Google Pixel 7 Series: ভারতে লঞ্চ হতে চলেছে গুগল পিক্সেল ৭ সিরিজ, দাম কত হতে পারে
Google Pixel 7: আমেরিকার তুলনায় ভারতে গুগল পিক্সেল ৭ সিরিজের ফোনের দাম বেশি হবে বলেই অনুমান করা হচ্ছে।
Google Pixel Smartphone: গুগল তাদের নতুন ফ্ল্যাগশিপ পিক্সেল (Google Flagship Pixel Phone) ফোন ভারতে লঞ্চ করতে চলেছে। এবার লঞ্চ হতে চলেছে পিক্সেল ৭ (Google Pixel 7) এবং পিক্সেল ৭ প্রো (Google Pixel 7 Pro) - এই দুই গুগল ফ্ল্যাগশিপ স্মার্টফোন। তবে এখনও এই দুই ফোন লঞ্চের আনুষ্ঠানিক দিনক্ষণ জানা যায়নি। ৬ অক্টোবর গ্লোবাল মার্কেটে গুগল পিক্সেল ৭ এবং গুগল পিক্সেল ৭ প্রো- এই দুই ফোন লঞ্চ হতে চলেছে। এরপর ভারতে এই দুই ফন লঞ্চের দিন এবং দাম গুগল কর্তৃপক্ষ ঘোষণা করবে বলে অনুমান করা হচ্ছে। মাঝে শোনা গিয়েছিল যে ৬ অক্টোবর হয়তো ভারতেও লঞ্চ হবে গুগল পিক্সেল ৭ এবং গুগল পিক্সেল ৭ প্রো ফোন।
শোনা গিয়েছে, গুগল পিক্সেল ৭ সিরিজের দাম শুরু হতে পারে ৫৯৯ ডলার- ভারতীয় মুদ্রায় প্রায় ৪৮,৫৮০ টাকা থেকে। গুগল পিক্সেল ৭ প্রো ফোনের দাম হতে পারে ৮৯৯ ডলার- ভারতীয় মুদ্রায় প্রায় ৭২,৯১০ টাকা। Target store- এ গুগল পিক্সেল ৭ সিরিজের ফোনের এই দাম ফাঁস হয়েছে। অনুমান করা হচ্ছে, এই দামেই লঞ্চ হবে গুগল পিক্সেল ৭ সিরিজ। কারণ এর আগে Target store- এ গুগল পিক্সেল ৫ সিরিজের ফোনের দামও ফাঁস হয়েছিল লঞ্চের আগে। আর ফোন লঞ্চের পর দেখা গিয়েছিল যে দাম একদম সঠিক বলা হয়েছে। এর থেকেই অনুমান করা হচ্ছে গুগল পিক্সেল ৭ সিরিজের ফোনের যে দাম প্রকাশ্যে এসেছে তাই হতে চলেছে বাস্তবেও।
ভারতে গুগল পিক্সেল ৭ এবং পিক্সেল ৭ প্রো ফোনের দাম কত হতে পারে
আমেরিকার তুলনায় ভারতে গুগল পিক্সেল ৭ সিরিজের ফোনের দাম বেশি হবে বলেই অনুমান করা হচ্ছে। কারণ এর আগের গুগল পিক্সেল ফোনের অন্যান্য সিরিজের ক্ষেত্রে তেমনই হতে দেখা গিয়েছে। গুগল পিক্সেল ৬ সিরিজের ফোনই আমেরিকার তুলনায় বেশি দামে ভারতে লঞ্চ হয়েছিল।
গুগল পিক্সেল ৭ সিরিজের ফোনের দাম আমেরিকায় শুরু হতে পারে ৫৯৯ মার্কিন ডলার থেকে। ভারতীয় মুদ্রায় এর মূল্য হতে পারে ৪৮,৫৮০ টাকা। তবে যদি গুগল পিক্সেল ৬এ ফোনের দাম দেখা যায় তাহলে নতুন পিক্সেল ৭ সিরিজের ফোনের দাম হতে পারে ৫৬ হাজার টাকা। ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ৫৬ হাজার টাকার আশপাশে হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- উৎসবের মরশুমে শুরু হতে চলেছে অ্যাপেলের 'দিওয়ালি সেল', ফ্রি-গিফট পেতে পারেন ভারতের গ্রাহকরা