Google Pixel Phone: আরও বেশি স্টোরেজ নিয়ে ভারতে হাজির গুগল পিক্সেল ৮ প্রো ফোন, দাম কত?
Google Pixel 8 Pro: Bay, Obsidian, Porcelain- এই তিনটি রঙে লঞ্চ হয়েছিল গুগল পিক্সেল ৮ প্রো ফোন। তবে নতুন স্টোরেজ নিয়ে গুগল পিক্সেল ৮ প্রো ফোন লঞ্চ হয়েছে শুধুমাত্র Obsidian - এই রঙে।
Google Pixel Phone: গুগল পিক্সলে ৮ প্রো (Google Pixel 8 Pro) ফোনে ভারতে হাজির হয়েছে নতুন স্টোরেজ ভ্যারিয়েন্ট (New Storage Variant) নিয়ে। এই মডেলে রয়েছে ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ। গুগল পিক্সেল ৮ প্রো ফোনের এই স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,১৩,৯৯৯ টাকা। ক্রেতারা এই ফোন কেনার ক্ষেত্রে ব্যঙ্ক অফার পাবেন। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ডে গুগল পিক্সেল ৮ প্রো ফোনের নতুন স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে চাইলে ৯০০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। এছাড়াও থাকছে এক্সচেঞ্জ অফার পাওয়ার সুবিধা। অর্থাৎ পুরনো ফোনের পরিবর্তে এই ফোন কিনতে চাইলে ৪০০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন আপনি।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ৪ অক্টোবর ভারতে লঞ্চ হয়েছিল গুগল পিক্সলে ৮ প্রো ফোন। এরপর ১২ অক্টোবর এই ফোনের বিক্রি শুরু হয়েছিল সেই দলে ছিল গুগল পিক্সেল ৮ ফোনও। লঞ্চের সময় প্রো মডেল ১২ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েট নিয়ে লঞ্চ হয়েছিল। সেই ফোনের দাম ছিল ১,০৬,৯৯৯ টাকা। Bay, Obsidian, Porcelain- এই তিনটি রঙে লঞ্চ হয়েছিল গুগল পিক্সেল ৮ প্রো ফোন। তবে নতুন স্টোরেজ নিয়ে গুগল পিক্সেল ৮ প্রো ফোন লঞ্চ হয়েছে শুধুমাত্র Obsidian - এই রঙে।
গুগল পিক্সেল ৮ প্রো ৫জি ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন
- অ্যান্ড্রয়েড ১৪ আউট অফ দ্য বক্সের সাপোর্টে পরিচালিত হবে গুগল পিক্সেল ৮ প্রো ফোন।
- এই ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির Quad-HD স্ক্রিন যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
- গুগলের নিজস্ব টেনসর জি৩ প্রসেসর রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে টাইটান এম২ সিকিউরিটি চিপ।
- ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে গুগল পিক্সেল ৮ প্রো ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে রয়েছে দুটো ৪৮ মেগাপিক্সেলের সেনসর। আর ডিসপ্লের উপর রয়েছে ১০.৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- গুগল পিক্সেল ৮ প্রো ফোনে একটি ৫০৫০ এমএএইচ ব্যাটারি এবং ৩০ ওয়াটের ওয়্যারড চার্জিং ফিচার রয়েছে।
১০ হাজার টাকার কম দামে ৫জি ফোন
ভারতের নিজস্ব সংস্থা লাভা-র নতুন ৫জি ফোন লাভা ব্লেজ ২ ৫জি লঞ্চ হয়েছে। এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ৯৯৯৯ টাকা। অন্যদিকে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এখনও প্রকাশ্যে আসেই। গ্লাস ব্ল্যাক, গ্লাস ব্লু এবং গ্লাস ল্যাভেন্ডার- এই তিন রঙে লঞ্চ হয়েছে লাভা ব্লেজ ২ ৫জি ফোন। লাভা সংস্থার ই-স্টোর এবং অ্যামাজনের মাধ্যমে এই ফোন কেনা যাবে। বিক্রি শুরু হতে চলেছে আগামী ৯ নভেম্বর থেকে।
আরও পড়ুন- দীপাবলির উপহার,কর্মীদের রয়্যাল এনফিল্ড দিল এই কোম্পানি