Google Pixel 6: ১৯ অক্টোবর লঞ্চ, প্রকাশ্যে আসার আগে ফাঁস ফোনের স্পেকস
Google Pixel 6: ১৯ অক্টোবর লঞ্চ হওয়ার কথা ছিল Google Pixel 6-এর। যদিও ফোনের পুরো স্পেসিফিকেশন লিক করে দিলেন টিপস্টার ইভান ব্লাস। অতীতেও বহু ফোনের তথ্য প্রকাশ্যে এনেছেন ইভান।
নয়াদিল্লি: আর কিছুদিনের মধ্যেই লঞ্চ হওয়ার কথা ছিল ফোনের। তার আগেই প্রকাশ্যে চলে এল Google Pixel 6-এর স্পেসিফিকেশন। অনলাইনে এই তথ্য ফাঁস করেছেন এক টেক ব্লগার।
১৯ অক্টোবর লঞ্চ হওয়ার কথা ছিল Google Pixel 6-এর। যদিও ফোনের পুরো স্পেসিফিকেশন লিক করে দিলেন টিপস্টার ইভান ব্লাস। অতীতেও বহু ফোনের তথ্য প্রকাশ্যে এনেছেন ইভান। অনেক ক্ষেত্রেই মিলে গিয়েছে সেই স্পেকস। এবার গুগলের এই স্মার্টফোনের টিজার পেজ সবার সামনে এনেছেন তিনি। যাতে দেখা গিয়েছে এবার Pixel 6 ও Pixel 6 Pro-তে থাকছে গুগলের নিজস্ব নতুন চিপসেট।
Google Pixel 6: কী এই নতুন চিপসেট ?
টিপস্টার ইভাস ব্লাসের কথা সত্যি হলে এবার কাস্টমাইজ চিপসেট এনেছে গুগল। এই টেনসর চিপসেট নিজেই তৈরি করেছে কোম্পানি। অ্যাপলের বায়োনিক প্রসেসরের মতোই এই প্রসেসরেও নিজস্বতা আনতে চাইছে বিশ্বের টেক জায়ান্ট। গুগলের দাবি, এই চিপ থাকার ফলে ইন্টারনেট ছাড়াই মেসেজ বা ভিডিয়ো অনুবাদ করতে পারবেন গ্রাহক। কোম্পানি দাবি করেছে, আগের থেকে ৮০ শতাংশ বেশি দ্রুত কাজ করবে এই প্রসেসর। ফলে দ্রুত অ্যাপস ডাউনলোড হওয়ার পাশাপাশি পারফরম্যান্সও ভালো হবে। কম পাওয়ার লাগবে এই চিপসেটে ফলে ব্যাটারি ব্য়াকআপও বেশি পাবে ইউজার।
Google Pixel 6: কেমন হবে ক্যামেরা ?
ইভান ব্লাসের টিজার পেজের তথ্য বলছে, Google Pixel 6 সিরিজে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দিয়েছে কোম্পানি। যাতে আগের সিরিজের থেকে বেশি বড় সেন্সর ছাড়াও বেশি আলো টানার ক্ষমতা রয়েছে। যার ফলে ছবিতে অনেক বেশি ডিটেইল ক্যাপচার করতে পারবেন গ্রাহক। এই ক্যামেরায় এবার বিশেষ ফিচার হিসাবে থাকছে 'ম্যাজিক ইরেজার'। ছবিতে অপ্রয়োজনীয় কিছু ফুটে উঠলে তা সহজেই মুছে দিতে পারবে এই ইরেজার। এবার থেকে ক্যামেরায় থাকছে মোশন মোড। এক কথায় আগের Google Pixel 5 সিরিজের থেকে অনেক অ্যাডভান্স স্পেসিফিকেশন রয়েছে নতুন ফোনে।
আরওপড়ুন ; Amazon Festival Sale: iPhone 12-এ সরাসরি ২০ শতাংশ ছাড়, মেগা সেল দিচ্ছে অ্যামাজন
আরও পড়ুন ; Amazon Backpack Offers: আর পাবেন না এই অফার, অ্যামাজনে ব্যাকপ্যাকে ৮০% ছাড়