের হাত ধরে একগুচ্ছ পরিবর্তন এসেছে জনপ্রিয় এই মাইক্রোব্লগিং মাধ্যমে। বর্তমানে এক্স মাধ্যমে ইউজাররা নিজেদের মতামত প্রকাশ করতে পারেন আগের তুলনায় বেশি শব্দের সাহায্যে। এক্স মাধ্যমে শেয়ার করা যায় বেশি দৈর্ঘ্যের (সময় অনুসারে) ভিডিও, লেখা যায় বেশি শব্দ সংখ্যার পোস্ট। এছাড়াও রয়েছে আরও অনেক কিছুই। এবার পেমেন্ট সিস্টেমও চালু হতে চলেছে এক্স মাধ্যমে। হোয়াটসঅ্যাপে অনেক আগেই চালু হয়েছে পেমেন্ট ফিচার। এবার আসছে এক্স মাধ্যমে। একটি নতুন ভিডিও শেয়ার করে তেমনটাই নিশ্চিত করেছেন এক্স মাধ্যমের বর্তমান সিইও লিন্ডা ইয়াক্কারিনো।
'এক্স' মাধ্যমে অডিও এবং ভিডিও কল
মাইক্রোব্লগিং মাধ্যম 'এক্স', (X) যার আগের নাম ছিল ট্যুইটার (Twitter), সেখানে আসতে চলেছে অডিও এবং ভিডিও কলের ফিচার। সম্প্রতি এলন মাস্কের (Elon Musk) 'এক্স' পোস্টে সেই আভাসই পাওয়া গিয়েছে। আইওএস, অ্যান্ড্রয়েড, ম্যাক এবং পিসি- র জন্য কাজ শুরু হয়েছে। কোনও ফোন নম্বরেরও প্রয়োজন হবে না। 'এক্স' পোস্টে এই বার্তাই দিয়েছেন এলন মাস্ক। চলতি মাসের শুরুতে অর্থাৎ অগস্টের প্রথমেই একবার শোনা গিয়েছিল যে 'এক্স' মাধ্যমে অডিও এবং ভিডিও কলের ফিচার যুক্ত হবে। এবার সেই খবরেই সিলমোহল দিলেন 'এক্স' মাধ্যমের মালিক এলন মাস্ক। তিনি নিজের এই অ্যাপকে বলেন 'এভরিথিং অ্যাপ'। আর তাই ইউজারদের সুবিধায় নিত্যনতুন ফিচার চালু করা হচ্ছে এই মাধ্যমে। কারণ 'এক্স' মাধ্যমের প্রতিদ্বন্দ্বী অ্যাপ 'থ্রেডস' ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। আর তাই ইউজার ধরে রাখতে হলে তাদের নতুন পরিষেবা দেওয়া খুবই প্রয়োজন।
আরও পড়ুন- মোটোরোলা এজ ৪০ নিও ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে, কী কী ফিচার রয়েছে? দামই বা কত?