Motorola Smartphone: মোটোরোলা এজ ৪০ নিও ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে, কী কী ফিচার রয়েছে? দামই বা কত?
Motorola Edge 40 Neo 5G: মোটোরোলার নতুন ফোন একটি IP68 রেটিং প্রাপ্ত ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলের ঝাপটায় এই ফোন নষ্ট হবে না।
Motorola Smartphone: মোটোরোলার (Motorola) নতুন ৫জি (5G Phone) ফোন লঞ্চ হয়েছে ভারতে। এবার দেশের বাজারে হাজির হয়েছে মোটোরোলা এজ ৪০ নিও ৫জি (Motorola Edge 40 Neo 5G) ফোন। এই ফোনে রয়েছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে যার উপরে ফ্রন্ট ক্যামেরা সেট রয়েছে একটি হোল পাঞ্চ কাট আউটের মধ্যে। লেনোভো অধিকৃত মোটোরোলা সংস্থার নতুন এজ ৫জি ফোনে রয়েছে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৩০ প্রসেসর। এছাড়াও এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। মোটোরোলা এজ ৪০ নিও ৫জি ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৮ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট।
ভারতে মোটোরোলা এজ ৪০ নিও ৫জি ফোনের দাম
এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৩,৯৯৯ টাকা। এছাড়াও ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৫,৯৯৯ টাকা। Black Beauty, Caneel Bay, Soothing Sea- এই তিনটি রঙে লঞ্চ হয়েছে মোটোরোলার নতুন ফোন। সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটের পাশাপাশি ফ্লিপকার্ট থেকে কেনা যাবে মোটোরোলা এজ ৪০ নিও ৫জি ফোন। বিভিন্ন রিটেল স্টোর থেকেও এই ফোন কেনা যাবে। বিক্রি শুরু হবে ২৮ সেপ্টেম্বর থেকে।
মোটোরোলা এজ ৪০ নিও ৫জি ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট রয়েছে এই ফোনে। অ্যান্ড্রয়েড ১৩- র সাহায্যে পরিচালিত হবে এই ফোন। এখানে রয়েছে ৬.৫৫ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে। মোটোরোলা সংস্থা দাবি করেছে এই ফোনের ক্ষেত্রে দু'বছরের জন্য অপারেটিং সফটওয়্যারের আপডেট পাওয়া যাবে।
- মোটোরোলা এজ ৪০ নিও ৫জি ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরে রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট। এর সঙ্গে রয়েছে ১৩ মেগাপিক্সেলের একটি সেনসর যেখানে আবার আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- মোটোরোলার নতুন ফোন একটি IP68 রেটিং প্রাপ্ত ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলের ঝাপটায় এই ফোন নষ্ট হবে না।
- মোটোরোলা সংস্থার দাবি নতুন এজ ৪০ নিও ৫জি মডেলে একবার চার্জ দিলে প্রায় ৩৬ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইমের সাপোর্ট পাওয়া যাবে। এই ফোনে ডুয়াল স্পিকার রয়েছে এবং সেখানে ডলমি অ্যাটমোস টেকনোলজির সাপোর্ট রয়েছে।
- কানেক্টিভিটি অপশন হিসেবে মোটোরোলা এজ ৪০ নিও ৫জি ফোনে রয়েছে ওতাই-ফাই, ব্লুটুথ ৫.৩, এফএম রেডিও, জিপিএস, এ-জিপিস, গ্লোনাস,গ্যালিলিও, ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক এবং ইউএসবি টাইপ-সি পোর্টের সাপোর্ট। একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসরও রয়েছে মোটোরোলার এই ফোনে।
আরও পড়ুন- নতুন ভ্যারিয়েন্টে ভারতে হাজির রিয়েলমি সি৫৩, র্যাম-স্টোরেজের পরিমাণ কত? জেনে নিন দামও