Google Pixel Watch 2: নতুন পিক্সেল ওয়াচ লঞ্চ করতে চলেছে গুগল, কবে লঞ্চ হতে পারে? কী কী ফিচার থাকতে পারে?
Smartphone: গুগল পিক্সেল ৮ সিরিজের দুটি ফোন পিক্সেল ৮ এবং পিক্সেল ৮ প্রো- এই দুইয়ের সঙ্গে লঞ্চ হতে চলেছে গুগল পিক্সেল ওয়াচ ২।
Google Pixel Watch 2: গুগল সংস্থা নতুন স্মার্টওয়াচ (Smartwatch) লঞ্চ করতে চলেছে। এবার লঞ্চ হবে গুগল পিক্সেল ওয়াচ (Google Pixel Watch)- এর সাকসেসর মডেল গুগল পিক্সেল ওয়াচ ২ (Google Pixel Watch 2)। গতবছর অর্থাৎ ২০২২ সালে অক্টোবর মাসে লঞ্চ হয়েছিল গুগল পিক্সেল ওয়াচ। এবার তারই সাকসেসর মডেল লঞ্চ হতে চলেছে। গুগল পিক্সেল ৮ সিরিজের দুটি ফোন পিক্সেল ৮ এবং পিক্সেল ৮ প্রো- এই দুইয়ের সঙ্গে লঞ্চ হতে চলেছে গুগল পিক্সেল ওয়াচ ২। এই স্মার্টওয়াচে থাকতে পারে একটি Samsung Exynos 9110 প্রসেসর। আগামী ১০ মে গুগল I/O 2023 ইভেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা। সম্ভবত সেখানেই প্রকাশ্যে আসবে গুগল পিক্সেল ৮ সিরিজ এবং গুগল পিক্সেল ওয়াচ ২। প্রসেসর ছাড়া গুগল পিক্সেল ওয়াচ ২ সম্পর্কে আর কোনও তথ্যই এখনও প্রকাশ্যে আসেনি। অনুমান, গুগল I/O 2023 ইভেন্টে নতুন স্মার্টওয়াচ সম্পর্কে সমস্ত খুঁটিনাটি তথ্য জানা যাবে। তবে গুগলের এই ইভেন্টেই যে গুগল পিক্সেল ওয়াচ ২ লঞ্চ হবে একথাও নিশ্চিত ভাবে জানা যায়নি।
ভারতে আসছে গুগলের নতুন পিক্সেল ফোন
ভারতে লঞ্চ হতে চলেছে গুগল পিক্সেল ৭এ (Google Pixel 7a) ফোন। আগামী ১০ মে Google I/O 2023 ইভেন্টে আত্মপ্রকাশ হতে চলেছে এই ফোনের। আর তার পরের দিন অর্থাৎ ১১ মে ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে গুগলের এই নতুন স্মার্টফোন। এখনও এই ফোনের দাম সম্পর্কে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। তবে শোনা গিয়েছে, গুগল পিক্সেল ৬এ ফোনের থেকে কিছুটা বেশি হতে চলেছে গুগল পিক্সেল ৭এ ফোনের দাম। ভারতে জনপ্রিয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে। সূত্রের খবর, ভারতে এই ফোনের দাম ৩২ হাজার থেকে ৪০ হাজার টাকার মধ্যে হবে। যদিও এই প্রসঙ্গে নিশ্চিত ভাবে কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। কোন কোন র্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্টে গুগল পিক্সেল ৭এ ফোন ভারতে লঞ্চ হবে তা এখনও জানা যায়নি। তবে শোনা গিয়েছে, চারকোল, ব্লু এবং স্নো- এই তিন রঙের শেডে গুগলের নতুন পিক্সেল ফোন লঞ্চ হবে ভারতে। অন্যদিকে আবার শোনা গিয়েছে, ১২৮ জিবি স্টোরেজ থাকতে পারে এই ফোনে। যদিও এই প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কোনও তথ্য জানা যায়নি। লুক এবং ডিজাইনের ক্ষেত্রে পিক্সেল ৭ এবং পিক্সেল ৭ প্রো ফোনের মতোই হতে চলেছে গুগল পিক্সেল ৭এ ফোন।